Babar Azam: ‘বিরাটের মতো বাবরের ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়া উচিত’, পাক অধিনায়ককে এই পরামর্শ দিলেন কে?
ICC World Cup 2023: ভারতের মাটিতে চলতি ওডিআই বিশ্বকাপে হারের হ্যাটট্রিক করেছে বাবর আজমের পাকিস্তান। এ বারের বিশ্বকাপে বাবরদের ভাগ্যের চাকা কবে ঘুরবে? পাক ক্রিকেট প্রেমীদের মনে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। আফগানিস্তানের কাছে বাবররা হারার পর থেকে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা একের পর প্রশ্ন তুলেছেন দলের প্রতি।
চেন্নাই: বিশ্বকাপে (ICC World Cup 2023) বাবর আজমদের ভাগ্যের চাকা কবে ঘুরবে? পাক ক্রিকেট প্রেমীদের মনে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। আফগানিস্তানের কাছে বাবরদের হারের পর থেকে পাকিস্তানের (Pakistan) প্রাক্তন ক্রিকেটাররা একের পর প্রশ্ন তুলেছেন দলের প্রতি। ওডিআইতে প্রথম বার পাকিস্তানকে হারিয়েছে আফগানিস্তান। তাও আবার বিশ্বকাপের মঞ্চে। আফগানদের অনবদ্য জয়ের পর পাক ক্রিকেটাররা প্রবলভাবে সমালোচিত হচ্ছেন। এ বার পাকিস্তানের এক প্রাক্তন ক্রিকেটার বর্তমান পাক ক্যাপ্টেন বাবর আজমের (Babar Azam) ক্যাপ্টেন্সি ছাড়া নিয়েও মন্তব্যও করলেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আফগানদের কাছে হারার পর পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বসিত আলি বলেছেন, তাঁর মতে বাবর আজমের এখন ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়া উচিত। এই প্রসঙ্গে তিনি বিরাটের ক্যাপ্টেন্সি ছাড়ার কথা উল্লেখ করেন। ক্যাপ্টেনের দায়িত্ব ছেড়ে বিরাট যেমন খোলা মনে ক্রিকেটটা উপভোগ করছেন, সেটাই করা উচিত বাবরের। এমনটা মনে করেন বসিত।
সম্প্রতি প্রাক্তন পাক ক্রিকেটার বসিত আলি বলেছেন, ‘আমি এক বছর আগে আমার নিজের ইউটিউব চ্যানেলে বলেছিলাম বাবর আজম খুব ভালো ব্যাটার। তবে ওর নেতৃত্ব ছেড়ে দেওয়া উচিত। ঠিক যেমন বিরাট কোহলি করেছে। বিরাট নেতৃত্ব ছেড়ে দিয়েছে। তারপর ওর পারফরম্যান্স একবার লক্ষ্য করে দেখুন। আমার মনে হয়, বাবরও যদি ক্যাপ্টেন্সি ছেড়ে দেয়, তা হলে ওর পারফরম্যান্সও ভালো হবে।’
বসিত আলির ওই মন্তব্যের পর অনেকেই অপব্যাখ্যাও করেছেন। সেই প্রসঙ্গে প্রাক্তন পাক ক্রিকেটার বলেন, ‘সোশাল মিডিয়ায় আমার ওই মন্তব্যকে কেউ কেউ টুইস্ট করেছে। অনেকেই বলেছে, আমি বাবরকে পছন্দ করি না। এবং আমি নাকি বিশ্বাসঘাতক।’ তাঁর একথা থেকে পরিষ্কার বাবরের পারফরম্যান্স যেন ভালো হয়, তাই বসিত তাঁকে বিরাটের রাস্তায় হাঁটতে বলেছেন।
প্রসঙ্গত, চলতি ওডিআই বিশ্বকাপে বাবর আজমের পাকিস্তানের পরবর্তী ম্যাচ ২৭ অক্টোবর। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে গ্রিন আর্মি জয়ে ফিরতে পারে কিনা, এখন সেটাই দেখার।