Shubman Gill: অভিষেক সিরিজ জয়, ক্যাপ্টেন শুভমন গিল বলছেন কাজ শেষ হয়নি!

India Tour of Zimbabwe: নেতৃত্বের অবশ্য শুভ-মহরৎ হয়নি। জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচেই হার। মাত্র ১১৬ রান তাড়া করতে নেমে খেই হারিয়েছিল ভারত। হতাশা নিয়ে ভাবার সময় পায়নি দল। পরদিনই ছিল দ্বিতীয় ম্যাচ। দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিলেন। এরপর আর পিছন ফিরে তাকায়নি ভারত। পরপর তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে। কাল সিরিজের শেষ টি-টোয়েন্টি।

Shubman Gill: অভিষেক সিরিজ জয়, ক্যাপ্টেন শুভমন গিল বলছেন কাজ শেষ হয়নি!
Image Credit source: X
Follow Us:
| Updated on: Jul 13, 2024 | 11:22 PM

সবকিছুরই শুরু থাকে। যেমন আশা থাকে, তেমনই আশঙ্কাও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে হঠাৎই নেতৃত্বের দায়িত্ব কাঁধে পড়ে। সিনিয়র স্তরে নেতৃত্বের অভিজ্ঞতা ছিল না। স্বাভাবিক ভাবেই অনেকে আশঙ্কা করেছিলেন, আদৌ পারবেন তো! টিম ম্যানেজমেন্ট ভরসা রেখেছিল। গত বারের আইপিএলে গুজরাট টাইটান্স প্লে-অফে না উঠলেও প্রশংসনীয় পারফরম্যান্স করেছে। জিম্বাবোয়ে সফরে ক্যাপ্টেন করা হয় শুভমন গিলকে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ক্যাপ্টেন্সির দায়িত্ব। একঝাঁক তরুণ ক্রিকেটার স্কোয়াডে। তাঁদের নিয়েই জিম্বাবোয়েতে সিরিজ জয় শুভমনের। এক ম্যাচ বাকি থাকতেই। সিরিজ জিতেও শুভমন অবশ্য বলছেন, এখনও কাজ শেষ হয়নি।

নেতৃত্বের অবশ্য শুভ-মহরৎ হয়নি। জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচেই হার। মাত্র ১১৬ রান তাড়া করতে নেমে খেই হারিয়েছিল ভারত। হতাশা নিয়ে ভাবার সময় পায়নি দল। পরদিনই ছিল দ্বিতীয় ম্যাচ। দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিলেন। এরপর আর পিছন ফিরে তাকায়নি ভারত। পরপর তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে। কাল সিরিজের শেষ টি-টোয়েন্টি। এরপর সামনে শ্রীলঙ্কা সফর। যদিও সেই সফরের স্কোয়াড এখনও ঘোষণা হয়নি।

জিম্বাবোয়েতে সিরিজ নিশ্চিতের ম্যাচের পর ক্যাপ্টেন শুভমন গিল বলেন, ‘রান তাড়ায় প্রথম ম্যাচে হতাশ হতে হয়েছিল। এখন খুবই ভালো লাগছে। তবে কাজ এখনও শেষ হয়নি। কাল আরও একটা ম্যাচ আছে। আমি আমার সতীর্থদের জন্য গর্বিত। সকলেই এ ভাবে একসঙ্গে পারফর্ম করতে পারলে আমাদের ভবিষ্যৎ ভালো।’ শেষ ম্যাচে একাদশে কোনও পরিবর্তন হবে কিনা, সে বিষয়েই এমন মন্তব্য। তবে টিমে পরিবর্তন হোক বা না হোক, শুভমনের পরিষ্কার লক্ষ্য, শেষ ম্যাচ জিতেই সিরিজে ইতি টানা।