IPL 2022: নেটে বোলিং শুরু করেছেন হার্দিক, বলছেন গুজরাতের বোলিং কোচ
কুড়ি-বিশের এই লিগ থেকেই তিনি নতুন করে ঘুরে দাঁড়াতে চাইছেন তিনি। চলতি বছরেই অক্টোবর মাসে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতীয় টিমে ফিরতে হলে তাঁকে দুরন্ত পারফর্ম করতে হবে।

আমেদাবাদ: আইপিএলের (IPL) মাস দেড়েক আগে ভালো খবর গুজরাত টাইটান্সের (Gujarat Titans) কাছে। নেটে বোলিং শুরু করেছেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। চোটের কারণে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর ক্রিকেট মাঠে দেখা যায়নি বরোদার অলরাউন্ডারকে। ভারতীয় টিম থেকেও বাদ পড়েছেন। তাঁর চোট ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। সেই হার্দিক এ বার পুরোমাত্রায় ফিরতে চলেছেন আইপিএলে। কুড়ি-বিশের এই লিগ থেকেই তিনি নতুন করে ঘুরে দাঁড়াতে চাইছেন তিনি। চলতি বছরেই অক্টোবর মাসে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতীয় টিমে ফিরতে হলে তাঁকে দুরন্ত পারফর্ম করতে হবে। তবে ব্যাটে যত না সাফল্য দেখতে চাইবেন নির্বাচকরা, তার থেকে অনেক বেশি বোলার হার্দিককে দেখার জন্য মুখিয়ে আছেন তাঁরা।
টাইটান্সের বোলিং কোচ আশিস কাপুর বলেছেন, ‘গত কয়েক মাস আমি বাহরিনে ছিলাম। ওদের জাতীয় টিমে কোচিং করাচ্ছিলাম। সেই কারণে নেহরা ওর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল। ওর উপর ফ্র্যাঞ্চাইজি কর্তাদের প্রচুর আস্থা। নেহরার কাছেই শুনেছি, ও নেটে বোলিং শুরু করেছে। ভালোই বোলিং করছে। সেই সঙ্গে চমৎকার ব্যাটিংও করছে। ও যদি ব্যাট-বল করতে পারে, টিমের কাছে কিন্তু দারুণ অ্যাডভান্টেজ হবে।’
হার্দিক রঞ্জি টিম থেকে সরিয়ে নিয়েছেন নিজেকে। লাল বলের ক্রিকেটে আর সে ভাবে ফোকাস করতে চান না, তাঁর ঘনিষ্ঠমহল থেকেও বলা হচ্ছে। সাদা বলের ক্রিকেটেই চোখ তাঁর। হার্দিক নিজেও জানেন, ভারতীয় টিমে ফিরতে হলে তাঁকে বল হাতে সফল হতেই হবে। সেই কারণে আইপিএলের আগেই নিজেকে তৈরি করে ফেলতে চান। শুধু তাই নয়, অন্য চ্যালেঞ্জও অপেক্ষা করে রয়েছে তাঁর জন্য। নতুন টিম হিসেবে আইপিএলে পা দিয়েছে গুজরাত। হার্দিক ক্যাপ্টেন হিসেবে টিমকে কেমন সাফল্য দিতে পারেন, সে দিকেও তাকিয়ে থাকবেন টিমের মালিকরা। ভালো টিমও দেওয়া হয়েছে তাঁকে।
প্রাক্তন ভারতীয় বোলার আশিস কাপুর বলছেন, ‘ভারতীয় ক্রিকেটে খুব বেশি অলরাউন্ডার নেই। হার্দিকের মানের অলরাউন্ডার যদি কোনও টিমে থাকে, তাদের কাছে কিন্তু এটা একটা বিরাট সুবিধা। সেই অ্যাডভান্টেজ যে কোনও টিম নিতে চাইবে।’
আরও পড়ুন: IPL 2022 Auction: দেখে নিন আইপিএলের নিলামের শেষে কোন পাঁচ ক্রিকেটারের বেতন কমল





