AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gautam Gambhir Salary: KKR-এ ছিল প্রায় ২৫ কোটি, জাতীয় দলে কত বেতন গৌতম গম্ভীরের?

Indian Cricket Team Head Coach: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২০২২ সালে আত্মপ্রকাশ দুই ফ্র্যাঞ্চাইজির। লখনউ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটান্স। লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হন গৌতম গম্ভীর। প্রথম দু-মরসুম এই ফ্র্যাঞ্চাইজিতেই ছিলেন। গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সে মেন্টরের দায়িত্ব নেন গৌতম গম্ভীর।

Gautam Gambhir Salary: KKR-এ ছিল প্রায় ২৫ কোটি, জাতীয় দলে কত বেতন গৌতম গম্ভীরের?
Image Credit: INSTAGRAM
| Updated on: Jul 10, 2024 | 11:53 PM
Share

বেতন কমিয়ে কেউ অন্য দায়িত্বে যান? হতেই পারে। বিষয়টা যখন দেশের জন্য হয়। গৌতম গম্ভীরের ক্ষেত্রেও কি এমনই হতে চলেছে? সদ্য ভারতীয় দলের কোচ হয়েছেন গৌতম গম্ভীর। এমনটাই প্রত্যাশিত ছিল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফাইনালের পরই জল্পনা জোরালো হতে থাকে। ফাইনাল ম্যাচ শেষে বোর্ড সচিব জয় শাহর সঙ্গে দীর্ঘ আলোচনায় দেখা যায় গৌতম গম্ভীরকে। তখন থেকেই অনুমান করা হচ্ছিল, রাহুল দ্রাবিড়ের পর ভারতীয় দলের কোচ হতে চলেছেন গৌতম গম্ভীর। তাঁর প্রোফাইল খুবই ভালো। টিম ইন্ডিয়ার কোচ হওয়া ছিল সময়ের অপেক্ষা। ইন্টারভিউ পর্ব মিটলেও গম্ভীরের নাম সরকারি ভাবে ঘোষণা কেন হচ্ছিল না, এই নিয়েও প্রশ্ন ছিল। সূত্রের খবর, বেতন নিয়ে আলোচনার জন্যই এটা হয়েছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২০২২ সালে আত্মপ্রকাশ দুই ফ্র্যাঞ্চাইজির। লখনউ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটান্স। লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হন গৌতম গম্ভীর। প্রথম দু-মরসুম এই ফ্র্যাঞ্চাইজিতেই ছিলেন। গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সে মেন্টরের দায়িত্ব নেন গৌতম গম্ভীর। ক্যাপ্টেন-প্লেয়ার হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে দুটি ট্রফি দিয়েছিলেন গম্ভীর। মেন্টর হয়ে ফিরেই টিমকে চ্যাম্পিয়ন করেন। সূত্রের খবর, কেকেআরে ২৫ কোটি বেতন পেয়েছেন গৌতম গম্ভীর।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কয়েক সপ্তাহের বিষয়। তাতেই বিশাল অঙ্কের টাকা। তবে জাতীয় দলে যে সম্মান এবং গর্ব থাকে, তার কোনও মূল্য হয় না। আর সেটাই অন্যতম কারণ জাতীয় দলের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে। অনেক প্লেয়ারের ক্ষেত্রে আইপিএল খেলে কোটি টাকা উপার্জন বড় ব্যাপার। তবে বেশির ভাগের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ দেশের হয়ে খেলা। কোচিংয়ের ক্ষেত্রেও এই বিষয়টা থাকে। সূত্রের খবর যদি সঠিক হয়, তা হলে কেকেআরে যে বেতন পেতেন তার চেয়ে অনেকটাই কম জাতীয় দলের কোচ হিসেবে। দায়িত্বও বেশি।

সদ্য় জাতীয় দলে প্রাক্তন হয়েছেন রাহুল দ্রাবিড়। তিনি বার্ষিক ১২ কোটি টাকা বেতন পেতেন এমনটাই খবর। তবে গৌতম গম্ভীরের ক্ষেত্রে অঙ্ক কিছুটা বাড়বে। সেটা এখনও নির্দিষ্ট হয়নি। সর্বভারতীয় সংবাদমাধ্যমে বোর্ড কর্তারাও জানিয়েছেন, দ্রাবিড়ের মতোই হয়তো বেতন পাবেন গম্ভীরও, তবে কিছুটা বাড়বে। তা নিয়েই বোর্ডের সঙ্গে আলোচনা চলছে। বেতনের পাশাপাশি সাপোর্ট স্টাফ নিয়োগ নিয়েও বোর্ডের সঙ্গে আলোচনা চলছে গৌতম গম্ভীরের।