India vs West Indies: মেন ইন ব্লু-র মিশন মায়ামি! আমেরিকায় পৌঁছে গেলেন হার্দিক-সূর্যরা

IND vs WI, T20: শনিবার, ১২ অগস্ট ভারত-ওয়েস্ট ইন্ডিজ ৫ ম্যাচের টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচ। যা হবে ফ্লোরিডায়।

India vs West Indies: মেন ইন ব্লু-র মিশন মায়ামি! আমেরিকায় পৌঁছে গেলেন হার্দিক-সূর্যরা
India vs West Indies: মেন ইন ব্লু-র মিশন মায়ামি! আমেরিকায় পৌঁছে গেলেন হার্দিক-সূর্যরা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 10, 2023 | 4:05 PM

মায়ামি: ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়নি, কিন্তু টিম ইন্ডিয়ার ক্যারিবিয়ান সফর শেষ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার এখনও ৫ ম্যাচের টি-২০ (T20) সিরিজের শেষ ২টি ম্যাচ বাকি রয়েছে। কিন্তু সেই ২টি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হবে না। ভারত-ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) টি-টোয়েন্টি সিরিজের শেষ ২ ম্য়াচ হবে ফ্লোরিডায়। তার আগে মায়ামিতে পৌঁছে গেল হার্দিক অ্যান্ড কোং। বিসিসিআইয়ের (BCCI) পক্ষ থেকে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তাদের দেশের মাটিতে ভারত শেষ টি-২০ ম্যাচ জিতে সিরিজে টিকে রয়েছে। কারণ, প্রথম ২টি টি-২০ ম্যাচে হারতে হয়েছিল হার্দিক-সূর্যদের। তৃতীয় ম্যাচ তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ভারতের জন্য। এই ম্য়াচ জেতার পর আপাতত সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। নিকোলাস পুরানদের বিরুদ্ধে বাকি ২ টি-২০ ম্যাচ জিততে পারলে টেস্ট এবং ওডিআই সিরিজের মতো টি-২০ সিরিজের ট্রফিও আসবে ভারতে।

মায়ামিতে ভারতীয় দলের পৌঁছনোর ভিডিয়ো শেয়ার করে বিসিসিআই ক্যাপশনে লিখেছে, ‘টাচডাউন মায়ামি।’

আজ, বৃহস্পতিবার সূর্যকুমার যাদব-তিলক ভার্মারা মায়ামিতে পৌঁছেছেন বলে, শুক্রবার তাঁদের অপশনাল ট্রেনিং সেশন (অর্থাৎ ঐচ্ছিক অনুশীলন) রাখা হয়েছে। ফ্লোরিডায় ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাকি থাকা ২টি ম্যাচ দেখতে ক্রিকেট প্রেমীরা যে ভিড় জমাবেন, এমনটা মনে করছে ক্রিকেট মহল। কারণ, কিছু দিন আগেই আমেরিকার ক্রিকেট প্রেমীরা সাক্ষী থেকেছে মেজর লিগ ক্রিকেট টুর্নামেন্টের। সেই টুর্নামেন্ট উপভোগ করতে স্টেডিয়ামে এসেছিলেন প্রচুর সমর্থকরা। সেই ছবিই দেখা যেতে পারে ভারত-ওয়েস্ট ইন্ডিজের ২টি টি-২০ ম্যাচেও।

ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া-সহ একাধিক দলের একাধিক ক্রিকেটার মায়ামি পৌঁছে যাওয়ার পর তাঁদের ইন্সটাগ্রামে ছবি-ভিডিয়ো শেয়ার করেছেন।

Hardik Pandya, Yuzvendra Chahal and Suryakumar Yadav's instagram story screenshot

হার্দিক পান্ডিয়ার ইন্সটাগ্রাম স্টোরি, যুজবেন্দ্র চাহালের ইন্সটাগ্রাম স্টোরি এবং সূর্যকুমার যাদবের ইন্সটাগ্রাম স্টোরি (বাম দিক থেকে)।