বাবাকে হারালেন হার্দিক-ক্রুণাল

Jan 16, 2021 | 12:05 PM

শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন হার্দিক-ক্রুণালের বাবা হিমাংশু পাণ্ডিয়া।

বাবাকে হারালেন হার্দিক-ক্রুণাল
বাবাকে হারালেন হার্দিক-ক্রুণাল। (সৌজন্যে-হার্দিক পান্ডিয়া টুইটার)

Follow Us

নয়াদিল্লি: বাবাকে হারালেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) এবং ক্রুণাল পাণ্ডিয়া (Krunal Pandya)। শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন হার্দিক-ক্রুণালের বাবা হিমাংশু পাণ্ডিয়া।

সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে বরোদা দলকে নেতৃত্ব দিচ্ছেন ক্রুণাল। বাবার মৃত্যু সংবাদ পাওয়ার পর, দলের জৈব সুরক্ষা বলয় ছেড়ে বাড়ি ফিরে যান তিনি। বরোদা ক্রিকেট সংস্থার সিইও শিশির হাতাঙ্গাদি হার্দিক-ক্রুণালের এই কঠিন সময়ে পাশে থাকার সব রকম আশ্বাস দিয়েছেন।

হার্দিক-ক্রুণালের বাবার মৃত্যুর খবর পেয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি টুইট করে শোকপ্রকাশ করেন। বিরাট লেখেন, “হার্দিক-ক্রুণালের বাবার প্রয়াণের খবর পেয়ে আমি ভীষণই দুঃখিত। ওঁর সাথে বেশ কয়েকবার কথা হয়েছিল। ভীষণই ভাল মনের মানুষ ছিলেন। ওঁর আত্মার শান্তি কামনা করি। হার্দিক-ক্রুণাল তোমরা শক্ত থেকো।”

 

 

ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানও টুইট করেন, “মোতিবাগে প্রথমবার কাকুর সঙ্গে আলাপ। আমার এখনও মনে পড়ে সেই দিন। ছেলেদের বড় ক্রিকেটার তৈরি করার স্বপ্ন দেখতেন তিনি। কাকুকে আমার শ্রদ্ধা জানাই।”

 

আরও পড়ুন: বাড়িতেও ‘ছুটি নেই’ হরমনপ্রীতদের

Next Article