Ravichandran Ashwain: অশ্বিন কেন ইংল্যান্ড সফরে টিমে ছিলেন না, প্রশ্ন তুলে দিলেন সলমন বাট

Salman Butt: সলমন বলছেন, 'অশ্বিন টিমে ফেরার পর থেকে কিন্তু প্রতি ম্যাচেই প্রমাণ করছে ও কতটা গুরুত্বপূর্ণ সদস্য। ওর উপস্থিতিই যেন পরিষ্কার করে দিচ্ছে, ওর না থাকা কতটা গুরুত্বপূর্ণ ছিল। আমি তো খুব অবাক হয়েছিলাম, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় টিমে ওকে না দেখে। খুব কম অভিজ্ঞতা থাকা বোলারদের খেলানো হয়েছে বিশ্বকাপে।'

Ravichandran Ashwain: অশ্বিন কেন ইংল্যান্ড সফরে টিমে ছিলেন না, প্রশ্ন তুলে দিলেন সলমন বাট
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ সেরা অশ্বিন। সৌ: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Dec 07, 2021 | 5:35 PM

লাহোর: যিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের সেরা হন, তিনি কেন ইংল্যান্ডের (England) মাটিতে ইংলিশ টিমের বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগ পাবেন না? নিজের ইউটিউব চ্যানেলে ভক্তদের সঙ্গে প্রশ্ন-উত্তর পর্বে এমনই বিতর্ক তুলে দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সলমন বাট (Salman Butt)। আর এই বিতর্কে জড়িয়ে ফেলেছেন ক্যাপ্টেন বিরাট কোহলি (Virat Kohli) ও বিদায়ী কোচ রবি শাস্ত্রীকে (Ravi Shastri)। অশ্বিনকে (Ravichandran Ashwin) না খেলানোর সিদ্ধান্ত নেওয়ার যাবতীয় দায় এই দু’জনের ঘাড়ে চাপিয়েছেন সলমন।

প্রাক্তন পাক ব্যাটসম্যানের সোজা কথা, ‘অশ্বিনকে খেলানো উচিত ছিল। এখন যেমন বলছি, পরেও এই একই কথা বলব। স্পিনার হিসেবে ওর থেকে ভালো আর কেউ নয়। বলা ভালো, এই মুহূর্তে ওর থেকে ভালো স্পিনার আর কেউ নয়। কিন্তু ওকে কেন খেলানো হয়নি? সেই সময় ভারতীয় টিমের কোচ রবি শাস্ত্রী ও ক্যাপ্টেন বিরাট কোহলি একমাত্র বলতে পারবে।’

অশ্বিনকে না খেলানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল ভারতীয় ক্রিকেটে। যা নিয়ে কম আলোচনা করেনি ক্রিকেটমহল। প্রতিভাবান স্পিনার হওয়া সত্ত্বেও দীর্ঘ সময় শুধু টেস্ট ক্রিকেটেই আটকে থাকতে হয়েছিল তাঁকে। ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি টিমে সুযোগ পেতেন না। বিরাটের সঙ্গে অশ্বিনের সম্পর্কের রসায়ন নিয়েও কথা হয়েছে প্রচুর। যাবতীয় বিতর্ক মিটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ভারতীয় টিমে সুযোগ পেয়েছিলেন অশ্বিন। তখন বলাও হয়েছিল, রোহিত শর্মার মতো সিনিয়র নির্বাচকদের বিশ্বকাপ টিমে চেন্নাইয়ের অফস্পিনারকে রাখার পরামর্শ দিয়েছিলেন।

সলমন বলছেন, ‘অশ্বিন টিমে ফেরার পর থেকে কিন্তু প্রতি ম্যাচেই প্রমাণ করছে ও কতটা গুরুত্বপূর্ণ সদস্য। ওর উপস্থিতিই যেন পরিষ্কার করে দিচ্ছে, ওর না থাকা কতটা গুরুত্বপূর্ণ ছিল। আমি তো খুব অবাক হয়েছিলাম, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় টিমে ওকে না দেখে। খুব কম অভিজ্ঞতা থাকা বোলারদের খেলানো হয়েছে বিশ্বকাপে।’

যতই পাকিস্তানি ক্রিকেটার হোন, অশ্বিনের মতো স্পিনারের টিমে থাকা কতটা গুরুত্বপূর্ণ খুব ভালোই বোঝেন। ভারতীয় টিম ম্যানেজমেন্ট বোঝেনি কেন? এই প্রশ্ন আবার নতুন করে উঠতে শুরু করেছে।

আরও পড়ুন : IPL 2022: মাহি-যুবি রিইউনিয়ন