সিনিয়রদের নিয়ে ক্ষোভ বাড়ছে বাংলা শিবিরে

sushovan mukherjee | Edited By: নির্ণয় ভট্টাচার্য্য

Jan 19, 2021 | 8:03 PM

ঘনিষ্ঠ সূত্রের খবর, এক সিনিয়র ক্রিকেটারের পারফরম্যান্স নিয়ে নাকি বেজায় অখুশি বাংলার থিঙ্ক ট্যাঙ্ক। সেই ক্রিকেটারের দায়বদ্ধতা নিয়ে তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন। এমনকি, তামিলনাড়ু ম্যাচে সেই সিনিয়র ক্রিকেটারের ব্যাটিং অর্ডার বদলেরও নির্দেশ দিয়েছিল টিম ম্যানেজমেন্ট।

সিনিয়রদের নিয়ে ক্ষোভ বাড়ছে বাংলা শিবিরে
বাংলা শিবিরে বাড়ছে ক্ষোভ। ছবি: সিএবি

Follow Us

কলকাতা: ব্যর্থতা দিয়ে শুরু বাংলার ঘরোয়া ক্রিকেট মরসুম। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছেন অনুষ্টুপ মজুমদাররা। কেন হার? ময়নাতদন্তে নেমে দেখা যাচ্ছে, দলের কিছু সিনিয়র ক্রিকেটারদের উপর বেজায় চটে রয়েছে বাংলার টিম ম্যানেজমেন্ট। ঘনিষ্ঠ সূত্রের খবর, মুস্তাক আলিতে কিছু সিনিয়র ক্রিকেটারদের দায়িত্বজ্ঞানহীনতার জন্যই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে।

আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট টিমে ফিরলেন বিরাট-ইশান্ত-রাহুল

অসম ম্যাচ হারের পরই কিছু সিনিয়র ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ তৈরি হয় বাংলা শিবিরে। রান তাড়া করতে নেমেও ওই ম্যাচ বাংলার ব্যাটসম্যানরা সে ভাবে পারফর্ম করতে পারেননি। যা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল।
মা মারা যাওয়ায় টুর্নামেন্টের মাঝপথে টিম ছেড়ে বাড়ি ফিরে যেতে হয়েছিল কোচ অরুণ লালকে। অসম আর তামিলনাড়ু দুটো ম্যাচেই দলের সঙ্গে থাকতে পারেননি তিনি। ঘনিষ্ঠ সূত্রের খবর, এক সিনিয়র ক্রিকেটারের পারফরম্যান্স নিয়ে নাকি বেজায় অখুশি বাংলার থিঙ্ক ট্যাঙ্ক। সেই ক্রিকেটারের দায়বদ্ধতা নিয়ে তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন। এমনকি, তামিলনাড়ু ম্যাচে সেই সিনিয়র ক্রিকেটারের ব্যাটিং অর্ডার বদলেরও নির্দেশ দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। এতেই শেষ নয়, কয়েকজন সিনিয়র ক্রিকেটারের ফিটনেস নিয়েও বাংলা শিবিরের অন্দরে তৈরি হয়েছে ক্ষোভ।

আরও পড়ুন: ২০ উইকেট নেওয়াটাই টার্নিং পয়েন্ট : রাহানে

রঞ্জি নাকি বিজয় হাজারে? এরপর বোর্ডের টুর্নামেন্ট কী, এখনও ঠিক হয়নি। শোনা যাচ্ছে, রঞ্জি ট্রফি আয়োজন করতে মরিয়া বোর্ডের একাংশ। আইপিএলের আগে হতে পারে রঞ্জির ট্রফির গ্রুপ পর্বের ম্যাচ। সূত্রের খবর, আইপিএলের পরে রঞ্জির নক আউট ম্যাচগুলি আয়োজনের চিন্তাভাবনা রয়েছে বোর্ডের। এরই মধ্যে মুস্তাক আলিতে দলের ব্যর্থতা নিয়ে সিএবিতে বৈঠকে বসার কথা কোচ-নির্বাচকদের। বোর্ডের পরবর্তী টুর্নামেন্টকে মাথায় রেখে দলগঠনের প্রক্রিয়াও সেরে ফেলতে চায় বাংলার টিম ম্যানেজমেন্ট। সূত্রের খবর, পরবর্তী টুর্নামেন্টেও অনুষ্টুপ মজুমদারকেই অধিনায়ক হিসাবে চাইছে বাংলার থিঙ্ক ট্যাঙ্ক।

Next Article