
অপারেশন সিঁদুরের পর বাইশগজে আগেই মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও পাকিস্তানের। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ড লিগে গ্রুপ পর্বে নামার কথা ছিল যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন ভারতের। দলে শিখর ধাওয়ান, হরভজন সিং, ইরফান পাঠান, ইউসুফ পাঠানরাও ছিলেন। গ্রুপের ম্যাচের আগে প্রবল বিতর্ক তৈরি হয়। একে একে ভারতীয় ক্রিকেটাররা এই ম্যাচ থেকে নাম তুলে নেন। ভারত-পাকিস্তান ম্যাচ হয়নি। টুর্নামেন্টের সেমিফাইনালেও মুখোমুখি হওয়ার কথা ছিল। নকআউটের মতো ম্যাচেও পাকিস্তানকে বয়কট করেছিলেন যুবরাজ, হরভজনরা। পাকিস্তান ফাইনালে উঠেছিল। আগামী ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে ভারত-পাকিস্তান। তার আগে মুখ খুললেন দেশের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং।
এশিয়া কাপ শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর। ২৮ সেপ্টেম্বর ফাইনাল। ১০ সেপ্টেম্বর আরব আমির শাহি ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে ভারত। ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান। সুপার ফোর এবং দু-দল ফাইনালে উঠলে এশিয়া কাপে মোট তিন বার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান। নিজেরা বয়কট করেছিলেন। এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কী বলছেন হরভজন সিং?
একটি সাংবাদিক সম্মেলনে দেশের কিংবদন্তি অফস্পিনার বলেন, ‘আমাদের একটা জিনিস বুঝতে হবে, কোনটা জরুরি এবং কোনটা নয়। বিষয়টা খুব সহজ। আমার কাছে, যে সৈনিকরা সীমান্তে আমাদের রক্ষা করছেন, তাঁদের পরিবার এটাও জানে না, ফের কবে দেখা হবে। অনেকেই শহিদ হন। আর বাড়ি ফেরা হয় না। এই আত্মত্যাগ আমাদের কাছে অনেক বড় বিষয়। আর আমরা ক্রিকেট খেলা থামাতে পারব না, এটা খুবই ছোট্ট বিষয়।’