Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC World Cup 2023: বিশ্বকাপে ভারতের জয়রথ থামাতে কী করতে হবে? বলে দিলেন মিসবা উল হক

বিশ্বকাপে ভারত টানা ৮ ম্যাচ জিতেছে। যার পর প্রতিপক্ষ শিবিরগুলিতে জোর আলোচনা চলছে কোন জাদুবলে এমনটা সম্ভব হল? অবশ্য ক্রিকেট মহলের মতে, কোনও জাদু নয়, ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্সই শেষ কথা বলেছে। ভারত চলতি বিশ্বকাপে একের পর এক ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে। গ্রুপ পর্বে আর একটি মাত্র ম্যাচ বাকি টিম ইন্ডিয়ার। তা রয়েছে আগামী রবিবার।

ICC World Cup 2023: বিশ্বকাপে ভারতের জয়রথ থামাতে কী করতে হবে? বলে দিলেন মিসবা উল হক
ICC World Cup 2023: বিশ্বকাপে ভারতের জয়রথ থামাতে কী করতে হবে? বলে দিলেন মিসবা উল হক
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2023 | 12:02 AM

নয়াদিল্লি: বিশ্বকাপ (ICC World Cup 2023) জিতুক ভারত (India)। দেশবাসীর এটাই স্বপ্ন। সেই স্বপ্নপূরণ করার পথে একধাপ করে এগোচ্ছে মেন ইন ব্লু। বিশ্বকাপে ভারত টানা ৮ ম্যাচ জিতেছে। যার পর প্রতিপক্ষ শিবিরগুলিতে জোর আলোচনা চলছে কোন জাদুবলে এমনটা সম্ভব হল? অবশ্য ক্রিকেট মহলের মতে, কোনও জাদু নয়, ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্সই শেষ কথা বলেছে। ভারত চলতি বিশ্বকাপে একের পর এক ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে। গ্রুপ পর্বে আর একটি মাত্র ম্যাচ বাকি টিম ইন্ডিয়ার। তা রয়েছে আগামী রবিবার। যে ভাবে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেছেন রোহিতরা, তাতে বিশ্বকাপ জয়ের আশা বাড়ছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের। এরই মাঝে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মিসবা উল হক বলেছেন, কীভাবে এই ভারতকে আটকানো যাবে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

প্রাক্তন পাক ক্যাপ্টেন মিসবা জানান, কোনও দল কীভাবে ভারতকে আটকাতে পারে। তিনি বলেন, ‘সবচেয়ে প্রথমে মানসিক ভাবে লড়াই থেকে বেরোতে হবে। ভারতীয় টিম প্রথম থেকেই এত ভালো ক্রিকেট খেলেছে যে প্রতি দলের উপর বাড়তি চাপ তৈরি হয়েছে। আর তাতেই ম্যাচের আগেই ৫০ শতাংশেরও বেশি লড়াই ভারত জিতে থাকে। যে কারণে প্রতিপক্ষ দলগুলোকে ভারতের বিরুদ্ধে নামার আগে মানসিক দিক থেকে প্রস্তুত হতে হবে। নিজেদের মধ্যে স্থির করে নিতে হবে যে, ওরা ভালো ক্রিকেট খেলে ভারতকে হারাতে পারবে।’

একইসঙ্গে মিসবার মতে, যে দল মেগা ইভেন্টে যত ভালো খেলে, তাদের উপর নকআউটে তত বেশি আশা করা হয়। আর সেটাই কিন্তু পরবর্তীতে বিরাট চাপ হতে পারে। তাঁর কথায়, ‘যা-ই হোক না কেন, একটা বিষয় নিশ্চিত যে এটা গ্রুপ পর্ব। ভারতীয় দল যখন নকআউটে যাবে ওদের থেকে প্রত্যাশা বেশি থাকবে। যে দলগুলো গ্রুপ পর্বে যত ভালো খেলে, তাদের উপর তত বেশি প্রত্যাশা থাকে। নটআউটে যদি এক বার কোনও টিম ভালো ছন্দে থাকা দলের বিরুদ্ধে চাপ তৈরি করতে পারে, তা হলে যে কোনও দলই হারের মুখ দেখতে পারে।’

পাক তারকা শোয়েব মালিক অবশ্য জানিয়েছেন, তাঁর মনে হয় এখন যা পরিস্থিতি, তাতে অস্ট্রেলিয়াই হল এমন দল যারা ভারতকে হারাতে পারে। এ বার দেখার সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ হয় কারা। এবং তারা ভারতকে হারাতে পারে কিনা।