GT, IPL 2024: ঋষভ পন্থের মতো ভয়াবহ! বাইক দুর্ঘটনার কবলে গুজরাট টাইটান্সের কিপার

Mar 03, 2024 | 2:38 PM

Gujarat Titans: ধরমশালায় ৭ মার্চ থেকে শুরু হবে ভারত ও ইংল্যান্ডের পঞ্চম টেস্ট। তার জন্য কড়া অনুশীলন করছেন ভারতীয় তারকা ক্রিকেটার শুভমন গিল (Shubman Gill)। এ বারের আইপিএলে গুজরাট টাইটান্স টিমকে নেতৃত্ব দেবেন শুভমন গিল। ভারতীয় ক্রিকেটের মহাযজ্ঞ আইপিএল শুরু হওয়ার আগে এ বার বাইক দুর্ঘটনার কবলে পড়লেন গুজরাট টাইটান্সের কিপার।

GT, IPL 2024: ঋষভ পন্থের মতো ভয়াবহ! বাইক দুর্ঘটনার কবলে গুজরাট টাইটান্সের কিপার
GT, IPL 2024: ঋষভ পন্থের মতো ভয়াবহ! বাইক দুর্ঘটনার কবলে গুজরাট টাইটান্সের কিপার
Image Credit source: X

Follow Us

কলকাতা: দরজায় কড়া নাড়ছে ভারতের কোটিপতি ক্রিকেট লিগ আইপিএল (IPL)। কমবেশি ১০ ফ্র্যাঞ্চাইজি নিজেদের মতো করে নেমে পড়েছে আইপিএলের প্রস্তুতিতে। যে সকল ভারতীয় ক্রিকেটাররা ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যস্ত তাঁরা অবশ্য আইপিএলের প্রস্তুতি এখনও শুরু করেননি। ধরমশালায় ৭ মার্চ থেকে শুরু হবে ভারত ও ইংল্যান্ডের পঞ্চম টেস্ট। তার জন্য কড়া অনুশীলন করছেন ভারতীয় তারকা ক্রিকেটার শুভমন গিল (Shubman Gill)। এ বারের আইপিএলে গুজরাট টাইটান্স (Gujarat Titans) টিমকে নেতৃত্ব দেবেন শুভমন গিল। ভারতীয় ক্রিকেটের মহাযজ্ঞ আইপিএল শুরু হওয়ার আগে এ বার বাইক দুর্ঘটনার কবলে পড়লেন গুজরাট টাইটান্সের কিপার।

IPL এর আগের বাইক দুর্ঘটনার কবলে GT কিপার

ক্রিকেটারদের দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসলেই সকলের মনে পড়ে যায় ভারতীয় তরুণ উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থের ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কথা। গুজরাটের ক্রিকেটারের দুর্ঘটনা অবশ্য ঋষভ পন্থের মতো অতটা মারাত্মক নয়। এ বারের আইপিএলের নিলামে সাড়া ফেলেছিলেন রবিন মিঞ্জ। তিনি প্রথম আদিবাসী ক্রিকেটার, যিনি আইপিএলে টিম পেয়েছেন। শীঘ্রই তাঁর গুরজাট শিবিরে যোগ দেওয়ার কথা ছিল। এ বার তিনিই এক বাইক দুর্ঘটনার কবলে পড়লেন। ঝাড়খন্ডের উইকেটকিপার ব্যাটার রবিন মিঞ্জ সুপারবাইক কাওয়াসাকি চালাচ্ছিলেন। জানা গিয়েছে, তাঁর বাইকের সঙ্গে অন্য একটি বাইকের ধাক্কা লাগে। যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন রবিন। তাতেই ঘটে দুর্ঘটনা। শোনা যাচ্ছে, ডান হাঁটুতে চোট পেয়েছেন রবিন।

গুজরাট টাইটান্স এ বারের আইপিএলের নিলামে ২১ বছর বয়সী রবিনকে ৩.৬০ কোটি টাকায় টিমে নিয়েছে। তাঁর বাবা ফ্রান্সিস মিঞ্জ ছেলের দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। জানা গিয়েছে, রবিনের আঘাত গুরুতর নয়। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তাঁকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিউজ ১৮-কে রবিন মিঞ্জের বাবা বলেছেন, ‘একটা অন্য বাইকের সঙ্গে ধাক্কা লাগায় ও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। এই মুহূর্তের চিন্তার কিছু নেই। ও আপাতত পর্যবেক্ষণে রয়েছে।’

রবিনের চোট কতটা গুরুতর তা জানার অপেক্ষায় গুজরাটের অনুরাগীরা। তিনি উইকেটকিপার ব্যাটার। ফলে রবিনের যদি হাঁটুতে গুরুতর চোট লেগে থাকে তা হলে এ বারের আইপিএলে তাঁর খেলা হয়তো হয়ে উঠবে না। আপাতত গুজরাটের অনুরাগীরা রবিনের দ্রুত আরোগ্য কামনা করছেন।

Next Article