IPL 2023 Points Table: রোহিতদের হারিয়ে পয়েন্ট টেবলে উন্নতি মাহির চেন্নাইয়ের, বাকিরা কে কোথায়?

IPL 2023: দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া এ বারের আইপিএলের ১২টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের কোন জায়গায় রয়েছে কোন দল...

IPL 2023 Points Table: রোহিতদের হারিয়ে পয়েন্ট টেবলে উন্নতি মাহির চেন্নাইয়ের, বাকিরা কে কোথায়?
রোহিতদের হারিয়ে পয়েন্ট টেবলে উন্নতি মাহির চেন্নাইয়ের, বাকিরা কে কোথায়?Image Credit source: IPL Website
Follow Us:
| Edited By: | Updated on: Apr 10, 2023 | 7:20 AM

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন ক্রিকেটপ্রেমীরা বিশেষ নজর রাখে পয়েন্ট টেবলের (Points Table) দিকে। ৪ বছর পর হোম-অ্যাওয়ে ফর্ম্যাটে ফিরেছে আইপিএল। আর আইপিএলের সময় ঘরের মাঠের সমর্থকদের সামনে খেলার একটা আলাদাই অভিজ্ঞতা হয় ক্রিকেটারদের। প্রায় সব ম্যাচেই কাঁটায় কাঁটায় টক্কর চলছে ব্যাটারদের। একইসঙ্গে সেয়ানে সেয়ানে লড়াই হচ্ছে বোলারদের। এখনও অবধি আইপিএল-১৬-র (IPL 2023) গ্রুপ পর্বের ১২টি ম্যাচ হয়েছে। শনিবার ছিল ডাবল হেডার। তারপর পয়েন্ট টেবলে উন্নতি করেছে সিএসকে। লিগ শীর্ষে আপাতত রাজস্থান। TV9Bangla-র এই প্রতিবেদনে এক ঝলকে জেনে নিন পয়েন্ট টেবলে কোন দল কত নম্বরে রয়েছে।

দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া এ বারের আইপিএলের ১২টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের কোন জায়গায় রয়েছে কোন দল…

১. এখনও পর্যন্ত হওয়া এ বারের ১২টি ম্যাচের পর লিগ টেবলের শীর্ষে উঠে এসেছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। শনি-বিকেলে দিল্লিকে ৫৭ রানে হারিয়েছে রাজস্থান। এখনও অবধি চলতি আইপিএলে ৩টি ম্যাচে খেলে ২টিতে জিতেছে ও ১টি হেরেছেন চাহালরা। রাজস্থানের নেট রান রেট +২.০৬৭। পিঙ্ক আর্মির মোট অর্জিত পয়েন্ট ৪।

২. পয়েন্ট টেবলের শীর্ষে রাজস্থান পৌঁছে যাওয়ায় ২ নম্বরে নেমে গিয়েছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। এখনও অবধি ৩টি ম্যাচে খেলে ২টিতে জয় ও ১টিতে হেরেছে সুপার জায়ান্টস। লখনউয়ের নেট রান রেট +১.৩৫৮। ক্রুণাল পান্ডিয়াদের ঝুলিতে রয়েছে ৪ পয়েন্ট।

৩. গত বারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স চলতি আইপিএলে ২টি ম্যাচে খেলে ২টিতে জিতেছে। আজ হার্দিকদের লড়াই কেকেআরের সঙ্গে। আপাতত টাইটান্সদের নেট রান রেট +০.৭০০। ৪ পয়েন্ট রয়েছে টাইটান্সদের।

৪. মুম্বই ইন্ডিয়ান্সকে শনি-রাতে ওয়াংখেড়েতে ৭ উইকেটে হারিয়ে লিগ টেবলের ৪ নম্বরে উঠে এসেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এখনও অবধি ১৬তম আইপিএলে ৩টি ম্যাচে খেলে ২টি জয় ও ১টি হারের পর আপাতত সিএসকের অর্জিত পয়েন্ট ৪। নেট রান রেট +০.৩৫৬।

৫. পয়েন্ট টেবলের তিন নম্বর থেকে ৫ নম্বরে নেমে গিয়েছে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস। এ বারের আইপিএলে পঞ্জাব তাদের প্রথম ম্যাচে কেকেআরকে হারিয়েছিল। দ্বিতীয় ম্যাচে রাজস্থানকে হারিয়েছিল। ফলে প্রীতির পঞ্জাবেরও প্রাপ্ত পয়েন্ট চার। নেট রান রেট +০.৩৩৩। আজ হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ রয়েছে পঞ্জাবের।

৬. মাহির সিএসকে লিগ টেবলের শীর্ষে ওঠায় চার থেকে ছয় নম্বরে নেমে গিয়েছে নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্স। গ্রুপ পর্বে এখনও অবধি ২টি ম্যাচে খেলে ১টিতে জয় ও ১টিতে হেরেছে কেকেআর। নাইটদের নেট রান রেট ২.০৫৬।

৭. গ্রুপ পর্বে এখনও অবধি ২টি ম্যাচে খেলে, ১টি জয় ও ১টি হারের পর লিগ টেবলের সাত নম্বরে নেমে গিয়েছে ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির নেট রান রেট -১.২৫৬। বিরাটদের মোট পয়েন্ট ২।

৮. রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স আপাতত লিগ টেবলের ৮ নম্বরে রয়েছে। চলতি আইপিএলে আপাতত ২টো ম্যাচে খেলে ২টোতেই হেরেছেন সূর্যকুমার যাদবরা। মুম্বইয়ের নেট রান রেট -১.৩৯৪।

৯. পয়েন্ট টেবলের ৯ নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। এ বারের আইপিএলে এখনও অবধি ৩টি ম্যাচে খেলেছে দিল্লি। তাতে হারের হ্যাটট্রিক করল ডেভিড ওয়ার্নারের দল। দিল্লির নেট রান রেট -২.০৯২।

১০. আপাতত পয়েন্ট টেবলের লাস্ট বয় সানরাইজার্স হায়দরাবাদ। নেতা বদল হলেও হায়দরাবাদের ভাগ্য বদলাল না। এ বারের আইপিএলে এখনও অবধি ২টি ম্যাচে খেলে ২টিতেই হেরেছে অরেঞ্জ আর্মি। হায়দরাবাদের নেট রান রেট -২.৮৬৭। আজ পঞ্জাবের বিরুদ্ধে ম্য়াচ রয়েছে হায়দরাবাদের।