GT vs RR, IPL 2022 Final Match Result: সঞ্জুর পিঙ্ক আর্মিকে হারিয়ে আইপিএল অভিষেকেই চ্যাম্পিয়ন গুজরাত

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 29, 2022 | 11:53 PM

GT vs RR IPL 2022 Live Updates: দেখুন গুজরাত টাইটান্স (Gujarat Titans) বনাম রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ফাইনাল ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

GT vs RR, IPL 2022 Final Match Result: সঞ্জুর পিঙ্ক আর্মিকে হারিয়ে আইপিএল অভিষেকেই চ্যাম্পিয়ন গুজরাত

Follow Us

আমেদাবাদ: আজ রবিবার, আইপিএল-১৫-র (IPL 2022) ফাইনাল (৭৪তম) ম্যাচে মুখোমুখি হয়েছিল হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩০ রানে থেমে যায় রাজস্থান রয়্যালস। ম্যাচ জিততে হার্দিকদের তুলতে হত ১৩১ রান। ১১ বল বাকি থাকতেই ১৩৩ রান তুলে ফেলে গুজরাত। আইপিএলের ইতিহাসের পাতায় নাম তুলে ফেলল গুজরাত টাইটান্স। এ বারের আইপিএলের দুই নতুন দল নিয়ে আগ্রহের শেষ ছিল না। আইপিএল-২০২২ এর চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দাবিদার ছিল গুজরাত টাইটান্স। আর হলও তাই। আইপিএলে অভিষেকেই চ্যাম্পিয়ন হল গুজরাত। নতুন চ্যাম্পিয়ন পেল আইপিএল।

 

Key Events

আইপিএলের নতুন চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স

এ বারের আইপিএলের চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দাবিদার ছিল হার্দিক পান্ডিয়ার দল। আইপিএলের অভিষেকেই চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসের পাতায় নাম তুলে ফেলল গুজরাত টাইটান্স।

পিঙ্ক আর্মিকে হারিয়ে এ বারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাত

মোতেরা মাতালেন হার্দিকরা। সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে আইপিএলের মঞ্চে অভিষেকের বছরই চ্যাম্পিয়ন হল গুজরাত টাইটান্স।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 29 May 2022 11:40 PM (IST)

    আইপিএল অভিষেকেই চ্যাম্পিয়ন গুজরাত

    সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসকে হারিয়ে এ বারের আইপিএল চ্যাম্পিয়ন হল গুজরাত টাইটান্স।

  • 29 May 2022 11:38 PM (IST)

    জয়ের মুখে দাঁড়িয়ে গুজরাত

    শেষের ১২ বলে গুজরাতের জয়ের জন্য চাই ৪ রান


  • 29 May 2022 11:23 PM (IST)

    ১৫ ওভারে গুজরাতের স্কোর ৯৭/৩

    জয়ের জন্য গুজরাতের চাই ৩০ বলে ৩৪ রান

  • 29 May 2022 11:16 PM (IST)

    হার্দিকের উইকেট চাহালের খাতায়

    গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়ার উইকেট তুলে নিলেন যুজবেন্দ্র চাহাল। ৩৪ রান করে সাজঘরে ফিরলেন হার্দিক।

  • 29 May 2022 11:00 PM (IST)

    ১০ ওভারে গুজরাতের স্কোর ৫৪/২

    • খেলা বাকি ১০ ওভারের।
    • শুরুর ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৪ রান তুলেছে গুজরাত
  • 29 May 2022 10:40 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • পাওয়ার প্লে-র খেলা শেষ
    • শুরুর ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৩১ রান তুলেছে গুজরাত
    • ক্রিজে রয়েছেন শুভমন গিল ও হার্দিক পান্ডিয়া।
  • 29 May 2022 10:36 PM (IST)

    ৫ ওভারে গুজরাতের স্কোর ২৫/২

    • ম্যাচ জিততে গুজরাতের এখনও চাই ৯০ বলে ১০৬ রান
    • খেলা বাকি ১৫ ওভারের
    • প্রথম ৫ ওভারে ২ উইকেট হারিয়ে গুজরাত তুলেছে ২৫ রান।
  • 29 May 2022 10:35 PM (IST)

    ওয়েড ফিরলেন সাজঘরে

    ট্রেন্ট বোল্ট পঞ্চম ওভারে তুলে নিলেন ম্যাথু ওয়েডের উইকেট। ৮ রান করে সাজঘরে ফিরলেন ওয়েড।

  • 29 May 2022 10:18 PM (IST)

    ঋদ্ধি আউট

    ঋদ্ধিমান সাহার উইকেট তুলে নিলেন প্রসিধ কৃষ্ণা। প্রথম ধাক্কা খেল গুজরাত।

  • 29 May 2022 10:09 PM (IST)

    রান তাড়া করতে নামল গুজরাত

    টার্গেট ১৩১। রান তাড়া করতে নামল গুজরাত টাইটান্স। ওপেনিংয়ে নামলেন শুভমন গিল ও ঋদ্ধিমান সাহা।

  • 29 May 2022 10:03 PM (IST)

    শেষ ওভারে জোড়া উইকেট সামির খাতায়

    শেষ ওভারে ওবেদ ম্যাকয় ও রিয়ান পরাগের উইকেট তুলে নিলেন মহম্মদ সামি।

  • 29 May 2022 09:55 PM (IST)

    ১৩০ রানে থেমে গেল রাজস্থান

    নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩০ রানে থেমে গেল রাজস্থান রয়্যালস। ম্যাচ জিততে হার্দিকদের তুলতে হবে ১৩১ রান।

  • 29 May 2022 09:39 PM (IST)

    বোল্টকে ফেরালেন সাই

    ট্রেন্ট বোল্টের উইকেট গেল সাই কিশোরের খাতায়। ১১ রান করে সাজঘরে ফিরলেন বোল্ট।

  • 29 May 2022 09:30 PM (IST)

    অশ্বিনকে ফেরালেন সাই

    সাই কিশোর তুলে নিলেন রবিচন্দ্রন অশ্বিনের উইকেট। ৬ রানে প্যাভিলিয়নে ফিরলেন অশ্বিন।

  • 29 May 2022 09:24 PM (IST)

    ১৫ ওভারে রাজস্থানের স্কোর ৯৪/৫

    • খেলা বাকি আর মাত্র ৫ ওভারের
    • শুরুর ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে রাজস্থান তুলেছে ৯৪ রান
  • 29 May 2022 09:24 PM (IST)

    হেটমায়ার আউট

    গুজরাত ক্যাপ্টেন তুলে নিলেন শিমরন হেটমায়ারের উইকেট। ১১ রান করে মাঠ ছাড়লেন হেটমায়ার

  • 29 May 2022 09:08 PM (IST)

    বাটলারকে ফেরালেন হার্দিক

    জস বাটলারের বড় উইকেট তুলে নিলেন হার্দিক পান্ডিয়া। ৩৯ রান করে মাঠ ছাড়লেন অরেঞ্জ ক্যাপের মালিক।

  • 29 May 2022 09:03 PM (IST)

    পাড়িক্কাল আউট

    রশিদ খান তুলে নিলেন দেবদত্ত পাড়িক্কালের উইকেট। মাত্র ২ রান করে মাঠ ছাড়লেন পাড়িক্কাল।

  • 29 May 2022 08:52 PM (IST)

    ১০ ওভারে রাজস্থানের স্কোর ৭১/২

    • খেলা বাকি ১০ ওভারের
    • শুরুর ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৭১ রান তুলেছে রাজস্থান
    • ক্রিজে রয়েছেন জস বাটলার ও দেবদত্ত পাড়িক্কাল
  • 29 May 2022 08:43 PM (IST)

    সঞ্জু আউট

    রাজস্থান অধিনায়ক সঞ্জুকে ফেরালেন গুজরাত অধিনায়ক হার্দিক। ১৪ রান করে মাঠ ছাড়লেন সঞ্জু।

  • 29 May 2022 08:31 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • পাওয়ার প্লে শেষ
    • ৬ ওভারে রাজস্থানের স্কোর ৪৪/১
    • ক্রিজে জস বাটলার ও সঞ্জু স্যামসন
    • বাটলার ব্যাট করছেন ১০ রানে
    • সঞ্জু রয়েছেন ১১ রানে
  • 29 May 2022 08:27 PM (IST)

    ৫ ওভারে রাজস্থানের স্কোর ৩৭/১

    প্রথম ৫ ওভারের খেলা শেষ। শুরুর ৫ ওভারে ১ উইকেট হারিয়ে রাজস্থান তুলেছে ৩৭ রান

  • 29 May 2022 08:23 PM (IST)

    যশস্বী আউট

    যশস্বী জসওয়ালের উইকেট তুলে নিলেন যশ দয়াল। ২২ রান করে মাঠ ছাড়লেন রাজস্থানের ওপেনার।

  • 29 May 2022 08:04 PM (IST)

    রাজস্থানের ইনিংস শুরু

    রাজস্থানের হয়ে ওপেনিংয়ে নামলেন জস বাটলার ও যশস্বী জসওয়াল।

  • 29 May 2022 07:35 PM (IST)

    গুজরাতের প্রথম একাদশ

    গুজরাত টাইটান্সের প্রথম একাদশ: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, ম্যাথু ওয়েড, সাই কিশোর, লকি ফার্গুসন, রশিদ খান, মহম্মদ সামি, যশ দয়াল।

  • 29 May 2022 07:34 PM (IST)

    রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ

    দেখে নিন রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ: জস বাটলার, যশস্বী জসওয়াল, দেবদত্ত পাড়িক্কাল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্ট ও প্রসিধ কৃষ্ণা, ওবেড ম্যাকয়।

  • 29 May 2022 07:33 PM (IST)

    টস আপডেট

    ফাইনালে টসে জিতলেন সঞ্জু স্যামসন। টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন।

  • 29 May 2022 07:31 PM (IST)

    আইপিএল-২০২২ এর মঞ্চে জয় হো

  • 29 May 2022 07:31 PM (IST)

    এ আর রহমানের গলায় বন্দে মাতরমে মুগ্ধ মোতেরা থেকে সারা বিশ্ব

  • 29 May 2022 07:25 PM (IST)

    সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চে এ আর রহমানের সুরের জাদু

  • 29 May 2022 07:19 PM (IST)

    বিশ্বের সব চেয়ে বড় জার্সি আইপিএল-১৫-র মঞ্চে

    গ্রিনেস বুক অব রেকর্ডে উঠল আইপিএল-১৫-র মঞ্চে আত্মপ্রকাশ হওয়া বিশ্বের সব চেয়ে বড় জার্সি

     

  • 29 May 2022 07:05 PM (IST)

    রণবীর মজলেন ভাথি কামিংয়ে

    মাস্টার সিনেমার জনপ্রিয় গান ভাথি কামিংয়ের তালে পা মেলালেন বলিউড সুপারস্টার রণবীর সিং

  • 29 May 2022 06:55 PM (IST)

    সমাপ্তি অনুষ্ঠান মাতালেন রণবীর সিং

    ট্রিপল আর সিনেমার জনপ্রিয় গানের তালে পা মেলালেন বলিউড সুপারস্টার রণবীর সিং

  • 29 May 2022 06:15 PM (IST)

    মোতেরা সেজে উঠেছে ফাইনালের জন্য

    গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালসের আইপিএল ফাইনালের জন্য সেজে উঠেছে মোতেরা।

  • 29 May 2022 05:30 PM (IST)

    আইপিএল অভিষেক কি রাঙিয়ে রাখতে পারবে গুজরাত?

    আর কিছুক্ষণ পর আইপিএল-২০২২ এর ফাইনালে মুখোমুখি গুজরাত ও রাজস্থান। সঞ্জুর পিঙ্ক আর্মিকে হারিয়ে কি ঘরের মাঠে খেলে প্রথম বার ট্রফি নিজেদের নামে করতে পারবে গুজরাত? জানতে হলে বিশেষ নজর রাখতে হবে আজকের ম্যাচে।

  • 29 May 2022 05:14 PM (IST)

    পিঙ্ক আর্মির সমর্থকদের উদ্দেশ্যে কী বলছেন সঞ্জু?

    আজ রাজস্থান রয়্যালসকে দ্বিতীয় বার আইপিএল ট্রফি তুলে দেওয়ার সুযোগ রয়েছে সঞ্জু স্যামসনের হাতে। ফাইনালের লড়াইয়ের আগে পিঙ্ক আর্মির সমর্থকদের উদ্দেশ্যে কী বলছেন সঞ্জু? দেখুন ভিডিও…

  • 29 May 2022 04:50 PM (IST)

    রণবীর সিংয়ের পাশাপাশি সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন এ আর রহমানও

    আজ আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন রণবীর সিংয়ের পাশপাশি এ আর রহমানও।

  • 29 May 2022 04:37 PM (IST)

    একখানা শেষ লড়াইয়ের অপেক্ষা

    আজ রাতেই পাওয়া যাবে আইপিএল-২০২২ এর চ্যাম্পিয়ন। নতুন দল গুজরাতের ঝুলিতে যায় ফাইনালের ট্রফি নাকি দ্বিতীয় বার রাজস্থান করে বাজিমাত, জানতে হলে চোখ রাখতে হবে রবিরাতের মেগা ফাইনালে।

  • 29 May 2022 04:25 PM (IST)

    মোতেরা মাতবে রণবীরের তালে

    আজ আইপিএলের ফাইনাল। ম্যাচের আগে সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চ মাতাতে তৈরি বলিউড তারকা সুপারস্টার রণবীর সিং।

  • 29 May 2022 04:15 PM (IST)

    জেনে নিন কোন পথে আইপিএল-২০২২ এর ফাইনালে রাজস্থান রয়্যালস

    সুপার সানডে-র মেগা ফাইনালের আগে জেনে নিন কোন পথে ফাইনালে পৌঁছল সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস —

    পড়ুন বিস্তারিত — IPL 2022: জেনে নিন কোন পথে আইপিএল-২০২২ এর ফাইনালে রাজস্থান রয়্যালস

  • 29 May 2022 04:00 PM (IST)

    GT vs RR IPL 2022 Live Updates: জেনে নিন কোন পথে আইপিএল অভিষেকেই ফাইনালে গুজরাত টাইটান্স

    রবিরাতের মেগা ফাইনালের আগে জেনে নিন কোন পথে ফাইনালে পৌঁছল হার্দিকের গুজরাত টাইটান্স…

    পড়ুন বিস্তারিত — IPL 2022: জেনে নিন কোন পথে আইপিএল অভিষেকেই ফাইনালে গুজরাত টাইটান্স

  • 29 May 2022 03:34 PM (IST)

    GT vs RR IPL 2022 Live Updates: এক নজরে হেড টু হেড

    হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে চলতি আইপিএলেই দুই বার মুখোমুখি হয়েছে দুই দল। গ্রুপ পর্বের এক ম্যাচে ৩৭ রানে রাজস্থানকে হারিয়েছিল গুজরাত। এবং তারপর ইডেনে এ বারের আইপিএলের প্রথম কোয়ালিফায়ারেও ৭ উইকেটে গুজরাত হারিয়েছিল রাজস্থানকে। ফলে রবিরাতে বিশেষ নজর থাকবে ফাইনালের লড়াইয়ে কারা করে বাজিমাত তা দেখার জন্য।

  • 29 May 2022 03:34 PM (IST)

    GT vs RR IPL 2022 Live Updates: দুই দলের নজরে কোন প্লেয়াররা

    • গুজরাতের হয়ে আজ নজরে থাকবেন – ডেভিড মিলার, হার্দিক পান্ডিয়া, রশিদ খান, মহম্মদ সামি।
    • রাজস্থানের হয়ে নজরে থাকবেন – জস বাটলার, সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন।