Sourav Ganguly: সৌরভ কি ওমিক্রনে আক্রান্ত? জানার জন্য করা হবে জিনোম সিকোয়েন্সিং
সৌরভের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসতেই আর দেরি করা হয়নি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর কো-মর্বিডিটি রয়েছে, তাই কোনও ঝুঁকি নিতে না চাওয়ার জন্যই সোমবার গভীর রাতে তাঁকে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়।
কলকাতা: করোনা (COVID19) আক্রান্ত হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। মৃদু উপসর্গ ছিল তাঁর। করোনা পরীক্ষার ফল পজিটিভ আসতেই আর দেরি করা হয়নি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর কো-মর্বিডিটি রয়েছে, তাই কোনও ঝুঁকি নিতে না চাওয়ার জন্যই সোমবার গভীর রাতে তাঁকে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়।
উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে, ৩২৯ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন সৌরভ। তিনি করোনা পজিটিভ বলে, তাঁর জিনোম সিকোয়েন্সিং করানোর জন্য প্রস্তুতি চলছে। স্বাস্থ্য দফতরের তরফ থেকে সম্প্রতি ওমিক্রন এক নির্দেশিকা জারি হয়েছে। যেখানে বলা হয়েছে, যদি কোনও ব্যাক্তি কলকাতার বাসিন্দা হন, এবং ৩০এর মধ্যে যদি সিটি ভ্যালু থাকে তা হলে জিনোম সিকোয়েন্সিং করা হবে।
সৌরভের করোনা আক্রান্ত হওয়ার ব্যাপারে বিশিষ্ট চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার বলছেন, “উনি ফিজিক্যালি খুব ফিট। মাঝখানে মিস্টার গাঙ্গুলির একটা কার্ডিয়াক সমস্যা হয়েছিল, এবং তখন খুব ভালো ভাবেই চিকিৎসা হয়েছিল। এখনও পর্যন্ত উনি ফিট। এবং ওনার ভ্যাকসিনের দুটো ডোজ়ই নেওয়া আছে। উনি ইয়ং এজ গ্রুপের মধ্যেই পড়েন এবং তিনি চিকিৎসকদের অধীনে রয়েছেন। সময় মতো তিনি পরীক্ষা করিয়েছেন এবং সময় মতো হাসাপাতালে ভর্তি হয়েছেন। ফলে সঠিক সময়ে চিকিৎসা শুরুও হয়ে গিয়েছে। আমি নিশ্চিত তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। কোনও অসুবিধা হওয়ার কথা নয় মিস্টার গাঙ্গুলির। তবুও যেহেতু কার্ডিয়াক কো-মর্বিডিটি রয়েছে, তাই হাসপাতালে ভর্তি হওয়া উচিত। এবং তিনি ভর্তি হয়েছেন।”
ডঃ সরকার আরও বলেন, “আমি শুনেছি তিনি একটি মেডিক্যাল বোর্ডের অধীনে সুচিকিৎসার মধ্যে রয়েছেন। তাঁরা নিশ্চয়ই তাঁকে সঠিক ভাবে দেখভাল করবেন। কিন্তু যেহেতু সিটি ভ্যালু ৩০ এর নীচে, তাই ওমিক্রনে আক্রান্ত কিনা দেখতে হবে। জিনোম সিকোয়েন্সিং করতে হবে। আমি আশা রাখি যেভাবে উনি জীবনে বার বার কামব্যাক করেছেন, একইভাবে এ বারও কামব্যাক করবেন। এবং আমরা যারা করোনা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি আমাদের সবাইকে তিনি আস্বস্ত করবেন। ঈশ্বরের কাছে আমি তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করি।”
দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়তে শুরু করেছে। তার মধ্যে বিশেষ চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন।