IPL 2022: জেনে নিন কোন পথে আইপিএল অভিষেকেই ফাইনালে গুজরাত টাইটান্স
রবিরাতের মেগা ফাইনালের আগে জেনে নিন কোন পথে ফাইনালে পৌঁছল হার্দিকের গুজরাত টাইটান্স ---
আমেদাবাদ: আজ, রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এ বারের আইপিএলের (IPL 2022) ফাইনালে মুখোমুখি হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। চলতি আইপিএলের সব থেকে বড় চমক ছিল দুই নতুন দল। দুটো দলই এ বারের প্লে অফে উঠেছিল। অল্পের জন্য ফাইনালের টিকিট পায়নি লখনউ সুপার জায়ান্টস। তবে আইপিএল অভিষেকেই দুরন্ত চমক দিয়েছে গুজরাত। আজ গুজরাতের ঘরের মাঠে টুর্নামেন্টের ফাইনাল। ঘরের মাঠে সমর্থকদের সামনে প্রথম আইপিএল ট্রফিটা পাওয়ার জন্য মরিয়া হয়ে ঝাঁপাতে হার্দিকের টাইটান্সরা। গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের শেষে লিগ টেবলের শীর্ষস্থানে ছিল গুজরাত। এরপর প্রথম কোয়ালিফায়ারে জিতে সরাসরি ফাইনালের টিকিট পেয়ে যান ডেভিড মিলাররা। আর মাত্র একটা ম্যাচে জিতলেই চ্যাম্পিয়নের ট্রফি হয়ে যাবে গুজরাতের।
রবিরাতের মেগা ফাইনালের আগে জেনে নিন কোন পথে ফাইনালে পৌঁছল হার্দিকের গুজরাত টাইটান্স —
১) ২৮ মার্চ টুর্নামেন্টে হার্দিকরা তাঁদের প্রথম ম্যাচে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসের মুখে নেমেছিল। সেই ম্যাচে ৫ উইকেটে জিতেছিল টাইটান্সরা।
২) ২ এপ্রিল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এ বারের আইপিএলের দ্বিতীয় ম্যাচে নেমেছিল গুজরাত। সেই ম্যাচে ১৪ রানে জিতেছিল হার্দিকের দল।
৩) ৮ এপ্রিল গুজরাতের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ ছিল মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস। প্রীতির দলের বিরুদ্ধে ৬ উইকেটে জিতেছিল টাইটান্সরা।
৪) ১১ এপ্রিল কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে নেমেছিলেন হার্দিকরা। জয়ের হ্যাটট্রিকের পর সেই ম্যাচে নিজামের শহরের দলের কাছে ৮ উইকেটে হেরেছিল গুজরাত।
৫) ১৪ এপ্রিল লিগ পর্বে হার্দিকরা পঞ্চম ম্যাচে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসকে ৩৭ রানে হারিয়েছিল।
৬) ১৭ এপ্রিলের ম্যাচে গুজরাতের প্রতিপক্ষ ছিল রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংস। ওই ম্যাচে হার্দিকের জায়গায় নেতৃত্ব দিয়েছিলেন রশিদ খান। ৩ উইকেটে সেই ম্যাচে জিতেছিল গুজরাত।
৭) ২৩ এপ্রিল গ্রুপ পর্বের সপ্তম ম্যাচে গুজরাতের প্রতিপক্ষ ছিল শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচে ৬ উইকেটে নাইটদের হারিয়েছিল টাইটান্সরা।
৮) ২৭ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে এ বারের আইপিএলের দ্বিতীয় সাক্ষাতে ৫ উইকেটে জেতে গুজরাত টাইটান্স।
৯) ৩০ এপ্রিল লিগ পর্বের নবম ম্যাচে ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৬ উইকেটে হারিয়েছিল গুজরাত।
১০) ৩ মে লিগ পর্বের দশম ম্যাচে মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংসের কাছে ৮ উইকেটে হেরেছিল হার্দিকের গুজরাত।
১১) ৬ মে গ্রুপ পর্বের ১১তম ম্যাচে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৫ রানে হেরেছিল গুজরাত টাইটান্স।
১২) ১০ মে গ্রুপ পর্বে লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে দ্বিতীয় সাক্ষাতেও জেতে গুজরাত। ওই ম্যাচে ৬২ রানের ব্যবধানে জয় তুলে নেয় গুজরাত।
১৩) ১৫ মে লিগ পর্বের ১৩তম ম্যাচে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৭ উইকেটে হারায় গুজরাত।
১৪) ১৯ মে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে ৮ উইকেটে হেরেছিল গুজরাত।
১৫) ২৪ মে ইডেনে প্রথম কোয়ালিফায়ারে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে গুজরাত।