Jasprit Bumrah: হরভজন সিংয়ের মতে ‘বুমরা বোলিংয়ের বিরাট কোহলি’

Harbhajan Singh: জাতীয় দলে কামব্যাকের জন্য জসপ্রীত বুমরাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার হরভজন সিং। একইসঙ্গে তিনি আশা করছেন, বুমরা আর চোটের কবলে পড়বেন না।

Jasprit Bumrah: হরভজন সিংয়ের মতে 'বুমরা বোলিংয়ের বিরাট কোহলি'
Jasprit Bumrah: হরভজন সিংয়ের মতে 'বুমরা বোলিংয়ের বিরাট কোহলি' Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 02, 2023 | 3:43 PM

নয়াদিল্লি: একটা দীর্ঘ সময় পর জাতীয় দলে ফিরতে পারলে, সেই অনুভূতি সব সময় বিশেষ হয়। ২০২২ সালের সেপ্টেম্বরে শেষ বার জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তারপর থেকে তিনি ২২ গজের বাইরে। আসন্ন আয়ার্ল্যান্ড সিরিজে জাতীয় দলে তাঁর কামব্যাক হচ্ছে। আর টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তনে বুমরা পেয়েছেন অধিনায়কের বড় দায়িত্ব। সম্প্রতি ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং (Harbhajan Singh) দরাজ সার্টিফিকেট দিয়েছেন বুম বুম বুমরাকে। বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে বুমরার তুলনাও করেছেন ভাজ্জি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি সর্বকালের অন্যতম সেরা ব্যাটার। তাঁর ব্যাটিং নিয়ে চর্চা চলে দেশ-বিদেশে। তাই ভারতীয় ব্যাটারদের কথা উঠলেই কোহলির নাম আসে। তেমনই বোলারদের কথা উঠলে জসপ্রীত বুমরার নাম আসে। সম্প্রতি ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং তাঁর ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, তিনি মনে করেন জসপ্রীত বুমরা হলেন বোলিংয়ের বিরাট কোহলি।

জাতীয় দলে ফেরার জন্য বুমরাকে শুভেচ্ছা জানিয়ে হরভজন সিং নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘জসপ্রীত বুমরার কামব্যাক হচ্ছে। ও দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে ছিল। সকলেই ওর কামব্যাকের অপেক্ষায় ছিল। ও জাতীয় দলে ফিরল এবং অধিনায়ক হয়ে ফিরেছে। ফিট হয়ে ওঠার জন্য এবং অধিনায়কের দায়িত্ব পাওয়ার জন্য জসপ্রীতকে শুভেচ্ছা। আমি আশা করছি জস্সি (জসপ্রীত বুমরা) আর চোটের কবলে পড়বে না।’

ভাজ্জি আরও বলেন, ‘ও অনেক টুর্নামেন্ট মিস করল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলতে পারল না। এবং আরও অনেকগুলো ম্যাচে খেলতে পারেনি ও। আমি আগেও বলেছি, আজও বলছি, আমরা ব্যাটিংয়ের কথা বললে যেমন বিরাট কোহলির নাম বলি, তেমনই বোলিংয়ের বিরাট কোহলি যদি বলি সেটা জসপ্রীত বুমরা। আমার মনে হয় না, ওর চেয়ে সেরা বোলার আর কেউ আছে।’ দীর্ঘদিন মাঠের বাইরে কাটিয়ে আসন্ন আয়ার্ল্যান্ড সিরিজে বুমরা কেমন পারফর্ম করেন, সেদিকেই সকলের নজর থাকবে।

উল্লেখ্য, চলতি মাসে আয়ার্ল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। ১৮, ২০, ২৩ অগস্ট আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে জসপ্রীত বুমরার নেতৃত্বে তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত।