ধোনিকে নিয়ে অ্যানিমেশন স্পাই সিরিজ

Apr 07, 2021 | 6:36 PM

বিদেশে অনেক প্লেয়ারকে কেন্দ্র করেই অ্যামিনেশন সিনেমা বানানো হয়েছে। কিন্তু সিরিজ কখনও হয়নি।

ধোনিকে নিয়ে অ্যানিমেশন স্পাই সিরিজ
ধোনিকে নিয়ে অ্যানিমেশন স্পাই সিরিজ

Follow Us

নয়াদিল্লি: এ বার নতুন ভূমিকায় মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। নিজের প্রোডাকশন হাউস থেকে আনতে চলেছেন এক স্পাই সিরিজ (spy series)। যার নাম ‘ক্যাপ্টেন সেভেন’ (Captain 7)! সাত নম্বর জার্সি পরেই খেলেন ধোনি। সেই ভাবনা থেকেই স্পাই সিরিজের নামকরণ ক্যাপ্টেন সেভেন করা হয়েছে। আগামী বছর এই সিরিজের প্রথম সিরিজ বিশ্বের নানা ওটিজি প্ল্যাটফর্মে দেখা যাবে।

ক্যাপ্টেন সেভেনের কাজ শুরু হয়ে গিয়েছে। ধোনির নিজের সংস্থা ধোনি এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের (Dhoni Entertainment Pvt Ltd) সঙ্গে যৌথভাবে কাজ করছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অরেঞ্জ ব্র্যান্ডস প্রাইভেট লিমিটেডও। ক্যাপ্টেন সেভেনই হতে চলেছে দেশের প্রথম অ্যানিমেটেড স্পাই সিরিজ (animated spy series)। ধোনি বলেছেন, ‘সিরিজের কনসেপ্টটা দারুণ। ক্রিকেটের পাশাপাশি এটা আমার এক নতুন দিক খুলে দিয়েছে।’ ক্যাপ্টেন সেভেন রোমাঞ্চকর একটা সিরিজ হতে চলেছে। যা নিয়ে ধোনির স্ত্রী সাক্ষী (Sakshi Singh Dhoni) বলেছেন, ‘যখন বিডব্লিউও কনসেপ্টটা শুনিয়েছিল, তখনই আমরা বানাতে রাজি হয়ে গিয়েছিলাম।’

আরও পডুন: তসলিমাকে বিঁধলেন মঈনের বাবা মুনির

বিডব্লিউও-র সিইও ভাবিক বোরা বলেছেন, ‘সারা দেশে ধোনির অসংখ্য ভক্ত। এই সিরিজটা বানানোর পিছনে এই ভাবনাটা কাজ করেছিল। আশা করি দর্শকদের এটা পছন্দ হবে।’

বিদেশে অনেক প্লেয়ারকে কেন্দ্র করেই অ্যামিনেশন সিনেমা বানানো হয়েছে। কিন্তু সিরিজ কখনও হয়নি। স্পাই সিরিজ তো নয়ই। ফলে, ধোনি ক্রিকেট দুনিয়া থেকে আরও এক নতুন দুনিয়ায় পা দিতে চলেছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Next Article