IPL 2022: প্রত্যাবর্তনের মঞ্চে বিধ্বংসী হার্দিক বিশ্বজয়ের স্বপ্ন দেখাচ্ছেন
Hardik Pandya: এই আইপিএলে শুরু থেকেই সেই চেনা হার্দিককে দেখা গিয়েছে। ব্যাটিং-বোলিং অলরাউন্ড পারফরম্যান্সে মুগ্ধ করেছেন। জাতীয় দলে ফের নিজের জায়গা ছিনিয়ে নিয়েছেন। একেই তো বলে রাজকীয় প্রত্যাবর্তন।
কৌস্তভ গঙ্গোপাধ্যায়
প্রত্যাবর্তন কাকে বলে? এই আইপিএলটা (IPL 2022) হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) প্রত্যাবর্তনের মঞ্চ হয়ে থাকল। ঠিক যেন ৩ বছর আগের হার্দিক। কোমরের চোটে একটা সময় কেরিয়ার শেষ হয়ে যাচ্ছিল। গত টি-২০ বিশ্বকাপেও আনফিট হার্দিককে খেলানো নিয়ে কম সমালোচনার ঝড় বয়নি। যে ছেলেটা মুম্বই ইন্ডিয়ান্সের সেরা অস্ত্র ছিল, তাঁকেই নিলামের আগে ছেড়ে দেয় মুম্বই। বড় খেলোয়াড়রা সব সময় প্রত্যাবর্তনের মঞ্চ খুঁজে নেয়। হার্দিকও তেমন। গুজরাত আস্থা রেখেছিল, তার দাম দিলেন ক্যাপ্টেন পান্ডিয়া। ভারতীয় দলের ভবিষ্যতের নেতা হিসেবে ভাবা হচ্ছে তাঁকে।
এই আইপিএলে শুরু থেকেই সেই চেনা হার্দিককে দেখা গিয়েছে। ব্যাটিং-বোলিং অলরাউন্ড পারফরম্যান্সে মুগ্ধ করেছেন। জাতীয় দলে ফের নিজের জায়গা ছিনিয়ে নিয়েছেন। একেই তো বলে রাজকীয় প্রত্যাবর্তন। দলের সংকটে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। হার্দিক ফিরে এসেছেন সম্পূর্ণ রূপে।
অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপ। হার্দিকের বিকল্প হিসেবে দেখা হচ্ছিল ভেঙ্কটেশ আইয়ারকে। কিন্তু হার্দিক বোঝালেন তাঁর বিকল্প একমাত্র তিনিই।
ফাইনালের মঞ্চে আরোও বিধ্বংসী হয়ে উঠলেন। ৪-০-১৭-৩। এটা ফাইনালে হার্দিকের বোলিং ফিগার। ঝুলিতে বাটলার, সঞ্জু স্যামসন, শিমরন হেটমেয়ার তিন বিগ হিটারের উইকেট। রাজস্থানের ব্যাটিং মেরুদণ্ডকে একার হাতে গুড়িয়ে দিলেন। প্রত্যাবর্তনের আইপিএলে বিধ্বংসী হার্দিকই বিশ্বসেরা হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন। শুধু তাই নয়, পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে যখন প্রবল চাপে টিম, তখন নেতার মতোই সামনে থেকে লড়াই করলেন। ৩০ বলে ৩৪ রানের দুরন্ত ইনিংস খেলে গেলেন। তাতেই কেটে যায় চাপ। হার্দিকের জন্যই মোতেরায় রাজস্থানকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স।