AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Harry Brook: চারে চার! পাকিস্তানের পিচে যেন পায়ে প্যাডেল লাগিয়ে খেললেন হ্যারি ব্রুক

Test Cricket: পাকিস্তানের বিরুদ্ধে মুলতানে ১১৮টি বলে তিন অঙ্কের রানে পৌঁছান হ্যারি। তাতে ছিল ৮টি বাউন্ডারি ও ২টি গগনচুম্বী ছক্কা। ২০২২ সালে পাকিস্তান সফরে যে বিধ্বংসী ছন্দে ব্যাটিং করেছিলেন হ্যারি, সেটাই যেন এ বারও ধরে রেখেছেন।

Harry Brook: চারে চার! পাকিস্তানের পিচে যেন পায়ে প্যাডেল লাগিয়ে খেললেন হ্যারি ব্রুক
চারে চার! পাকিস্তানের পিচে যেন পায়ে প্যাডেল লাগিয়ে খেললেন হ্যারি ব্রুকImage Credit: X
| Updated on: Oct 09, 2024 | 5:42 PM
Share

কলকাতা: পাকিস্তানের মাটিতে ধুমধাড়াকা ব্যাটিং তাঁর বেশ পছন্দের। এ কথা শুধু মুখে নয়, পরিসংখ্যান দিয়ে প্রমাণ করা যাবে। এই নিয়ে পাকিস্তানে মোট ৪টি টেস্ট খেললেন হ্যারি ব্রুক (Harry Brook)। যার মধ্যে মুলতান টেস্ট (Test) আপাতত চলছে। আর সেখানে শান মাসুদের দলের বিরুদ্ধে শতরান হাঁকিয়েছেন ব্রুক। পাকিস্তান যেন তাঁর অন্যতম পছন্দের প্রতিপক্ষ। আর সে দেশের মাটিতে তিনি বুক চিতিয়ে এই নিয়ে টানা চারটে শতরান করলেন। বছর দুয়েক আগে টেস্টে অভিষেক হয়েছে হ্যারি ব্রুকের। কেরিয়ারের ১৯তম টেস্ট খেলছেন তিনি। এর মধ্যে ৬টি শতরান নিজের নামে করেছেন।

মুলতানে ভুরি ভুরি রান উঠছে। আবদুল্লা শফিক (১০২), শান মাসুদ (১৫১) ও সলমন আলি আঘা (১০৪ নট আউট) এই তিন পাক ক্রিকেটার শতরান করেছেন ইংল্যান্ডের বিরুদ্ধে। আর ইংলিশ ব্রিগেড থেকে আপাতত জো রুট ও হ্যারি ব্রুক মুলতানে শতরান করেছেন। পাকিস্তানের মাটিতে বিদেশি ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি হাঁকানোর তালিকায় এতদিন ছিলেন অরবিন্দ ডি সিলভা (১৭ ইনিংস) ও মোহিন্দর অমরনাথ (১৮ ইনিংস)। তাঁদের থেকে কম ইনিংসে ৪টি সেঞ্চুরি করেছেন হ্যারি (৬ ইনিংস)।

পাকিস্তানের বিরুদ্ধে মুলতানে ১১৮টি বলে তিন অঙ্কের রানে পৌঁছান হ্যারি। তাতে ছিল ৮টি বাউন্ডারি ও ২টি গগনচুম্বী ছক্কা। ২০২২ সালে পাকিস্তান সফরে যে বিধ্বংসী ছন্দে ব্যাটিং করেছিলেন হ্যারি, সেটাই যেন এ বারও ধরে রেখেছেন। একে মুলতানে ব্যাটিং সহায়ক পিচ, তাঁর উপর হ্যারি ব্রুক ছন্দে। দুটোতে মিলেমিশে একেবারে জমে গিয়েছে। এই প্রতিবেদন প্রকাশিত হওয়া অবধি, ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুটের সঙ্গে জুটি বেঁধে ইংল্যান্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছেন হ্যারি ব্রুক।