Harry Brook: নাইট-বধের আনন্দ, নববর্ষের প্রাক্কালে রসগোল্লায় হামলে পড়লেন হ্য়ারি
IPL 2023: সেঞ্চুরি ও দল সানরাইজার্স হায়দরাবাদের জয়ের পরই এক বাটি রসগোল্লার (Rosogolla) সামনে বসিয়ে দেওয়া হয় ব্রুককে।
কলকাতা: আইপিএলে তাঁর প্রথম সেঞ্চুরি। এ বারের আইপিএলে (IPL 2023) প্রথম সেঞ্চুরি। একইসঙ্গে কলকাতা নাইট রাইডার্সকে ২৩ রানে হারানোর আনন্দ। কলকাতায় থাকবেন, আর এমন খুশির দিনে মিষ্টিমুখ হবে না তা হতেই পারে না। বাঙালি নববর্ষের প্রাক্কালে কলকাতার রসগোল্লায় মজে গেলেন হ্যারি ব্রুক (Harry Brook)। ইডেন গার্ডেন্সে এসে সব সমালোচনার জবাব দিয়ে গিয়েছেন ইংলিশ ক্রিকেটার। তাঁর ৫৫ বলে শতরানের ইনিংসকে কুর্নিশ জানিয়েছে ইডেনের জনতা। এমন পরিবেশ দেখে মুগ্ধ ব্রুক। সেঞ্চুরি ও দল সানরাইজার্স হায়দরাবাদের জয়ের পরই এক বাটি রসগোল্লার (Rosogolla) সামনে বসিয়ে দেওয়া হয় ব্রুককে। ক্রিকেটের নন্দন কাননে নাইট বোলারদের পিটিয়ে মনের সুখ করেছেন। রসগোল্লার স্বাদ কি তার চেয়েও ভালো? মুখে পুরতেই প্রশংসায় ঘাড় নাড়লেন। বিস্তারিত Tv9 Bangla–র এই প্রতিবেদনে।
তাঁকে দলে নিতে ১৩.২৫ কোটি টাকা ঢেলেছে সানরাইজার্স হায়দরাবাদ। অথচ মনের মতো পারফর্ম করতে পারছিলেন না। দর রয়েছে, ফর্ম নেই- কটাক্ষ শুনতে হয়েছে হ্যারি ব্রুককে। প্রাইস ট্যাগের চাপ তো ছিলই। প্রথম দিকের ম্য়াচগুলিতে ব্রুককে মিডল অর্ডারে খেলায় সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু রান পাচ্ছিলেন না। ঘরের মাঠে শেষ ম্য়াচে অবশেষে ওপেনিংয়ে পাঠানো তাঁকে। তাতেও লাভ হয়নি। হ্যারি বোধহয় আইপিএলে নিজেকে মেলে ধরার জন্য ইডেন গার্ডেন্সকেই বেছে রেখেছিলেন। যে বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিত তিনি, সেটাই দেখা গিয়েছে শুক্রবারের ম্যাচে। প্রথমে ৩২ বলে অর্ধশতরানের পৌঁছন। এরপর ৫৫ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস। বার দুয়েক জীবনদান পেয়েছিলেন। সেটাকে পুরোমাত্রায় কাজে লাগিয়েছেন।
Sweet Dreams, #OrangeArmy ? pic.twitter.com/BOejlJNhmu
— SunRisers Hyderabad (@SunRisers) April 14, 2023
ইডেনের পরিবেশ মুগ্ধ করেছে হ্যারিকে। এখানকার দর্শক সম্পর্কে শুনেছিলাম, এ বার দেখেও নিলেন। ব্রুকের কথায়, “‘ইডেনের পরিবেশে আমি মুগ্ধ। এই রাতটা আমার কাছে স্পেশাল। ম্যাচ জেতায় আরও ভালো লাগছে। অনেকেই বলে এই মাঠ ব্য়াটিংয়ের জন্য় সেরা জায়গা। টিমের প্রত্য়াশা পূরণ করতে পেরে ভালো লাগছে। আমার সেরা পারফরম্যান্সের তালিকায় এই ইনিংসও থাকবে।” তাঁর আরও সংযোজন, “ইনিংসে বরুণ চক্রবর্তীর একটা ডেলিভারি খেলছিলাম, গ্যালারি হঠাৎ গর্জন করে উঠল। প্রথম দিকের ম্যাচগুলিতে আমি হয়তো বাড়তি চাপ নিয়ে ফেলছিলাম।”