
মরসুমের প্রথম অ্যাওয়ে ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স। চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে শুভমন গিলের গুজরাট টাইটান্স। কিন্তু দুর্দান্ত জয়ের ঠিক একদিন পরই গুজরাট টাইটান্স শিবিরে বড় ধাক্কা। দলের তারকা পেসার কাগিসো রাবাডা দেশে ফিরেছেন। আইপিএলে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার রেকর্ড থাকা এই অভিজ্ঞ পেসার ‘ব্যক্তিগত কারণে’ দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছেন। বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে খেলেননি রাবাডা। যদিও এর কারণ অজানাই ছিল।
গুজরাট টাইটান্সের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘কাগিসো রাবাডা একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত বিষয় সামলানোর জন্য দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছেন।’ কিন্তু কী সেই কারণ, তা জানানো হয়নি। ৩ বছর পঞ্জাবে খেলার পর এই মরসুমে গুজরাট টাইটান্সে রাবাডা। শুরু খুব একটা ভাল হয়নি। মুম্বই ইন্ডিয়ান্স ও পঞ্জাব কিংসের বিরুদ্ধে একটি করে উইকেট নিলেও প্রচুর রান খরচ করেছেন। তাঁর মতো পেসার যে কোনওদিনই ম্যাচ জেতাতে পারেন এ আর বলার অপেক্ষা রাখে না।
রাবাডাকে গত ম্যাচে পাওয়া না গেলেও সমস্যা হয়নি টাইটান্সের। মহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ এবং ইশান্ত শর্মার মতো পেসাররা রয়েছে, ভালো পারফরম্যান্সও করেছেন। তাঁর জায়গায়, বেঙ্গালুরু বিরুদ্ধে অলরাউন্ডার হিসেবে মাঠে নেমেছিলেন আর্শাদ খান। বিরাট কোহলিকে আউটও করেছিলেন। বাবাডা না ফেরা অবধি আর্শাদকেই হয়তো খেলানো হবে। বিদেশি বিকল্প হিসেবে রয়েছেন গ্লেন ফিলিপস, জেরাল্ড কোৎজেরাও। তাঁরা এখনও সুযোগ পাননি।