মুম্বই: ভারতীয় ক্রিকেটে বড় দিন। অবশেষে শুরু হল উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL)। দীর্ঘ সময় ধরেই মেয়েদের আইপিএলের পরিকল্পনা ছিল ভারতীয় বোর্ডের। অবশেষে দিনের আলো দেখল উইমেন্স প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচের আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানও হল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হল গুজরাট জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম দিন অবশ্য সূচিতে কিছুটা বদল করতে হয়েছে। প্রাথমিক সূচি অনুযায়ী ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সন্ধে ৭.৩০টায়। যদিও প্রথম ম্যাচটি আধঘণ্টা পিছিয়ে শুরু হয়। টুর্নামেন্টের প্রথম ম্যাচ হওয়ায় এই ম্য়াচ ঘিরে বাড়তি আগ্রহ ছিল। শেষ অবধি একপেশে ম্যাচ। বেথ মুনির চোটে গুজরাট জায়ান্টসে বড় ধাক্কা লাগে। না হলে হয়তো আরও আকর্ষণীয় ম্যাচ হতে পারত। তবে হরমনপ্রীত কৌর, হেইলি ম্যাথুজ, অ্যামেলিরা কের-র বিধ্বংসী ব্য়াটিং বিনোদন দিল। শৃঙ্খলাবদ্ধ বোলিংয়ে ১৪৩ রানের জয়ে অভিযান শুরু করল মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র পেজে।
মজার দৃশ্য। আম্পায়ার ওয়াইড দিয়েছিলেন। মুম্বই দাবি করে গ্লাভস লেগেছে। ব্য়াটারও বলে গ্লাভসে লেগেছে। আম্পায়ার ওয়াইড বল চেক করেন। মুম্বইয়ের ধারনাই সঠিক। ওয়াইড নয়। তবে ওয়াইডের জন্য় রিভিউ নিয়ে সকলেই হাসছেন। আম্পায়ারও। সাইকার উইকেট মেডেন ওভার।
ব্যাট হাতে অনবদ্য ইনিংস খেলেছেন। বোলিংয়ে এসে প্রথম ডেলিভারিতেই উইকেট নিলেন অ্যামেলিয়া কের। রিভিউ নেন স্নেহ রানা। তাতেও লাভ হয়নি। তিন বলের ব্য়বধানে ফের উইকেট।
গুজরাটের পঞ্চম উইকেট। সাইকা ইসাক ক্লিন বোল্ড করলেন জর্জিয়া ওয়্যারহ্যামকে।
মুম্বই ইন্ডিয়ান্স একাদশে সুযোগ পেয়েছিলেন সাইকা ইসাক। টসে অধিনায়ক হরমনপ্রীত কৌরও বলেছিলেন, সাইকার বোলিংয়ে তাঁর প্রত্যাশা থাকবে। অ্যানাবেল সাদারল্য়ান্ডকে ফিরিয়ে অধিনায়কের ভরসা রাখলেন বাংলার বাঁ হাতি স্পিনার সাইকা ইসাক।
এক দিকে বেথ মুনির চোট। অন্য দিকে, রানের খাতা খোলার আগেই ফিরলেন হরলীন দেওল। বিশাল চাপে গুজরাট জায়ান্টস। পরের ওভারেই অ্যাশলে গার্ডনারও ফিরলেন বিনা রানেই।
গুজরাটের সামনে ২০৮ রানের বিশাল লক্ষ্য। ক্রিজে বেথ মুনি ও সাব্বিনেনি মেঘনা। শুরুতেই চোট বেথ মুনির। প্রাথমিক চিকিৎসা চলছে।
অল্পের জন্য অর্ধশতরান হল না অ্যামেলিয়া কের-এর। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ছয় মেরে ইনিংস শেষ করলেন ইসি ওং
স্টেপ আউট করেছিলেন হরমনপ্রীত কৌর। অবশেষে তাঁকে ফেরালেন স্নেহ রানা। মাত্র ৩০ বলে ৬৫ রানের বিধ্বংসী ইনিংসে মুম্বই ক্য়াপ্টেনের।
উইমেন্স প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম অর্ধশতরান হরমনপ্রীত কৌরের।
অধিনায়ক হরমনপ্রীত কৌরের সঙ্গে অ্যামেলিয়ার কের-এর জুটি ৫০ পেরিয়ে গিয়েছে। বিধ্বংসী মেজাজে রান তুলছে এই জুটি।
ক্রিজে নেমেই বিধ্বংসী মেজাজে মুম্বই অধিনায়ক হরমনপ্রীত কৌর।
বোলিং ওপেন করেছিলেন অ্যাশলে গার্ডনার। ইনিংসের দশম ওভারে ফের তাঁকে আক্রমণে আনা হয়। ফেরালেন বিধ্বংসী হেইলি ম্যাথুজকে। অল্পের জন্য অর্ধশতরান হল না। ৩১ বলে ৪৭ রানে ফিরলেন হেইলি।
হেইলি ম্যাথুজ-ন্যাট সিবার জুটি ৫০ পেরোল। এরপরই জুটি ভাঙল। জর্জিয়া ওয়্যারহ্যামের বোলিংয়ে ফিরলেন ন্যাট সিবার। ক্যাচ নিলেন স্নেহ রানা। ১৮ বলে ২৩ রান করেন সিবার।
হেইলি ম্যাথুজ-ন্যাট সিবার ক্রমশ জুটি এগিয়ে যাচ্ছে। মুম্বই ইন্ডিয়ান্স ৪৪-১।
ওপেনার যস্তিকা ভাটিয়া কিছুতেই গতি বাড়াতে পারছিলেন না। চাপ তৈরি হয়। ৮ বলে মাত্র ১ রানেই ফিরলেন যস্তিকা। উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম উইকেট নিলেন তনুজা কানওয়ার।
উইমেন্স প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম ওভার বাউন্ডারি হেইলি ম্যাথুজের ব্যাটে। মানসী যোশীর বোলিংয়ে পুল করলেন তিনি।
উইমেন্স প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম বল ফেস করলেন মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনার যস্তিকা ভাটিয়া। বোলিং ওপেন করলেন অ্যাশলে গার্ডনার। যস্তিকার সঙ্গে ওপেনিংয়ে হেইলি ম্যাথুজ।
মুম্বই ইন্ডিয়ান্স: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), ন্যাট সিবার, যস্তিকা ভাটিয়া, হেইলি ম্যাথুজ, পূজা বস্ত্রকার, ইসি ওং, হুমাইরা কাজি, অ্য়ামেলিয়া কের, অমনজ্যোৎ কৌর, জিন্তিমনি কলিতা, সাইকা ইসাক,
গুজরাট জায়ান্টস-বেথ মুনি, সাব্বিনেনি মেঘনা, হরলীন দেওল, অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, দয়ালান হেমলতা, জর্জিয়া ওয়্যারহ্যাম, স্নেহ রানা, তনুজা কানওয়ার, মানসী যোশী, মনিকা প্যাটেল
অবশেষে এল সেই মুহূর্ত…
? Toss Update ?@GujaratGiants have won the toss and they have elected to bowl first against @mipaltan in Match 1⃣ of the #TATAWPL! pic.twitter.com/HCuPYBEfft
— Women’s Premier League (WPL) (@wplt20) March 4, 2023
এই সেই ট্রফি। যা জেতার লক্ষ্যে নামবে পাঁচ দল…
The moment we were all waiting for! ?
?????????? ??? #??????? ???????? pic.twitter.com/sqPBJjWw7A
— Women’s Premier League (WPL) (@wplt20) March 4, 2023
হরমনপ্রীত কৌর ও বেথ মুনি প্রস্তুত। বেথ মুনি কয়েন তুললেন। গুজরাট জায়ান্টস অধিনায়ক বেথ মুনি টসে জিতে ফিল্ডিং নিলেন।
লাল মাটির পিচ। রিপোর্ট দিচ্ছেন আকাশ চোপড়া এবং অঞ্জুম চোপড়া। পেস-বাউন্স থাকবে। সামান্য ঘাসও রয়েছে।
বোর্ড কর্তাদের পাশাপাশি মঞ্চে উপস্থিত উইমেন্স প্রিমিয়ার লিগে পাঁচ দলের অধিনায়ক। পাঁচ অধিনায়ক মিলে উন্মোচন করলেন উইমেন্স প্রিমিয়ার লিগের ট্রফি।
উইমেন্স প্রিমিয়ার লিগ নিয়ে কোনও প্রশ্ন? এই উত্তরগুলি হয়তো আপনার জানার থাকতে পারে! পড়ুন বিস্তারিত : WPL নিয়ে এই প্রশ্নগুলি জাগছে? উত্তর জেনে নিন…
উইমেন্স প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে নামার আগে হরমনপ্রীতদের জন্য় বিশেষ বার্তা দিলেন রোহিত শর্মারাও। বিস্তারিত: হরমনপ্রীতদের উদ্বুদ্ধ করতে বিশেষ বার্তা দিল রোহিতের MI পল্টন
উদ্বোধনী অনুষ্ঠানের মাঝে এক বার পড়ে নিন আজকের ম্যাচের প্রিভিউ: মহিলা ক্রিকেটের নয়া যুগের সূচনা, আজ শুরু WPL
কৃতি শ্যারন, কিয়ারা আডবানীর পর এ বার উদ্বোধনী মঞ্চে এপি ধিলোঁ। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। অনবদ্য একটা টুর্নামেন্টের প্রত্য়াশা।
উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগেই অবশ্য মাঠে পিচ দেখে নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হরমনপ্রীত কৌর।
Pitch check before the big game begins ✅@mipaltan captain @ImHarmanpreet is ready for the #TATAWPL opener! ? pic.twitter.com/88snblozR4
— Women’s Premier League (WPL) (@wplt20) March 4, 2023
উইমেন্স প্রিমিয়ার লিগের জন্য় বিশেষ শুভেচ্ছাবার্তা ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন কোচ অনিল কুম্বলের।
Best of luck to all the teams and players competing in the first and historic season of the @wplt20! I’m sure the games will be super exciting and competitive. Looking forward to watching it! #WPL
— Anil Kumble (@anilkumble1074) March 4, 2023
TV9Bangla-র লাইভ আপডেটে সকলকে স্বাগত। নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে শুরু উদ্বোধনী অনুষ্ঠান। এর পর ৭.৩০ টায় টস। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি গুজরাট জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স।