PSL 2023: যেন বিশ্বকাপ জিতেছে! ওয়াঘা বর্ডারে পিএসএল ট্রফি, ক্রিকেটাররা ঠুকলেন স্যালুট

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Mar 25, 2023 | 7:23 PM

PSL trophy at Wagah Border: পিএসএল ট্রফি নিয়ে আদিখ্যেতার শেষ নেই পাকিস্তানের। ট্রফি পৌঁছে গেল ভারত-পাকিস্তান সীমান্ত ওয়াঘা বর্ডারে!

PSL 2023: যেন বিশ্বকাপ জিতেছে! ওয়াঘা বর্ডারে পিএসএল ট্রফি, ক্রিকেটাররা ঠুকলেন স্যালুট
Image Credit source: Twitter

Follow Us

ইসলামাবাদ: পাকিস্তান সুপার লিগ ট্রফি (PSL 2023) জিতেছে নাকি ভারতকে হারিয়ে বিশ্বকাপ, ধরতে পারবেন না। কিছুদিন আগেই শেষ হয়েছে পাকিস্তান সুপার লিগ। পিএসএল-এর অষ্টম সংস্করণ জিতে নিয়েছে লাহোর কলন্দর্স টিম। শাহিন আফ্রিদির নেতৃত্বাধীন দল মুলতান সুলতানকে শেষ বলের থ্রিলারে হারিয়ে ১ রানে ম্যাচ জিতে নেয় লাহোর। এই প্রথমবার কোনও টিম টানা দ্বিতীয়বার পিএসএল ট্রফি জিতল। তা পিএসএল ট্রফি জিতেছে বলে আনন্দ উচ্ছ্বাস করাটা স্বাভাবিক। কিন্তু লাহোর কলন্দর্স (Lahore Qalandars) টিম যা করল তা বাড়াবাড়ি ব্যতিত কিছুই নয়। ট্রফি নিয়ে ওয়াঘা বর্ডারে যাওয়া, সীমান্তের ওপারে দাঁড়িয়ে ভারতের পতাকাকে পিছনে রেখে ফোটোসেশন, স্যালুট ট্যালুট ঠুকে একাকার। শুধু ভারতীয়দের নয়, এসব দৃষ্টিকটূ লেগেছে খোদ পাকিস্তানের নাগরিকদের। বিস্তারিত TV9 Bangla-য়।

লাহোর কলন্দর্স টিমের হয়ে খেলছেন পাকিস্তানের জোরে বোলার হ্যারিস রউফ। লাহোর কলন্দর্স টিমের মালিককে নিয়ে ট্রফি হাতে রউফ পৌঁছে যান ভারত-পাকিস্তান সীমান্ত ওয়াঘা বর্ডারে। সঙ্গে ছিলেন পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিম। সবাই মিলে একসঙ্গে ট্রফি নিয়ে পোজ দেন। ছবি তোলেন। প্রচুর মানুষের ভিড় জমেছিল। লাহোর কলন্দর্সের তরফে বেশ কিছু ছবি, ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে। ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ব্যপক ভাইরাল। ভারতের পতাকাকে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবিগুলি দেখে ভারতীয়রা ক্ষুব্ধ। ব্যপক ট্রোল হচ্ছে লাহোর কলন্দর্স এবং পাকিস্তান ক্রিকেট। পাকিস্তানিরাও এমন লোক দেখানো কাজে বিরক্ত। একজন পাক নাগরিক লিখেছেন, “মনে হচ্ছে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে। তাই এত আয়োজন।”

উদ্ভট কাণ্ডকারখানার জন্য লাহোর কলন্দর্স টিম বিখ্যাত। পিএসএল ট্রফি জয়ের পর টুর্নামেন্ট জুড়ে ভালো পারফর্ম করা ক্রিকেটারদের পুরস্কৃত করে দলটি। এদিকে পুরস্কারের বহর দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। ক্রিকেটারদের আর্থিক পুরস্কারের পরিবর্তে জমি দিয়েছে লাহোর কলন্দর্স টিম। কেউ পেয়েছেন আইফোন ১৪। সোশ্যাল মিডিয়ায় হাসির রোল ওঠে। ওই ঘটনার পর এ বার বিশ্বকাপ জয়ের ভঙ্গিতে ওয়াঘা বর্ডারে গিয়ে নিজেদের হাসির খোরাক করে ফেলল দলটি।

Next Article