Jasprit Bumrah: পাকিস্তানের এই পেসারও নাকি বুমরার মতোই ভয়ঙ্কর, দাবি করলেন কে?

জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) দুরন্ত ফর্ম দেখে বিস্মিত ক্রিকেট দুনিয়ায়। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে ৬ উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছেন তিনি।

Jasprit Bumrah: পাকিস্তানের এই পেসারও নাকি বুমরার মতোই ভয়ঙ্কর, দাবি করলেন কে?
পাকিস্তানের এই পেসারও নাকি বুমরার মতোই ভয়ঙ্কর, দাবি করলেন কেImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 14, 2022 | 3:34 PM

করাচি: জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) দুরন্ত ফর্ম দেখে বিস্মিত ক্রিকেট দুনিয়ায়। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে ৬ উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছেন তিনি। আইসিসি ওয়ান ডে ব়্যাঙ্কিংয়েও দু’বছর পর ফিরে পেয়েছেন এক নম্বর জায়গাটা। টপকে গিয়েছেন ট্রেন্ট বোল্ট, শাহিন শাহ আফ্রিদিকে। ভারতীয় পেসারকে যখন প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন সবাই, তখন পাকিস্তানের এক প্রাক্তন ক্রিকেটার বলে দিচ্ছেন, তাঁরই দেশের এক পেস বোলার বুমরারই মতো ভয়ঙ্কর। দু’জনকে একই আসনে বসিয়ে ফেলেছেন তিনি। কে এই পাক বোলার? শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)। কার এমন দাবি? সলমন বাট (Salman Butt)

পাকিস্তানের প্রায় সব ক্রিকেটারই হালফিলে টিভি চ্যানেলে বসার বদলে নিজেদের ইউটিউব চ্যানেল খুলে নিয়েছেন। সেখানেই তাঁরা ক্রিকেট নিয়ে নানা গল্পের পাশাপাশি বিশ্লেষণের কাজও করেন। পাকিস্তান শুধু নয়, ভারত সহ সব ম্যাচ নিয়েই কথা বলতে শোনা যায় তাঁদের। সেখানেই সলমন ২২ বছরের শাহিনকে বসিয়েছেন বুমরার পাশে। প্রাক্তন পাক ব্য়াটারের যুক্তি হল, ‘শাহিন এখনও খুব বেশি ক্রিকেট খেলেনি। কিন্তু এরই মধ্যে ও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। তাই ও বুমরার থেকে কোনও অংশে কম নয়। আমি তো বলব, শাহিনের অভিজ্ঞতা বাড়লে ও কিন্তু আরও ভালো পারফর্ম করবে। তখন কিন্তু ও আরও গতিতে বল করবে। বাঁ হাতি হিসেবে অন্য রকম অ্যাঙ্গলে বল করতে পারবে।’

অবশ্য বুমরা ও শাহিনের বোলিং অত্যন্ত উপভোগ্য করেন সলমন। ‘ওরা দু’জনেই কিন্তু দারুণ বোলিং করছে। ওদের বোলিং দেখার অভিজ্ঞতা একেবারে অন্যরকম। বিশেষ করে ওরা যখন নতুন বলে বোলিং করে, মনে হয় যে কোনও সময় প্রতিপক্ষের উইকেট পড়তে পারে। এই অনুভূতিটা কিন্তু অন্য কারও সময় মনে হয় না।’

বুমরা এবং শাহিনের মধ্য়ে কোনও তুলনা চান না প্রাক্তন পাক অধিনায়ক। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘২০-২২ বছরের একটা ছেলে যে ভাবে পারফর্ম করছে, সেটা কিন্তু সহজ ব্যাপার নয়। বুমরা এবং শাহিন দু’জনেই অসাধারণ বোলার। বুমরা অনেক দিন খেলছে এবং চমৎকার পারফরমার। আর সেই কারণেই এই দু’জনের সঙ্গে কোনও তুলনা করা ঠিক হবে না। এক জনের কেরিয়ার বেশ লম্বা। আর এক জন সবে শুরু করেছে ক্রিকেট খেলতে।’