AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR, IPL 2023: এনসিএতে রিহ্যাব শুরু, কেকেআরের আরও কাছে শ্রেয়স

Shreyas Iyer: পিঠের চোট সারাতে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দিলেন শ্রেয়স আইয়ার।

KKR, IPL 2023: এনসিএতে রিহ্যাব শুরু, কেকেআরের আরও কাছে শ্রেয়স
এনসিএতে রিহ্যাব শুরু, কেকেআরের আরও কাছে শ্রেয়সImage Credit: Twitter
| Edited By: | Updated on: Mar 30, 2023 | 10:13 PM
Share

কলকাতা: শুক্রবার থেকে শুরু আইপিএল  (IPL) ভারতের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে নজর ক্রীড়াপ্রেমীদের। প্রথম ম্যাচেই মাঠে নামছে গত আইপিএলের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। হার্দিকদের সামনে ধোনিদের চেন্নাই সুপার কিংস। শনিবার আইপিএল অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে কেকেআরের (KKR) সামনে পঞ্জাব কিংস। পিঠের চোটের কারণে বেশ কিছু ম্যাচেই অনিশ্চিত শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। স্টপগ্যাপ অধিনায়ক হয়েছেন নীতীশ রানা। আইপিএল যাত্রা শুরুর আগে নাইট শিবিরে কিছুটা হলেও স্বস্তি ফিরল। পিঠের চোট সারাতে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দিলেন শ্রেয়স আইয়ার। শুরু করলেন রিহ্যাব। দীর্ঘদিন ধরেই পিঠের চোট ভোগাচ্ছে শ্রেয়সকে। চিকিৎসক অস্ত্রোপচারের পরামর্শ দিলেও, এখনও তা করাতে রাজি নন নাইট অধিনায়ক। চোট সারাতে তাই রিহ্যাবের পথেই হাঁটলেন তিনি। বিস্তারিত রইল TV9Bangla-র এই প্রতিবেদনে।

৭ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেটাকে পাখির চোখ করেই রিহ্যাব শুরু করেছেন শ্রেয়স আইয়ার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে নাইট রাইডার্সের হয়ে আইপিএলে শেষ কয়েকটা ম্যাচ খেলতে চান শ্রেয়স। তাই এখনই অস্ত্রোপচারের পথে হাঁটতে নারাজ তিনি। অস্ত্রোপচার করলে ৬ মাস মাঠের বাইরে থাকতে হত শ্রেয়সকে।

ভারত-অস্ট্রেলিয়া আমদাবাদ টেস্টের আগেই চোটের কারণে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার। এরপর মুম্বইয়ে এক বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে দেখা করেন তিনি। শ্রেয়সকে অস্ত্রোপচারের পরামর্শ দেন সেই চিকিৎসক। সেই পথে না হেঁটে এনসিএ-তে বোর্ডের চিকিৎসকদের পরামর্শ নেন তিনি। ওই বিশেষজ্ঞরাও তড়িঘড়ি অস্ত্রোপচারের পথে হাঁটতে নারাজ। পরামর্শ মেনেই রিহ্যাব শুরু করলেন শ্রেয়স।

এনসিএর ফিট সার্টিফিকেট না পেলে অবশ্য মাঠে নামতে পারবেন না নাইট অধিনায়ক। বিশ্বকাপের কথা মাথায় রেখে আইপিএলে শ্রেয়সকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বোর্ড। ইতিমধ্যেই সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে বোর্ডের নির্দেশ, কোনও ক্রিকেটারের চোট থাকলেই তাঁদের ফিট সার্টিফিকেট প্রয়োজন। আশা করা হচ্ছে, আইপিএলের শেষ কয়েকটা ম্যাচে হয়তো দেখা যাবে শ্রেয়স আইয়ারকে। তিনি নিজেও মরিয়া দ্রুত ফিট হয়ে উঠতে।