Gautam Gambhir: গুরু গম্ভীর অধ্যায় শুরু, কী হল প্রথম প্র্যাক্টিস সেশনে? রইল ভিডিয়ো
India vs Sri Lanka T20I's: ভারতের হেড কোচ হিসেবে কাজ শুরু করে দিলেন গৌতম গম্ভীর। শ্রীলঙ্কার মাটিতেই ভারতের কোচ হিসেবে অভিষেক হতে চলেছে গৌতম গম্ভীরের। প্লেয়ার হিসেবে দেশকে নানা সাফল্য দিয়েছেন। এ বার কোচ হিসেবে বড় চ্যালেঞ্জ তাঁর সামনে।

জাতীয় দলের জার্সিতে আগেও মাঠে নেমেছেন। একবার নয়, বহুবার। তবে এ বারের নামাটা ভিন্ন অনুভূতির। টি-টোয়েন্টি বিশ্বকাপ অবধি মেয়াদ ছিল রাহুল দ্রাবিড়ের। ভারতীয় দলের পরবর্তী হেড কোচ নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। দেশ-বিদেশের অনেকের নাম ঘোরাফেরা করলেও এগিয়ে ছিলেন গৌতম গম্ভীরই। অপেক্ষা ছিল তাঁর নাম ঘোষণার। প্রক্রিয়া মেনে তাঁর ইন্টারভিউও নেয় ভারতীয় বোর্ডের ক্রিকেট পরামর্শদাতা কমিটি। অবশেষে গম্ভীরের নাম ঘোষণা হয়। পরবর্তী অপেক্ষা শুরু হয় শ্রীলঙ্কা সফরের টিম ঘোষণার। এ বার অপেক্ষা সিরিজ শুরুর। তার প্রস্তুতিও শুরু করে দিলে টিম ইন্ডিয়া।
ভারতের হেড কোচ হিসেবে কাজ শুরু করে দিলেন গৌতম গম্ভীর। শ্রীলঙ্কার মাটিতেই ভারতের কোচ হিসেবে অভিষেক হতে চলেছে গৌতম গম্ভীরের। প্লেয়ার হিসেবে দেশকে নানা সাফল্য দিয়েছেন। এ বার কোচ হিসেবে বড় চ্যালেঞ্জ তাঁর সামনে। প্রথম দিনের প্রস্তুতিতে হালকা অনুশীলনেই নজর দেওয়া হল। সকলেই সকলের চেনা। তবে যে কোনও সিরিজের প্রথম সেশন থাকে মূলত পরিচয় পর্বের। গম্ভীর মাঠে নামলেন। প্লেয়ারদের সঙ্গে কথা বলেন। আলাদা করে নজর দিতে দেখা গেল সঞ্জু স্য়ামসনের দিকে। তাঁকে বিশেষ কিছু বোঝাচ্ছিলেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শ্রীলঙ্কা সফরের প্রথম অনুশীলনের ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। পাশাপাশি এই সিরিজের সম্প্রচারকারী চ্যানেলও সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিয়ো ছেড়েছে। ভারতীয় টিমের স্টেডিয়ামে ঢোকা থেকে প্র্যাক্টিসের নানা মুহূর্ত তুলে ধরা হয়েছে।
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড – সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্থ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, খলিল আহমেদ ও মহম্মদ সিরাজ।
𝗛𝗲𝗮𝗱 𝗖𝗼𝗮𝗰𝗵 𝗚𝗮𝘂𝘁𝗮𝗺 𝗚𝗮𝗺𝗯𝗵𝗶𝗿 𝗧𝗮𝗸𝗲𝘀 𝗖𝗵𝗮𝗿𝗴𝗲! 💪#TeamIndia | #SLvIND | @GautamGambhir pic.twitter.com/sbG7VLfXGc
— BCCI (@BCCI) July 23, 2024





