AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাড়িতেও ‘ছুটি নেই’ হরমনপ্রীতদের

ভারতীয় হকি টিমের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে নতুন বিদেশি অ্যানালিস্ট।

বাড়িতেও 'ছুটি নেই' হরমনপ্রীতদের
বাড়িতেও 'ছুটি নেই' হরমনপ্রীতদের।ছবি-টুইটার।
| Edited By: | Updated on: Jan 16, 2021 | 11:14 AM
Share

বেঙ্গালুরু: টোকিও অলিম্পিক ঘিরে ধীরে ধীরে দানা বাঁধছে স্বপ্ন। দীর্ঘ দিন অলিম্পিক পদক না জেতা ভারতীয় হকি টিম এ বার সোনালি অতীত ফেরাতে মরিয়া। সেই লক্ষ্য সামনে রেখেই লকডাউনকেও দারুণ ভাবে কাজে লাগিয়েছেন হকি প্লেয়াররা। ভারতীয় টিমের ড্র্যাগ ফ্লিকার হরমনপ্রীত সিং যেমন বলেই দিয়েছেন, ‘ক্যাম্পে তো বটেই, যখন ছুটি কাটাতে বাড়ি গিয়েছি, তখনও আমাদের জন্য বরাদ্দ থাকত কোচের ট্রেনিং সিডিউল। যেটা নিয়ম করে মেনেছি আমরা। যাতে ফিটনেস নিয়ে কোনও সমস্যা না হয়।’

বিশ্ব হকিতে দুটো জায়গায় ভারত বরাবর পিছিয়ে পড়েছে। পাল্টা আক্রমণ আর ডিফেন্স। এই দুটো জায়গা নিয়েই দীর্ঘদিন কাজ করছেন কোচ গ্রাহাম রিড। তাঁর কোচিংয়ে ভারতীয় টিম আগ্রাসী হকিতেই অভ্যস্ত এখন। করোনা পরবর্তী হকি দুনিয়ায় পা দিয়ে এই ছন্দটাই তুলে ধরতে চাইছেন কোচ।

আরও পড়ুন:নেভিলের গোলে হার বাঁচাল লাল-হলুদ

রিড যেমন আছেন, তেমনই ভারতীয় টিমের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে নতুন বিদেশি অ্যানালিস্ট। টিমের সঙ্গে ভিডিয়ো মিটিংয়ের সময় যিনি পরিষ্কার করে দিয়েছেন নিজের চাহিদা। গ্রেগ ক্লার্ককে নিয়ে হরমনপ্রীত বলেই দিচ্ছেন, ‘উনি নিজের লক্ষ্যটা পরিষ্কার করে দিয়েছেন। পাশাপাশি, আগামী কয়েক সপ্তাহে আমাদের কাছে কী চাইছেন, তাও বলে দিয়েছেন। সেই মতো আমরা নিজেদের তৈরি করছি।’