
কলকাতা: আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স (Gujarat Titans) এ বছর নতুন উদ্যমে নামবে। শুভমন গিল এ বার গুজরাটের নেতা। আসন্ন আইপিএলে ২৪ মার্চ সফর শুরু করবে গত বারের রানার্স গুরজাট। কিন্তু ভারতের কোটিপতি লিগ শুরু হওয়ার ১৩দিন আগে হঠাৎ করে শুভমনের টিমে বিরাট ধাক্কা। প্রথম ২টো ম্যাচে দলের এক তারকা ক্রিকেটারকে পাবে না গুজরাট। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের জমানায় ঘরোয়া ক্রিকেটকে অনেক ক্রিকেটারই গুরুত্ব কম দেন। কেউ কেউ আবার উল্টো পথেও হাঁটেন। তেমনই এক ক্রিকেটার হলেন অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েড (Matthew Wade)।
এ বারের আইপিএলের প্রথম ২টো ম্যাচে বিশ্বজয়ী ম্যাথু ওয়েডের সার্ভিস পাবে না গুজরাট টাইটান্স। আপাতত আইপিএলের যে সূচি প্রকাশ হয়েছে, তাতে ৫টি ম্যাচ রয়েছে গুজরাটের। প্রথম দুই ম্যাচ যথাক্রমে ২৪ ও ২৬ মার্চ। আপাতত শোনা যাচ্ছে এই দুই ম্যাচ খেলতে পারবেন না ম্যাথু ওয়েড। অজি উইকেটকিপার ব্যাটার আইপিএলের থেকে এগিয়ে রাখলেন শেফিল্ড শিল্ডকে। শেফিল্ড শিল্ডের প্রাথমিক পর্বের ম্যাচ এখনও শেষ হয়নি। তবে ফাইনাল খেলা নিশ্চিত তাসমানিয়ার। এই ফাইনাল হবে ২১-২৫ মার্চ। তাসমানিয়া টিমের সদস্য ম্যাথু ওয়েড। তাই তিনি শেফিল্ড শিল্ডের ফাইনাল খেলে ভারতে আসবেন। যার ফলে গুজরাট এ বারের আইপিএলের প্রথম দুটো ম্যাচে ওয়েডকে ছাড়াই খেলবে।
ম্যাথু ওয়েডকে নিয়ে উচ্ছ্বসিত তাসমানিয়ার হেড কোচ জেফ ভন। তিনি বলেন, ‘ও ওর আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলেছে এবং ওরা খুশি হয়েই তাঁকে এখানে থাকতে দিচ্ছে। যার ফলে হয়তো ও গুজরাটের প্রথম ম্যাচটিতে খেলবে না। ওয়েডের মতো অভিজ্ঞ ও এমন একজন ক্রিকেটারকে মরসুমের শেষ দিকে পাওয়া আমাদের জন্য দারুণ সৌভাগ্যের।’
উল্লেখ্য, ২০২২ সালের আইপিএলের নিলামে ম্যাথু ওয়েডকে ২ কোটি ৪০ লক্ষ টাকায় নিয়েছিল গুজরাট। যে বছর গুজরাট চ্যাম্পিয়ন হয়েছিল অর্থাৎ ২০২২ সালে ওয়েড ১০টি ম্যাচে খেলেছিলেন। গত আইপিএলে তিনি মাত্র ৩ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। ফলে আসন্ন আইপিএলে তাঁকে গুজরাটের একাদশে ক’টি ম্যাচে দেখা যায় সেদিকেও নজর থাকবে।