Harbhajan Singh: অবসর নিতে পারেন ভাজ্জি, দেখা যেতে পারে কোচের ভূমিকায়
আইপিএল সূত্রের খবর, 'এক নামকরা ফ্র্যাঞ্চাইজি দলের ক্রিকেট পরামর্শদাতা, মেন্টর অথবা উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে দেখা যেতে পারে হরভজনকে (Harbhajan Singh)। সেই ফ্র্যাঞ্চাইজি দল চাইছে ভাজ্জির অভিজ্ঞতাকে কাজে লাগাতে। এমনকি আইপিএল নিলামেও সেই ফ্র্যাঞ্চাইজি দলকে সাহায্য করতে পারে হরভজন।'
নয়াদিল্লি: ক্রিকেটজীবন থেকে অবসর নিতে পারেন হরভজন সিং (Harbhajan Singh)। এমনই খবর সূত্রের। তবে পুরোপুরি ২২ গজকে এখনই বিদায় জানাচ্ছেন না ভাজ্জি। তাঁকে দেখা যেতে পারে নতুন ভূমিকায়। সাপোর্ট স্টাফের ভূমিকায় দেখা যেতে পারে টার্বুনেটরকে।
গত আইপিএলেও (IPL) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে খেলেন ৪১ বছরের এই অফস্পিনার। প্রথম পর্বে খেললেও, মরুশহরে দ্বিতীয় পর্বে আর খেলেননি। তবে ২০২২ আইপিএল মেগা অকশনের (Auction) আগেই বুট জোড়া তুলে রাখতে পারেন ভাজ্জি। সূত্রের খবর, এক নামজাদা ফ্র্যাঞ্চাইজি দলের সাপোর্ট স্টাফ হিসেবে যোগ দিতে পারেন হরভজন। সামনের সপ্তাহেই হয়তো সরকারি ভাবে ভাজ্জি জানিয়ে দিতে পারেন তাঁর অবসরের কথা।
আইপিএল সূত্রের খবর, ‘এক নামকরা ফ্র্যাঞ্চাইজি দলের ক্রিকেট পরামর্শদাতা, মেন্টর অথবা উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে দেখা যেতে পারে হরভজনকে (Harbhajan Singh)। সেই ফ্র্যাঞ্চাইজি দল চাইছে ভাজ্জির অভিজ্ঞতাকে কাজে লাগাতে। এমনকি আইপিএল নিলামেও সেই ফ্র্যাঞ্চাইজি দলকে সাহায্য করতে পারে হরভজন।’
বরাবরই তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করেন টার্বুনেটর। মুম্বই ইন্ডিয়ান্সে থাকার সময়ও দেখা গিয়েছে, হরভজন কিভাবে উদীয়মান ক্রিকেটারদের পথ দেখিয়েছেন। গত বছর কলকাতা নাইট রাইডার্সে থাকার সময়ও বরুণ চক্রবর্তীকে (Varun Chakravarthy) মূল্যবান পরামর্শ দিয়েছেন। কেকেআরের (Kolkata Knight Riders) ওপেনার ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) স্বীকারও করেছিলেন, ভাজ্জির উপদেশ তাঁর কেরিয়ারে কি ভাবে কাজে লেগেছে।
আরও পড়ুন: Ravichandran Ashwain: অশ্বিন কেন ইংল্যান্ড সফরে টিমে ছিলেন না, প্রশ্ন তুলে দিলেন সলমন বাট