আমেদাবাদ : বেশ হই হই করে এগিয়ে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণ। ২৮ মে অবধি চলবে বিনোদনে ভরপুর আইপিএল (IPL 2023)। আজ আমেদাবাদে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স (Gujarat Titans) ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে নেমেছিল। পয়েন্ট টেবলের ফাস্ট বয়দের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান তোলে দিল্লি। এই অল্প লক্ষ্যমাত্রা তাড়া করা গুজরাটের মতো দলের কাছে কঠিন ছিল না। কিন্তু শেষ অবধি ১২৫ রানে থামতে হয় গুজরাটকে। ৫ রানে ম্যাচ জিতে ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দিল্লি ক্যাপিটালস। TV9Bangla Sports এর এই লাইভব্লগে দেখুন গুজরাট বনাম দিল্লি ম্যাচের খুঁটিনাটি তথ্য।
গুজরাটের বিরুদ্ধে আমেদাবাদে ৫ রানে জিতল দিল্লি ক্যাপিটালস।
দিল্লির বিরুদ্ধে ৪ ওভার বল করে ১১ রান দিয়ে ম্য়াচের সেরা হয়েছেন মহম্মদ সামি।
শেষ ওভারে রাহুল তেওয়াটিয়ার উইকেট তুলে নিলেন ইশান্ত শর্মা। ২ বল বাকি থাকতে থাকতে ছয় নম্বর উইকেট হারাল গুজরাট। ৭ বলে ২০ রান করে মাঠ ছাড়লেন তেওয়াটিয়া।
ক্রিজে হার্দিক পান্ডিয়া ও রাহুল তেওয়াটিয়া। শেষ ওভারে জয়ের জন্য গুজরাটের চাই ১২ রান।
১৯তম ওভারে ছক্কার হ্যাটট্রিক রাহুল তেওয়াটিয়ার। জয়ের সামনে পৌঁছে গিয়েছে গুজরাট টাইটান্স।
১৯তম ওভারে অনরিখ নর্টজের বলে ছক্কা হাঁকালেন রাহুল তেওয়াটিয়া।
হার্দিক-অভিনব জুটি ভাঙলেন খলিল আহমেদ। ৩৩ বলে ২৬ রান করে মাঠ ছাড়লেন অভিনব আহমেদ।
৪৪ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
১০ ওভার শেষে গুজরাট ৪ উইকেট হারিয়ে তুলেছে মাত্র ৪৯ রান। ক্রিজে হার্দিক পান্ডিয়া (২৪*) ও অভিনব মনোহর (১১*)। টাইটান্সদের জয়ের জন্য এখনও প্রয়োজন ৬০ বলে ৮২ রান ।
গুজরাট টাইটান্সের ইনিংসের প্রথম ৫ ওভারের খেলা শেষ। শুরুর ৫ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ২৬ রান তুলেছে গুজরাট।
ইশান্ত শর্মার নাকল বল বুঝতে না পেরে উইকেট দিয়ে এলেন বিজয় শঙ্কর। ৯ বলে ৬ রান করে মাঠ ছাড়লেন বিজয়। তৃতীয় ধাক্কা খেল গুজরাট টাইটান্স।
চতুর্থ ওভারের প্রথম বলে অনরিখ নর্টজে তুলে নেন শুভমন গিলের উইকেট। ৭ বলে ৬ রান করে মাঠ ছাড়লেন গিল।
প্রথম ওভারের শেষ বলে ঋদ্ধিমান সাহার উইকেট তুলে নিলেন খলিল আহমেদ। শূন্যে ফিরলেন ঋদ্ধি।
টার্গেট ১৩১। রান তাড়া করতে নামল গুজরাট টাইটান্স। ওপেনিংয়ে শুভমন গিল ও ঋদ্ধিমান সাহা। বোলিংয়ের সূচনায় খলিল আহমেদ।
শেষ ওভারে আউট রিপল প্যাটেল। তাঁর উইকেট তুলে নিয়ে মোহিত শর্মা নিজের আইপিএল কেরিয়ারের ১০০তম উইকেট পেলেন।
হাফসেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজে কাটাতে পারলেন না আমন খান। রশিদ খান তুলে নিলেন আমনের উইকেট।
৪১ বলে হাফসেঞ্চুরি করলেন আমন খান। এটি তাঁর আইপিএল কেরিয়ারের প্রথম হাফসেঞ্চুরি।
দিল্লির ১৫ ওভার পার। এখনও একশো রানের গণ্ডি পেরোতে পারেনি দিল্লি। এটা যে লো স্কোরিং ম্যাচ হতে চলেছে তা বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে।
১৪তম ওভারের শেষ বলে অক্ষর-আমন জুটি ভাঙলেন মোহিত শর্মা। ৩০ বলে ২৭ রান করে ফিরলেন অক্ষর প্যাটেল।
ইনিংসের মাঝপথে দিল্লির স্কোর ৫ উইকেটে ৫৪। বাকি থাকা ১০ ওভারে দিল্লি কত রান তুলবে সেদিকেই বিশেষ নজর থাকবে।
প্রিয়ম গর্গের উইকেট হারাল দিল্লি ক্যাপিটালস। ১০ রান করে মাঠ ছাড়লেন প্রিয়ম। এ বারও বোলার মহম্মদ সামি।
পরপর উইকেট হারাচ্ছে দিল্লি ক্যাপিটালস। পঞ্চম ওভারে মনীশ পান্ডের উইকেট তুলে নিলেন মহম্মদ সামি।
রাইলি রোসোকে ফেরালেন মহম্মদ সামি। ৩ ওভারের মধ্যে তৃতীয় উইকেট হারিয়ে ফেলল দিল্লি।
দ্বিতীয় ওভারে রান আউট হলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। মাত্র ২ রান করে ফিরলেন ওয়ার্নার।
বোলিংয়ের সূচনা করেন মহম্মদ সামি। দিল্লির ইনিংসের প্রথম বলেই ফিল সল্টকে ফেরালেন সামি।
দিল্লি ক্যাপিটালসের হয়ে ওপেনিংয়ে নামলেন ডেভিড ওয়ার্নার ও ফিল সল্ট। নতুন বল হাতে সূচনায় মহম্মদ সামি।
আমেদাবাদের একাদশ – ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), অভিনব মনোহর, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নুর আহমেদ, মহম্মদ সামি, মোহিত শর্মা, জশ লিটল।
সাবস্টিটিউট – শুভমন গিল, সাই সুদর্শন, কোনা শ্রীকর ভরত, শিবম মাভি, সাই কিশোর।
দিল্লির একাদশ – ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ফিল সল্ট (উইকেটকিপার), মনীশ পান্ডে, রাইলি রোসো, প্রিয়ম গর্গ, রিপল প্যাটেল, অক্ষর প্যাটেল, আমন খান, কুলদীপ যাদব, অনরিখ নর্টজে, ইশান্ত শর্মা।
সাবস্টিটিউট – খলিল আহমেদ, ললিত যাদব, যশ ধুল প্রবীণ দুবে ও অভিষেক পোড়েল।
আমেদাবাদে গুজরাট-দিল্লি ম্যাচে টস জিতলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন দিল্লির অধিনায়ক।
১৬তম আইপিএলের পয়েন্ট টেবলের টপার এখন গুজরাট টাইটান্স। লিগ টেবলের লাস্ট বয় দিল্লি ক্যাপিটালস। এ বারের আইপিএলে পারফরম্যান্সের দিক থেকে গুজরাট দিল্লির থেকে অনেক এগিয়ে রয়েছে।
পড়ুন বিস্তারিত – GT vs DC IPL 2023 Match Prediction : টাইটান্সের বিরুদ্ধে টিকে থাকার লড়াইয়ে নামছে ক্যাপিটালস
চলতি আইপিএলে আজ গুজরাটের হোম ম্যাচ রয়েছে। ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। গুজরাট বনাম দিল্লি ম্যাচে দুই দলের যে ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন, জেনে নিন সেগুলি।
পড়ুন বিস্তারিত – IPL 2023 : ঘরের মাঠে রেকর্ডের সামনে হার্দিক, পিছিয়ে নেই নর্টজে-মুস্তাফিজুররা
আজ সন্ধা ৭.৩০ মিনিটে আমেদাবাদে রয়েছে গুজরাট বনাম দিল্লি ম্যাচ।