IPL 2022: মাহি-যুবি রিইউনিয়ন
একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্যই যুবরাজ সিংয়ের বাড়িতে যান মহেন্দ্র সিং ধোনি। সেই মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে (Instagram) পোস্ট করেন যুবি। আর তারপরই লাইক ও কমেন্টের ঝড় বয়ে যায়। জানুয়ারিতে ২০২২ আইপিএলের মেগা অকশন। আইপিএলে ধোনিকে চেন্নাই সুপার কিংস এ বারও রিটেন করেছে।
মুম্বই: দুই বন্ধুর আবার দেখা। ২০১১ বিশ্বকাপের নায়ক যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ধোনি-যুবির রিইউনিয়নে চলল দীর্ঘক্ষণ আড্ডা। উঠে এল পুরনো সব মুহূর্ত।
একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্যই যুবরাজ সিংয়ের বাড়িতে যান মহেন্দ্র সিং ধোনি। সেই মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে (Instagram) পোস্ট করেন যুবি। আর তারপরই লাইক ও কমেন্টের ঝড় বয়ে যায়। জানুয়ারিতে ২০২২ আইপিএলের মেগা অকশন। আইপিএলে ধোনিকে চেন্নাই সুপার কিংস এ বারও রিটেন করেছে। কিন্তু যুবরাজ সিংকে এ বারের আইপিএলে দেখা যেতে পারে নতুন ভূমিকায়। কোনও ফ্র্যাঞ্চাইজি দলের কোচের ভূমিকায় যুবিকে দেখা যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
It’s that time of the year. Are you ready? Do you have what it takes? Have a big surprise for all you guys! Stay tuned! pic.twitter.com/xR0Zch1HtU
— Yuvraj Singh (@YUVSTRONG12) December 7, 2021
Yuvraj Singh’s latest Instagram story:#Yuvi #MSD pic.twitter.com/FdCWaR2tkF
— StumpMic Cricket (@stumpmic_) December 6, 2021
এমএস ধোনির নেতৃত্বে ১০৪ একদিনের ম্যাচ খেলেছেন যুবরাজ। সেই ১০৪ ম্যাচে মোট ৩০৭৭ রান করেছেন যুবি। রয়েছে ৬টি সেঞ্চুরি ও ২১টি হাফসেঞ্চুরি। ধোনির নেতৃত্বে ২০১১ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত। সেই বিশ্বকাপের সেরা ক্রিকেটার হন যুবরাজ সিং। এ বছরই হয়তো সিএসকের হয়ে শেষ বার খেলতে দেখা যাবে এমএস ধোনিকে। মাহির নেতৃত্বে চার বার আইপিএল (IPL) জিতেছে সিএসকে (Chennai Super Kings)। এ বার জিতলেই মুম্বইকে (Mumbai Indians) ছুঁয়ে ফেলবে চেন্নাই।
আরও পড়ুন: Kane Williamson:কনুইয়ের চোটে দু’মাস ক্রিকেটের বাইরে উইলিয়ামসন