Viral Video: বাবাকে ছেড়ে যেতে ভীষণ কষ্ট! হাউহাউ করে কান্না হার্দিক-পুত্রের

Jul 20, 2024 | 6:28 PM

Hardik Pandya: কয়েকদিন আগেও হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্তানকোভিচের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। আর অবশ্য কোনও গুঞ্জন নয়। দু'জনই বলে দিয়েছেন, তাঁরা আলাদা হচ্ছেন। ৩০ জুলাই তাঁদের ছেলের জন্মদিন। এ বার জন্মদিনে অগস্ত্য শুধু হয়তো মায়ের সঙ্গই পাবে।

Viral Video: বাবাকে ছেড়ে যেতে ভীষণ কষ্ট! হাউহাউ করে কান্না হার্দিক-পুত্রের
Viral Video: বাবাকে ছেড়ে যেতে ভীষণ কষ্ট! হাউহাউ করে কান্না হার্দিক-পুত্রের
Image Credit source: Hardik Pandya X

Follow Us

কলকাতা: হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও নাতাশা স্তানকোভিচ আলাদা হয়েছেন। ১৮ জুলাই তাঁরা ডিভোর্সের খবর প্রকাশ্যে আনেন। এই পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই সকলের মনে একটা প্রশ্ন এসেছে। তাঁদের ছেলে অগস্ত্যর দায়িত্ব কে নেবেন? দেশের তারকা অলরাউন্ডার জানিয়ে দিয়েছেন, তিনি ও নাতাশা দু’জন মিলে ছেলে অগস্ত্যকে বড় করে তুলবেন। আর ১০ দিন পর হার্দিক-নাতাশার ছেলে অগস্ত্যর জন্মদিন। এ বারের জন্মদিনটা অগস্ত্য মায়ের সঙ্গে হয়তো সার্বিয়াতেই কাটাবে। বিচ্ছেদের খবর ঘোষণা করার আগে ছেলেকে নিয়ে সার্বিয়ায় গিয়েছেন নাতাশা। ছোট অগস্ত্যর কি বাবাকে ছেড়ে যাওয়ার ইচ্ছে ছিল? সোশ্যাল মিডিয়ায় তার এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে অগস্ত্য কাঁদছে। নেটিজ়েনদের মতে, বাবাকে ছেড়ে যেতে নারাজ অগস্ত্য।

কয়েকদিন আগেও হার্দিক ও নাতাশার বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। আর অবশ্য কোনও গুঞ্জন নয়। দু’জনই বলে দিয়েছেন, তাঁরা আলাদা হচ্ছেন। ৩০ জুলাই তাঁদের ছেলের জন্মদিন। এ বার জন্মদিনে অগস্ত্য শুধু হয়তো মায়ের সঙ্গই পাবে। তার বয়স মাত্র ৪। এ বার ৫এ পা দেবে। এতটুকু বয়সে মা-বাবার বিচ্ছেদ হওয়ায় তার জীবনেও ঝড় বয়ে গেল, এ কথা অস্বীকার করার জায়গা নেই।

ছেলে অগস্ত্যকে হার্দিক ও নাতাশা দু’জনই খুব ভালোবাসে। তাই তাঁরা আলাদা হলেও ছেলেকে মা-বাবা দু’জনের ভালোবাসা থেকে বঞ্চিত করছেন না। তবে অগস্ত্যর হয়তো বাবাকে ছেড়ে সার্বিয়ায় যাওয়ার ইচ্ছে ছিল না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, এয়ারপোর্টে দাঁড়িয়ে হাউহাউ করে কাঁদছে অগস্ত্য। নেটিজ়েনরা সেই ভিডিয়োর কমেন্টে লিখেছেন, ‘হার্দিকের কষ্ট আমরা বুঝতে পারছি।’ একজন লিখেছেন, ‘বাচ্চাটা যেতে চাইছে না।’ আর একজন লিখেছেন, ‘হয়তো কয়েক দিন হার্দিক ওর বাচ্চার সঙ্গে দেখা করতে পারবে, তারপর ও (নাতাশা) সেটাও বন্ধ করে দেবে।’

Next Article