Virat Kohli: বিশ্বকাপে বিরাটের ব্যাটিং পজিশন, পছন্দ জানালেন বিশ্বজয়ী ক্যাপ্টেন…

Apr 23, 2024 | 2:48 PM

ICC MEN’S T20 WC 2024: অতীতে বিরাট-রোহিতকে দেশের হয়ে ওপেন করতে দেখা গিয়েছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও এমন সম্ভাবনাই তৈরি হয়েছিল। যদিও শেষ অবধি তিনেই ব্যাট করেছিলেন বিরাট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পয়েন্ট টেবলে একেবারে শেষে। এ বার মাত্র একটি ম্যাচ জিতেছে তারা। বিরাট কোহলি অবশ্য দারুণ ছন্দে। অরেঞ্জ ক্যাপের দৌড়েও রয়েছেন। তা হলে কি বিরাট-রোহিতই ওপেন করবেন বিশ্বকাপে?

Virat Kohli: বিশ্বকাপে বিরাটের ব্যাটিং পজিশন, পছন্দ জানালেন বিশ্বজয়ী ক্যাপ্টেন...
Image Credit source: AFP FILE

Follow Us

জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। শীঘ্রই ভারতের স্কোয়াড ঘোষণা হবে। আলোচনায় অনেক কিছু। বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই। বাকি কারা সুযোগ পাবেন, পুরোপুরি নিশ্চিত নয়। এর মধ্যেই জল্পনা, বিরাট কোহলি ও রোহিত শর্মাকে বিশ্বকাপে ওপেন করতে দেখা যেতে পারে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সে ওপেন করেন রোহিত। তেমনই আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ওপেনার বিরাট কোহলি।

অতীতে বিরাট-রোহিতকে দেশের হয়ে ওপেন করতে দেখা গিয়েছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও এমন সম্ভাবনাই তৈরি হয়েছিল। যদিও শেষ অবধি তিনেই ব্যাট করেছিলেন বিরাট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পয়েন্ট টেবলে একেবারে শেষে। এ বার মাত্র একটি ম্যাচ জিতেছে তারা। বিরাট কোহলি অবশ্য দারুণ ছন্দে। অরেঞ্জ ক্যাপের দৌড়েও রয়েছেন। তা হলে কি বিরাট-রোহিতই ওপেন করবেন বিশ্বকাপে?

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া একবারই চ্যাম্পিয়ন হয়েছে। সেই টিমের অধিনায়ক অ্যারন ফিঞ্চ আইপিএলে ধারাভাষ্য দিচ্ছেন। তিনি অবশ্য বিরাটকে দেশের জার্সিতে ওপেনার হিসেবে চান না। অন্তত বিশ্বকাপে নয়। তাঁর পছন্দ অন্য। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চের মতে, বিরাটের জন্য তিন নম্বরই সেরা ব্যাটিং পজিশন। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনে তাঁর মতো ব্যাটারের প্রয়োজন বলেই মনে করেন।

আইপিএলের সম্প্রচারকারী চ্য়ানেল স্টার স্পোর্টসে ফিঞ্চ বলেন, ‘সাদা বলের ক্রিকেটে তিন নম্বরে বিশ্বের সেরা ব্যাটার বিরাট কোহলি। সুতরাং, আমি তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনেই দেখতে চাইব।’ এ বারের আইপিএলে ৮ ম্যাচে ৩৭৯ রান করেছেন বিরাট কোহলি। এর মধ্যে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেঞ্চুরির ইনিংসও রয়েছে। ওপেন করেই এই রান বিরাটের।

Next Article