Jasprit Bumrah: বুমরাকে বিশ্রাম? অজি সফরের আগে ওয়ার্কলোড ম্যানেজ নিয়ে গম্ভীর বললেন…

IND vs NZ: জসপ্রীত বুমরা ভারতের অন্যতম সেরা বোলার। এটা বললে খানিক কম বলা হয়। বলতে হয় এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা বোলার তিনি। বুমরা থাকা মানে প্রতিপক্ষর একাধিক ব্যাটার চাপে থাকেন। ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগে হঠাৎ করেই শোনা গিয়েছে বিশ্রাম দেওয়া হতে পারে বুমরাকে।

Jasprit Bumrah: বুমরাকে বিশ্রাম? অজি সফরের আগে ওয়ার্কলোড ম্যানেজ নিয়ে গম্ভীর বললেন...
Jasprit Bumrah: বুমরাকে বিশ্রাম? অজি সফরের আগে ওয়ার্কলোড ম্যানেজ নিয়ে গম্ভীর বললেন...Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Oct 23, 2024 | 6:02 PM

কলকাতা: এ বার কি বিশ্রামে জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)? কিউয়িদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে এই প্রশ্ন রাখা হল ভারতের হেড কোচ গৌতম গম্ভীরের সামনে। আসলে বর্ডার-গাভাসকর ট্রফির কথা মাথায় ঘুরছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের মাথায়। অজি সফরে তরতাজা, ফিট ক্রিকেটারদের নিয়ে যেতে চায় ভারত। গুরুত্বপূর্ণ সফরকে বাড়তি গুরুত্ব দিতে চান ভারতের হেড কোচ গৌতম গম্ভীরও। কিন্তু এও পরিষ্কার জানিয়েছেন, এখন ভারতের ফোকাস কিউয়িদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার শেষ দুই টেস্ট। একইসঙ্গে অস্ট্রেলিয়া সফরের আগে ভারতীয় ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজ নিয়েও ভাবনা চিন্তা চলছে ভারতীয় শিবিরে।

জসপ্রীত বুমরা ভারতের অন্যতম সেরা বোলার। এটা বললে খানিক কম বলা হয়। বলতে হয় এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা বোলার তিনি। বুমরা থাকা মানে প্রতিপক্ষর একাধিক ব্যাটার চাপে থাকেন। কিউয়িদের বিরুদ্ধে পুনে টেস্টের পর বুমরার ওয়ার্ডলোড ম্যানেজ করার জন্য তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। এমন কথা শোনা যাচ্ছে ক্রিকেট মহলে। এই পরিস্থিতিতে ভারতের হেড কোচ বললেন, ‘এই সিরিজ শেষ হওয়ার পর এবং অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট শুরু হওয়ার আগে আমাদের হাতে ১০ থেকে ১২ দিন সময় থাকবে। এই বিরতিটা আমাদের দলের সকল জোরে বোলারদের জন্য যথেষ্ট। কিন্তু তারপরও আমরা এই টেস্ট ম্যাচ হওয়ার পর দেখব জসপ্রীত বুমরা কোন জায়গায় রয়েছে।’

গৌতমের কথায়, শুধু বুমরাই নন, দলের অন্য জোরে বোলারদের অবস্থাও নজরে রেখেছে টিম ম্যানেজমেন্ট। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ওয়ার্কলোড ম্যানেজের বিষয়টা শুধু জসপ্রীত বুমরার জন্যই নয়। সকল জোরে বোলারদের অবস্থাই দেখা হবে। আমরা তাঁদের তরতাজা চাই। আমরা জানি একটা বড় সফরে যাবে। আর সেটা অস্ট্রেলিয়ার মতো গুরুত্বপূর্ণ সফর। এই টেস্ট ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টা। দলের বোলাররা এই ম্যাচে কতটা সময় বোলিং করবে, সেখানেও নজর রাখতে হবে।’

বর্ডার-গাভাসকর ট্রফি যতই গুরুত্বপূর্ণ হোক, গৌতম গম্ভীর এখন চাইছেন, সম্পূর্ণ ফোকাস নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাকি ২টো টেস্ট ম্যাচকে দিতে। এই প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘আমরা এখন এই ২টো টেস্ট ম্যাচকে (নিউজিল্যান্ডের বিরুদ্ধে) গুরুত্ব দিচ্ছি। ওই মুহূর্তে কিউয়িরাই আমাদের ফোকাসে। এখন এই ফোকাসটা অন্যদিকে সরিয়ে দিতে চাই না। আমি জানি বর্ডার-গাভাসকর ট্রফি নিয়ে প্রচুর হাইপ রয়েছে। কিন্তু প্রতিটা টেস্ট ম্যাচ সমান গুরুত্বপূর্ণ।’