IPL 2022: ফ্লাওয়ার-রাহুল জুটিকে দেখা যাবে লখনও টিমে?

ক্রিকেট ছাড়ার পর কোচ হিসেবে বিশ্ব ক্রিকেটে বেশ পরিচিত নাম অ্যান্ডি। দু'বছর অনিল কুম্বলের সঙ্গে কোচ হিসেবে কাজ করেছেন পঞ্জাবে। ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ইংল্যান্ড টিমের কোচও ছিলেন তিনি। সেই সময়ই টেস্ট ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে পৌঁছেছিল ইংল্যান্ড।

IPL 2022: ফ্লাওয়ার-রাহুল জুটিকে দেখা যাবে লখনও টিমে?
IPL 2022: ফ্লাওয়ার-রাহুল জুটিকে দেখা যাবে লখনও টিমে?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 17, 2021 | 3:27 PM

কলকাতা: নিলামে (IPL Auction) কোন কোন প্লেয়ারকে টার্গেট করা হবে, তা এখন থেকেই ঠিক করে রাখছে টিম ম্যানেজমেন্ট। তার আগে কোচ আর ক্যাপ্টেন প্রায় নিশ্চিত করেছেন লখনও ফ্র্যাঞ্চাইজি। সঞ্জীব গোয়েঙ্কার টিম আগামী মরসুমেই প্রথম খেলবে আইপিএলে। বিপুল অর্থে আইপিএল টিম যেমন কিনেছেন, তেমনই সাফল্য যাতে পাওয়া যায়, সে দিকে নজর রাখছেন তাঁরা।

কারা হতে পারেন লখনও টিমের কোচ ও ক্যাপ্টেন? যা শোনা যাচ্ছে, জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ারকে (Andy Flower) কোচ হিসেবে দেখা যেতে পারে লখনওয়ের। তাঁর সঙ্গে জুটি বাঁধতে পারেন পঞ্জাব কিংস ছাড়া লোকেশ রাহুল (KL Rahul)। এক কর্তা অবশ্য বলছেন, ‘অনেকে অনেক কথা বলছেন। কেউ তো বলছেন, গ্যারি কার্স্টেন নাকি কোচ হতে পারেন লখনওয়ের। এটা সত্যি যে, আমরা অনেকের সঙ্গেই কথা চালাচ্ছি। তবে যতক্ষণ না নিশ্চিত হচ্ছে কোনও কিছু, ততক্ষণ আমরা বলতে পারছি না।’

ক্রিকেট ছাড়ার পর কোচ হিসেবে বিশ্ব ক্রিকেটে বেশ পরিচিত নাম অ্যান্ডি। দু’বছর অনিল কুম্বলের সঙ্গে কোচ হিসেবে কাজ করেছেন পঞ্জাবে। ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ইংল্যান্ড টিমের কোচও ছিলেন তিনি। সেই সময়ই টেস্ট ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে পৌঁছেছিল ইংল্যান্ড। অ্যান্ডির কাছে আইপিএল (IPL) নতুন নয়। অভিজ্ঞতা থাকা এই রকম কোচই চাইছে লখনও। আর সেই কারণেই রাহুলের মতো তরুণ কিন্তু ফর্মে থাকা ক্যাপ্টেনকে টার্গেট করছে টিম ম্যানেজমেন্ট।

লখনওয়ের (Lucknow) মতো ঢেলে টিম গোছাতে চাইছে সানরাইজার্স হায়দরাবাদও (SRH)। ২০২১ সালের আইপিএলে প্লে-অফে উঠতে পারেনি তারা। ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নারকে নিয়ে মরসুম শুরু করলেও পরে তাঁকে ছাঁটাই করে দেওয়া হয়। এমনকি টিম থেকেও বাদ পড়েন তিনি। ওয়ার্নারকে দেখা যেতে পারে নতুন কোনও আইপিএল টিমে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাসেজে দারুণ ফর্মে থাকা অস্ট্রেলিয়ার বাঁ হাতি ওপেনারের দর আবার আকাশ ছোঁবে। তবে হায়দরাবাদও বসে নেই। টম মুডিকে হেড কোচ করার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার সদ্য প্রাক্তন হওয়ার পেসার ডেল স্টেইনকে বোলিং কোচ হিসেবে পাওয়ার চেষ্টা চালাচ্ছে তারা।

আরও পড়ুন: Indian Cricket: ফিট হতে এনসিএ-তে রিহ্যাব শুরু রোহিত, জাডেজার

আরও পড়ুন: ৩০ গজের সার্কেল ছোট হলে রোমাঞ্চ বাড়বে আইপিএলে‌: ললিত মোদী