ICC World Cup 2023: ‘অতিরিক্ত আত্মবিশ্বাসই ফাইনালে ডোবাল ভারতকে’, খোঁচা শাহিদ আফ্রিদির

দেশের মাঠে হওয়া ওডিআই বিশ্বকাপে টানা ১০ ম্যাচ অপরাজিত ছিল টিম ইন্ডিয়া (Team India)। আর একটা ম্যাচ জিতলেই দেশে আসত তৃতীয় বিশ্বকাপ। কিন্তু প্যাট কামিন্সরা ভারতের জয়ের অশ্বমেধের ঘোড়া থামিয়ে দেয়। টানা ১০ ম্যাচ জয়ের ফলে আত্মবিশ্বাস হওয়া স্বাভাবিক। আর সেই অতিরিক্ত আত্মবিশ্বাসই কাল হল ভারতের?

ICC World Cup 2023: 'অতিরিক্ত আত্মবিশ্বাসই ফাইনালে ডোবাল ভারতকে', খোঁচা শাহিদ আফ্রিদির
ICC World Cup 2023: 'অতিরিক্ত আত্মবিশ্বাসই ফাইনালে ডোবাল ভারতকে', খোঁচা শাহিদ আফ্রিদির
Follow Us:
| Edited By: | Updated on: Nov 24, 2023 | 3:06 PM

করাচি: টিম ইন্ডিয়া বিশ্বকাপ (ICC World Cup 2023) না জেতায় কোটি কোটি ভারতবাসীর হৃদয় ভেঙে গিয়েছে। তারপরও একাধিক ক্রিকেট প্রেমীর মতে, ভারতই সেরা। টিম ইন্ডিয়ার একাধিক প্রাক্তন ক্রিকেটাররও রোহিত শর্মা-বিরাট কোহলিদের লড়াইকে কুর্ণিশ জানিয়েছেন। বিশ্বকাপে টানা ১০ ম্যাচ অপরাজিত ছিল টিম ইন্ডিয়া (Team India)। আর একটা ম্যাচ জিতলেই দেশে আসত তৃতীয় বিশ্বকাপ। কিন্তু প্যাট কামিন্সরা ভারতের জয়ের অশ্বমেধের ঘোড়া থামিয়ে দেয়। টানা ১০ ম্যাচ জয়ের ফলে আত্মবিশ্বাস হওয়া স্বাভাবিক। আর সেই অতিরিক্ত আত্মবিশ্বাসই কাল হল ভারতের? ওয়াঘার ওপারে প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি (Shahid Afridi) সেকথাই বলছেন। ঠিক কী বলছেন আফ্রিদি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ভারতের মাটিতে সদ্য শেষ হওয়া বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়া হেরে যাওয়ার পর, পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলে প্রাক্তন পাক তারকা শাহিদ আফ্রিদি বলেন, ‘যখন কোনও দল একটানা ম্যাচ জেতে, তখন অতিরিক্ত আত্মবিশ্বাস এসে যায়। আর সেটাই অনেক সময় ফর্মে থাকা দলকে ডুবিয়ে দেয়।’

প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি ফাইনালে ভারতীয় দর্শকদের ব্যবহারেও সন্তুষ্ট হতে পারেননি। তাঁর কথায়, ‘আমি মনে করি আমরা সকলেই আমাদের কেরিয়ারের কোনও না কোনও সময়ে এমনটা অনুভব করেছি। আমরা যখনই বাউন্ডারি মারি বা সেঞ্চুরি করি, বা উইকেট নিই ভারতীয় জনতার কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় না। ট্রাভিস হেড যখন সেঞ্চুরি করেছিল, তখনও দর্শক কেন নীরব ছিল? একটি ক্রীড়া প্রেমী দেশের সকলে সব সময় প্রতিটি ক্রীড়াবিদ ও তাঁদের প্রচেষ্টার প্রশংসা করে। কিন্তু ভারতীয় দর্শকদের কাছ থেকে সেই সমর্থন বা প্রশংসা না পাওয়া বেশ অবাক করেছে। হেডের শতরান না নিয়ে যা বলা হয়, সেটাই কম। কিছু ভারতীয় দর্শকের অন্তত তাতে সাধুবাদ জানানো দরকার ছিল।’

ট্রাভিস হেড, সেই মানুষ যিনি রবিবার কোটি কোটি ভারতীয়র হৃদয় ভেঙেছেন। এবং অজিদের বিশ্বজয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশ্বকাপ ফাইনালের দিন, দেশের ক্রিকেটারদের চোখে-মুখে হতাশা দেখে ভারতীয় ক্রিকেট প্রেমীরা স্টেডিয়ামে স্তব্ধ হয়ে গিয়েছিলেন।