আমেদাবাদ: গুজরাটের ঘরের মাঠে তাদেরকে হারানোর দিনে ১৬ বছরের আইপিএলে ইতিহাসে নতুন অধ্যায় গড়বে কেকেআর, এমনটা কে ভেবেছিল? কোটি কোটি টাকা খরচ করে কেনা তাবড় ব্যাটাররা যে পরিস্থিতিতে নার্ভ ধরে রাখতে পারেন না সেখানেই বাজিমাত করলেন কেকেআরের রিঙ্কু সিং। বিজয় শঙ্কর, সাই সুদর্শনদের ঝোড়ো ব্যাটিংয়ে গুজরাট টাইটান্স তোলে ২০৪/৪ রান। জবাবে কেকেআরের ঝুলিতে ২০৭/৭। রশিদ খানের হ্যাটট্রিক ফিকে করে শেষ ওভারে পরপর পাঁচ বলে পাঁচটি ছক্কা হাঁকিয়ে ম্যাচের নায়ক রিঙ্কু সিং। তাঁর ২১ বলে ৪৮ রানের ইনিংসে গুজরাটের দেওয়ার চ্যালেঞ্জ উতরে যায় কেকেআর। টুর্নামেন্টে দ্বিতীয় জয় নাইটদের।
অবিশ্বাস্য জয়ের পর কেকেআর শিবিরে আনন্দ উচ্ছ্বাস।
This feeling. THIS FEELING.pic.twitter.com/pGyUNYnSqt
— KolkataKnightRiders (@KKRiders) April 9, 2023
২১ বলে অপরাজিত ৪৮ রানের ইনিংস কেকেআর টিমের বহুদিনের সৈনিক রিঙ্কু সিংয়ের। পরপর দুই ম্যাচে চওড়া হল রিঙ্কুর ব্যাট। দুশোর উপরে রান তাড়া করে দুরন্ত জয় কলকাতার ফ্র্যাঞ্চাইজিটির।
রিঙ্কুর কারনামা। শেষ ওভারে টানা পাঁচটি ছয় হাঁকিয়ে কেকেআরকে ৩ উইকেটে জিতিয়ে দিলেন রিঙ্কু সিং। অবিশ্বাস্য ব্যাটিং কেকেআর তারকার।
পঞ্চম বলেও বাউন্ডারি রিঙ্কু সিংয়ের। শেষ বলে ৪ রানের প্রয়োজন। রিঙ্কু কি পারবেন?
শেষ ওভারে ছক্কার হ্যাটট্রিক রিঙ্কু সিংয়ের। টানটান উত্তেজনা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
এ বারের আইপিএলে প্রথম হ্যাটট্রিক। গুজরাটের হয়ে ক্যাপ্টেন্সির দায়িত্ব নেওয়া রশিদ খানের অনন্য নজির। শিকার রাসেল, নারিন ও শার্দূল ঠাকুর। তিন বলে তিন উইকেট নিয়ে গুজরাটকে ম্যাচে ফেরালেন আফগান লেগ স্পিনার।
গুজরাট টাইটান্সের কামব্যাক। রশিদ খানের বলে গোল্ডেন ডাক সুনীল নারিন। ষষ্ঠ উইকেট হারাল কেকেআর।
দু’বলে ১ রান করে আউট। রাসেলের ধারাবাহিক ব্যর্থতা চলছে। পঞ্চম উইকেট হারাল কেকেআর।
৪০ বলে ৮৩ রানে দুরন্ত ইনিংস খেলে আউট হলেন ভেঙ্কটেশ আইয়ার। চতুর্থ উইকেট হারাল কেকআর।
১৫ ওভারে ৩ উইকেট খুইয়ে ১৪৯ রান কলকাতা নাইট রাইডার্সের।
২৬ বলে ৫০ রান ইমপ্যাক্ট প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ারের।
১০ ওভারে ২ উইকেট খুইয়ে ৮৬ রান কলকাতা নাইট রাইডার্সের। ভেঙ্কটেশ আইয়ার অর্ধশতরানের দোরগোড়ায়।
৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৩ রান কেকেআরের খাতায়।
গুজরাটের ইমপ্যাক্ট প্লেয়ার জশ লিটল ফেরালেন কেকেআর ওপেনার নায়ারন জগদীশনকে। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে ছিলেন জগদীশন। কেকেআরের হয়ে প্রথম ম্যাচে তাঁর অবদান ৮ বলে ৬ রান।
মহম্মদ সামির বলে যশ দয়ালের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন গুরবাজ। ১২ বলে ১৫ রান। ২.৩ ওভারে ২০ রান কেকআরের। আরসিবির বিরুদ্ধে অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন। গুজরাটের দেওয়া বড় লক্ষ্যের সামনে কেকেআরকে ভালো সূচনা দেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু শুরুতেই ফিরলেন গুরবাজ। ক্রিজে নতুন ব্যাটার ভেঙ্কটেশ আইয়ার। সূয়াশ শর্মার পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামলেন।
মরসুমের তৃতীয় ম্যাচ। ফের ওপেনিংয়ে একটা নতুন জুটি। প্রথম ম্যাচে গুরবাজের সঙ্গে ছিলেন মনদীপ, দ্বিতীয় ম্য়াচে গুরবাজ ভেঙ্কটেশ আইয়ার। আজ গুরবাজের সঙ্গে ওপেনিংয়ে নারায়ণ জগদীশন।
সাই সুদর্শনের পরিবর্তে বাঁ হাতি পেসার জশ লিটলকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামাল গুজরাট টাইটান্স।
বিজয় শঙ্করের ঝোড়ো ব্যাটিং। গুজরাট টাইটান্সের স্কোর ৪ উইকেট খুইয়ে ২০৪ রান।
২১ বলে ৫০ রান বিজয় শঙ্করের। শেষ ওভারে শার্দূল ঠাকুরকে তিনটে ছক্কা হাঁকালেন বিজয়।
বড় শট খেলার তাগিদে আউট হলেন অর্ধশতরানকারী সাই সুদর্শন (৩৮ বলে ৫৩ রান)। নারিনের ঝুলিতে তিনটি উইকেট। গুজরাটের স্কোর ১৮ ওভারে ১৫৯/৪।
ধারাবাহিক পারফরম্যান্স সাই সুদর্শনের। কেন উইলিয়ামসনের চোট তাঁর কাছে সুযোগ এনে দিয়েছিল। টুর্নামেন্টে তৃতীয় হাফ সেঞ্চুরি তামিলনাড়ুর সুদর্শনের। ৩৪ বলে ৫০ রান সুদর্শনের। ১৭ ওভার শেষে গুজরাটের স্কোর ১৫১/৩।
দ্বিতীয় ম্যাচেও উইকেট পেলেন সূয়াশ শর্মা। অভিনব মনোহরকে ফিরিয়ে গুজরাটকে তৃতীয় ধাক্কা দিলেন সূয়াশ।
অভিনব মনোহর ক্রিজে নেমে উমেশ যাদবের বলে পরপর তিনটি বাউন্ডারি হাঁকালেন।
শুভমনকে ফেরালেন সুনীল নারিন। ৩১ বলে ৩৯ রান। বাউন্ডারি লাইনে ক্যাচ উমেশ যাদবের। গুজরাটের স্কোর ১১.৪ ওভারে ১০০/২।
১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৮ রান গুজরাট টাইটান্স।
৬ ওভারে এক উইকেট হারিয়ে ৫৪ রান গুজরাটের খাতায়। ক্রিজে শুভমন গিল এবং সাই সুদর্শন। পরপর দুটি ম্যাচে ভালো পারফর্ম্যান্স করেছিলেন। আজও নজরে সাই সুদর্শন।
নারিনের স্পিনের কাছে পরাস্ত ঋদ্ধিমান সাহা। গুজরাট ওপেনারকে ফেরালেন সুনীল নারিন। নারায়ন জগদীশনের দারুণ ক্যাচ। ৫ ওভারে ৩৮/১ গুজরাট টাইটান্স।
জয়ের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। গুজরাটের অশ্বমেধের ঘোড়া থামাতে পারবে কলকাতার দলটি? উত্তর মিলবে কয়েকঘণ্টা পরই। আপাতত গুজরাটের হয়ে ওপেনিংয়ে নামলেন শুভমন গিল এবং ঋদ্ধিমান সাহা। বোলিংয়ের সূচনায় উমেশ যাদব।
কেকেআর টিমে দুটো পরিবর্তন। চোট সারিয়ে টিম সাউদির পরিবর্তে একাদশে ফিরলেন লকি ফার্গুসন। এন জগদীশন এলেন মনদীপ সিংয়ের পরিবর্তে। গত ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমেছিলেন। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আজ সরাসরি নাইটদের একাদশে জায়গা করে নিলেন সূয়াশ শর্মা। প্রত্যাশা থাকলেও একাদশে নেই জেসন রয়।
রহমানুল্লাহ গুরবাজ, নীতীশ রানা, এন জগদীশন, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দূল ঠাকুর, সুনীল নারিন, লকি ফার্গুসন, উমেশ যাদব, সূয়াশ শর্মা এবং বরুণ চক্রবর্তী।
সাবস্টিটিউট: মনদীপ সিং, অনুকূল রয়, বৈভব অরোরা, ভেঙ্কটেশ আইয়ার, ডেভিড উইজে
শুভমন গিল, ঋদ্ধিমান সাহা, সাই সুদর্শন, বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, অভিনব মনোহর, রশিদ খান (অধিনায়ক), আলজারি জোসেফ, যশ দয়াল, মহম্মদ সামি
সাবস্টিটিউট: জস লিটল, জয়ন্ত যাদব, শ্রীকর ভরত, মোহিত শর্মা, ম্যাথু ওয়েড
হার্দিকের পরিবর্তে টস করতে এলেন রশিদ খান। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত গুজরাট টাইটান্সের। নাইটদের বিরুদ্ধে ঘরের মাঠে খেলছেন না হার্দিক। তিনি অসুস্থ। তাঁর পরিবর্তে নেতৃত্ব দেবেন রশিদ খান। হার্দিকের পরিবর্তে দলে এলেন বিজয় শঙ্কর।
গুজরাট টাইটান্স-কলকাতা নাইট রাইডার্স ম্য়াচে চার জন স্পিনারের উপর নজর থাকবে। গুজরাটের রশিদ খান এবং কেকেআর ত্রয়ী সুনীল নারিন-বরুণ চক্রবর্তী ও সূয়াশ শর্মা।