Indian Cricket: ইংল্যান্ডেও পছন্দের পিচ চাইছেন গৌতম গম্ভীর? প্রত্যাশার কথা জানালেন কোচ…

India Tour Of England: এমন পিচ বানানো থেকে তারা বিরত থাকত, যাতে নিজেরাই সমস্যায় পড়ে যায়। তবে এ বার ভারতীয় বোলিং তুলনামূলক ভাবে দুর্বল বলা যায়। মহম্মদ সামিকে রাখা হয়নি। জসপ্রীত বুমরাও সব ম্যাচে খেলবেন না।

Indian Cricket: ইংল্যান্ডেও পছন্দের পিচ চাইছেন গৌতম গম্ভীর? প্রত্যাশার কথা জানালেন কোচ...
Image Credit source: Alex Davidson-ICC/ICC via Getty Images)

Jun 11, 2025 | 4:39 PM

ঘরের মাঠে পছন্দের পিচ চাওয়া এবং পাওয়া অসম্ভব নয়। তবে বিদেশ সফরে পছন্দের পিচ পাওয়া কঠিন। গত কয়েক বছর অবশ্য বিদেশ সফরেও দাপট দেখিয়েছে ভারতীয় দল। কারণ, ভারতের পেস বোলিং আক্রমণ। যার ফলে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলি পিচের ক্ষেত্রে ভাবনায় পড়তে বাধ্য হত। এমন পিচ বানানো থেকে তারা বিরত থাকত, যাতে নিজেরাই সমস্যায় পড়ে যায়। তবে এ বার ভারতীয় বোলিং তুলনামূলক ভাবে দুর্বল বলা যায়। মহম্মদ সামিকে রাখা হয়নি। জসপ্রীত বুমরাও সব ম্যাচে খেলবেন না। সিরাজ রয়েছেন। তবে প্রসিধ কৃষ্ণ অনভিজ্ঞ। বাকি দুই মিডিয়াম পেসার। কেমন পিচ চাইছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর?

ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে ভারত। ২০ জুন থেকে শুরু টেস্ট সিরিজ। প্রথম ম্যাচ লিডসে। তার আগে পিচ নিয়ে পছন্দের কথা জানিয়েছেন গৌতম গম্ভীর। প্রথম টেস্টের আগে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে ভারত। বেকেনহ্যাম কাউন্টি মাঠে প্রস্তুতি সারছে ভারত। সেখানকার পিচ কিউরেটরই গম্ভীরের সেই পছন্দ সম্পর্কে জানালেন।

রেভস্পোর্টসে সেখানকার কিউরেটর জশ মার্ডেন বলেন, ‘গৌতম গম্ভীর বলেছেন, তাঁরা ভালো পিচ চান। হেড কোচ গৌতম গম্ভীর এবং কোচিং স্টাফের বাকিদের সঙ্গে মিটিং হয়েছে। বার্তাটা পরিষ্কার, ভালো পিচ। গ্রিন টপ কিংবা একেবারে ফ্ল্যাট পিচ নয়। টেস্ট সিরিজের জন্য যাতে সেরা প্রস্তুতি হয়, সেই বার্তাটাই দিয়েছেন।’ ভারতের কম্বিনেশন বাছাই নিয়ে অবশ্য অনেক কিছুই ভাবতে হবে। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো দুই কিংবদন্তি টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তাদের পরিবর্ত খুঁজে নেওয়া এত সহজ নয়।