
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম জনপ্রিয় টিম রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু। এর অন্যতম কারণ, বিরাট কোহলির উপস্থিতি। গত মরসুম অবধি বড় আক্ষেপ ছিল আইপিএল জিততে না পারার। অবশেষে ১৮তম সংস্করণে আরসিবির ১৮ নম্বর জার্সির কিংবদন্তি ট্রফি জেতেন। যদিও সেই রাতের পরই অন্ধকার। আইপিএল ফাইনাল হয়েছিল আমেদাবাদে। পঞ্জাব কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আরসিবি। আনন্দে কান্নায় ভেঙে পড়েছিলেন বিরাট কোহলি। জানিয়েছিলেন, অপেক্ষায় রয়েছেন বেঙ্গালুরুতে সেলিব্রেশনের। কিন্তু সেই সেলিব্রেশন যে আতঙ্কের পরিস্থিতি তৈরি করবে, তা হয়তো ভাবেননি।
ফাইনালের পরদিন বেঙ্গালুরুতে পৌঁছয় চ্যাম্পিয়ন আরসিবি টিম। আর সেখানেই ভয়ঙ্কর কাণ্ড। লাখো সমর্থকের ভিড়ে পদপিষ্টে প্রাণ হারান অনেক ক্রিকেট প্রেমী। আহত হন আরও অনেকেই। প্রশ্ন ওঠে আরসিবিকে নিয়ে। এই ঘটনার পরও চিন্নাস্বামী স্টেডিয়ামে সেলিব্রেশন বন্ধ হয়নি। একরাশ শূন্যতা নিয়েই বেঙ্গালুরু ছেড়েছিলেন বিরাট কোহলিরা। এ বার সেই ঘটনা নিয়ে মুখ খুললেন আরসিবির কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি।
আরসিবির তরফে এক্স হ্যান্ডলে বিরাটের মন্তব্য পোস্ট করা হয়েছে। বিরাট কোহলি বলেছেন, ‘যে ঘটনা ৪ জুন হয়েছিল, তেমন কিছুর জন্য় জীবনে এমন কোনও প্রস্তুতি সম্ভব নয়। আমাদের জন্য যা সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হয়ে উঠতে পারত কিন্তু সবচেয়ে হতাশার মুহূর্ত হয়ে দাঁড়ায়।’
“Nothing in life really prepares you for a heartbreak like June 4th. What should’ve been the happiest moment in our franchise’s history… turned into something tragic. I’ve been thinking of and praying for the families of those we lost… and for our fans who were injured. Your… pic.twitter.com/nsJrKDdKWB
— Royal Challengers Bengaluru (@RCBTweets) September 3, 2025
বিরাট আরও যোগ করেন, ‘সেই ঘটনা নিয়ে অনেক ভেবেছি। সেই পরিবার নিয়ে যাঁরা আপনজনকে হারিয়েছেন। যে সমর্থকরা আহত হয়েছেন…। তাদের ক্ষতি এখন আমাদের সঙ্গেও জড়িয়ে। সকলে একসঙ্গে মিলে শ্রদ্ধা, ভালোবাসা, দায়বদ্ধতার সঙ্গে এগিয়ে যেতে হবে।’ সেই দুর্ঘটনার পর প্রথম বার বিরাটের থেকে এত বিস্তারিত মন্তব্য এসেছে।