IPL 2022: প্রত্যাশা মতোই লখনওয়ের কোচ হলেন অ্যান্ডি ফ্লাওয়ার
প্রত্যাশা মতোই লখনও ফ্র্যাঞ্চাইজির কোচ হলেন জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার (Andy Flower)। আগামী আইপিএলে (IPL) সঞ্জীব গোয়েঙ্কার টিমকে সাফল্য দেওয়ার নীলনকশা তৈরি করবেন তিনি।
নয়াদিল্লি: প্রত্যাশা মতোই লখনও ফ্র্যাঞ্চাইজির কোচ হলেন জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার (Andy Flower)। আগামী আইপিএলে (IPL) সঞ্জীব গোয়েঙ্কার টিমকে সাফল্য দেওয়ার নীলনকশা তৈরি করবেন তিনি। তবে এখনও ক্যাপ্টেন কে হবেন, তা ঠিক হয়নি। পঞ্জাব কিংস ছেড়ে আসা লোকেশ রাহুলকে (KL Rahul) অধিনায়ক করতে চাইছে টিম ম্যানেজমেন্ট। তার জন্য অবশ্য রাহুলকে নিলাম থেকে নিতে হবে লখনওকে।
এক বিবৃতিতে অ্যান্ডি ফ্লাওয়ার বলেছেন, ‘সুযোগ পাওয়ার জন্য যেমন, তেমনই নতুন টিমে যোগ দিতে পেরে আমি আপ্লুত। ১৯৯৩ সালে জিম্বাবোয়ের হয়ে প্রথম ভারত সফর ছিল আমার। তারপর থেকে যখনই আমি এই দেশে খেলতে এসেছি কিংবা কোচিং করাতে এসেছি, উপভোগ করেছি।’
Former Zimbabwe captain and wicketkeeper Andy Flower will coach IPL's Lucknow franchise.
Dr Sanjiv Goenka, Owner, Lucknow IPL team welcomed Andy to the RPSG family.#IndianPremierLeague #LucknowIPL #LucknowIPLTeam #Cricket #AndyFlower @IPL pic.twitter.com/RwTeony9ym
— RP Sanjiv Goenka Group (@rpsggroup) December 17, 2021
বিপুল অর্থ দিয়ে আইপিএলের (IPL) টিম কিনেছে সঞ্জীব গোয়েঙ্কার সংস্থা। আর তাই প্রথম মরসুম থেকে ভালো টিম করার দিকে ফোকাস রাখছে পরিচালন সমিতি। সেরা তারকাদের সম্ভার যেমন দরকার, তেমনই টিমে ভারসাম্যও চাইছে টিম ম্যানেজমেন্ট। আর সেই কারণেই লোকেশ রাহুলদের মতো প্লেয়ারকে টিমে নেওয়া লক্ষ্য লখনওয়ের।
#IndianPremierLeague #LucknowIPLTeam pic.twitter.com/nHI4Vs5C2Z
— RP Sanjiv Goenka Group (@rpsggroup) December 17, 2021
পঞ্জাবে অনিল কুম্বলের সঙ্গে কোচিং করানো অ্যান্ডি বলছেন, ‘ভারতের ক্রিকেট প্যাশন নিয়ে কোনও তুলনা হবে না। সেই দেশের একটা আইপিএল টিমের কোচিং করানোর সুযোগ পাওয়া বিরাট ব্যাপার। টিমকে সাফল্য দেওয়ার চেষ্টা করব। আইপিএলে টিমকে ভালো খেলতে দেখা একটা বিরাট চ্যালেঞ্জ। সেটা নেওয়ার জন্য আমি তৈরি। নতুন বছরে টিম ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক করার পাশাপাশি উত্তর প্রদেশেও যাব।’
টিমের মালিক গোয়েঙ্কা বলেছেন, ‘প্লেয়ার হিসেবে যেমন ছিলেন, কোচ হিসেবেও তেমনই ছাপ রেখেছেন অ্যান্ডি ফ্লাওয়ার। উনি পেশাদার কোচ হিসেবে বেশ সফল। ওঁর টিমে ঢুকে পড়া নিশ্চিত ভাবেই গভীরতা বাড়াবে।’
আরও পড়ুন: Indian Cricket: রাহুলের মতো সচিনও জুড়বেন ভারতীয় ক্রিকেটে, আশা সৌরভের
আরও পড়ুন: IPL 2022: ফ্লাওয়ার-রাহুল জুটিকে দেখা যাবে লখনও টিমে?