AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2021: অস্ট্রেলিয়ার মতোই আমাকে ব্যবহার করছে টিম, বলছেন ম্যাক্সওয়েল

হাফসেঞ্চুরির হ্যাটট্রিক করে ফেলেছেন ম্যাক্সি। মুম্বইয়ের বিরুদ্ধে ৫৬, রাজস্থানের বিরুদ্ধে ৫০ নট আউটের পর পঞ্জাবের বিরুদ্ধে ৩৩ বলে ৫৭ করেছেন। আর ওই ইনিংসে পেসারদের বিরুদ্ধে ১৬ বলে ১৯ করেছিলেন তিনি। সবচেয়ে বেশি নির্দয় ছিলেন স্পিনারদের বিরুদ্ধে।

IPL 2021: অস্ট্রেলিয়ার মতোই আমাকে ব্যবহার করছে টিম, বলছেন ম্যাক্সওয়েল
IPL 2021: অস্ট্রেলিয়ার মতোই আমাকে ব্যবহার করছে টিম, বলছেন ম্যাক্সওয়েল
| Edited By: | Updated on: Oct 05, 2021 | 12:52 PM
Share

শারজা: বহু দিন পর গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) যেন পুরনো বিধ্বংসী ছন্দে। যে আগ্রাসন নিয়ে একের পর এক প্রতিপক্ষকে ভেঙেচুরে দিতেন, সেই খেলাতেই যেন মেতেছেন অজি অলরাউন্ডার। আইপিএলের (IPL) দুনিয়ায় ক্রিস গেইল যদি সবচেয়ে ভয়ঙ্কর প্লেয়ার হয়ে থাকেন, তবে মাঝের কয়েক বছর ম্যাক্সওয়েলকে য়ঙ্কর ফর্মে দেখাই যাচ্ছিল না। আরসিবিতে (RCB) পা দিয়েই অজি ক্রিকেটার আবার সেরা ছন্দে।

হাফসেঞ্চুরির হ্যাটট্রিক করে ফেলেছেন ম্যাক্সি। মুম্বইয়ের বিরুদ্ধে ৫৬, রাজস্থানের বিরুদ্ধে ৫০ নট আউটের পর পঞ্জাবের বিরুদ্ধে ৩৩ বলে ৫৭ করেছেন। আর ওই ইনিংসে পেসারদের বিরুদ্ধে ১৬ বলে ১৯ করেছিলেন তিনি। সবচেয়ে বেশি নির্দয় ছিলেন স্পিনারদের বিরুদ্ধে। রবি বিষ্ণোয়ি, হরপ্রীত ব্রারদের বিরুদ্ধে মিড উইকেটের উপর দিয়ে বল হারানো ছক্কার পাশাপাশি সুইচ হিট, রিভার্স সুইপে পর পর গ্যালারিতে পাঠিয়েছেন বল। টিমের বাকিদের সঙ্গে যদি তুলনা করা হয়, বিরাট কোহলি, দেবদত্ত পাড়িক্কাল, এবি ডে ভিলিয়ার্সরা স্পিনারদের ৩৭ বল খেলে ২৭ করেছেন। আর ম্যাক্সওয়েল, শুধু স্পিনারদের উল্টো দিকে দাঁড়িয়ে ১৭ বলে ৩৮ করেছেন। আর পুরো আইপিএল মরসুম দেখলে, স্পিনারদের ১৩৭ বল খেলে ২১৬ রান করেছেন অজি ক্রিকেটার। যা দেখে ক্যাপ্টেন বিরাট কোহলিও সন্তুষ্ট।

পঞ্জাব ম্যাচের সাফল্য নিয়ে ম্যাক্সওয়েল বলছেন, শারজার উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়া খুব কঠিন। বল পড়ে স্কিড করে। অন্য মাঠগুলোর মতো বল পড়ে থমকে আসে না যে, ব্যাকফুটে গিয়ে শট নেওয়া যাবে। একটাই সুবিধা, এইরকম উইকেটে একবার সেট হয়ে গেলে তখন লম্বা ইনিংস খেলা যায়।’

১২ ম্যাচে ৫ হাফসেঞ্চুরি সহ ৪০৭ করে ফেলেছেন ম্যাক্সওয়েল। এ বার যদি চ্যাম্পিয়ন হয় আরসিবি, তার অন্যতম কারণই হবেন অজি ক্রিকেটার। যিনি নিজের সেরাটা দিচ্ছেন প্রতি ম্যাচে। যে ম্যাক্সওয়েল নিজেকে সে ভাবে তুলে ধরতে পারছিলেন না, তিনি এমন ছন্দে কেন? অস্ট্রেলিয়া তাঁকে যে ভাবে ব্যবহার করে, ঠিক সে ভাবেই বিরাট তাঁকে খেলার সুযোগ দিচ্ছেন। তাতেই বিধ্বংসী ম্যাক্সির দেখা মিলছে ম্যাচের পর ম্যাচ।

ম্যাক্সওয়েল বলেছেন, ‘খুব যে বিরাট বদল হয়েছে আমার, তা নয়। একটা চমৎকার সময়ে ব্যাট করতে আসছি। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সময় পাচ্ছি। আর তারপর নিজের স্বাভাবিক খেলাটা খেলছি। গত কয়েকটা আইপিএল মরসুমে সে ভাবে খেলতে পারিনি বলেই বোধহয় এত কথা বলা হচ্ছে। আরসিবিতে চার নম্বরে ব্যাট করার সুযোগ পাচ্ছি। এটা ব্যাটিংয়ের পক্ষে খুব যে অনুকুল সময়, তা নয়। কিন্তু ওপেনাররা দারুণ শুরু দেওয়ার জন্য নিজের মতো খেলার সুযোগ মিলছে। পেশাদার হিসেবে সেরাটা দিতে পারছি।’

অস্ট্রেলিয়ার হয়ে ঠিক এই ভূমিকাতেই দেখা যায় তাঁকে। ম্যাক্সওয়েল বলেছেন, ‘অস্ট্রেলিয়ার হয়েও এই ভূমিকাটাই পালন করে আসছি লম্বা সময় ধরে। আর সেই কারণেই সাফল্য পেয়ে আসছি। আরসিবিতেও ঠিক একই ভূমিকা পালন করার সুযোগ পেয়েছি। তার উপর ড্রেসিংরুমের পরিবেশও খুব ভালো।

বাংলাদেশে পা দিয়েই প্রথমে কী করলেন তারেক রহমান?
বাংলাদেশে পা দিয়েই প্রথমে কী করলেন তারেক রহমান?
বড়দিনে হাড় জমিয়ে দিল শীত! আর কত নামবে তাপমাত্রা?
বড়দিনে হাড় জমিয়ে দিল শীত! আর কত নামবে তাপমাত্রা?
সকাল থেকে কীসের জন্য পার্ক স্ট্রিটে উপচে পড়া ভিড়?
সকাল থেকে কীসের জন্য পার্ক স্ট্রিটে উপচে পড়া ভিড়?
যাকে এত ভরসা করেছিলেন ইউনূস, সেই সরে গেলেন! এবার কী হবে?
যাকে এত ভরসা করেছিলেন ইউনূস, সেই সরে গেলেন! এবার কী হবে?
আইন-শৃঙ্খলার বালাই নেই, বাংলাদেশে সুরক্ষিত থাকবেন তো তারেক রহমান?
আইন-শৃঙ্খলার বালাই নেই, বাংলাদেশে সুরক্ষিত থাকবেন তো তারেক রহমান?
তারেক রহমান বাংলাদেশে পা রাখার আগেই ভয়ঙ্কর ঘটনা, প্রাণ গেল ১ জনের
তারেক রহমান বাংলাদেশে পা রাখার আগেই ভয়ঙ্কর ঘটনা, প্রাণ গেল ১ জনের
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার