Harshit Rana: মুম্বইয়ে টেস্ট অভিষেকের অপেক্ষায় হর্ষিত রানা! অজি সফরের আগে ট্রায়াল?

Oct 29, 2024 | 3:36 PM

IND vs NZ: সদ্য অসমের বিরুদ্ধে দিল্লির জার্সিতে রঞ্জি ট্রফির ম্যাচে প্রথম ইনিংসে ফাইফার নিয়েছিলেন হর্ষিত রানা। ব্য়াট হাতে করেছিলেন ৫৯ রান। আর দ্বিতীয় ইনিংসে তিনি নেন ২ উইকেট। ছন্দে রয়েছেন তিনি। ফলে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে রানার মুম্বইয়ে টেস্ট অভিষেক হলে অবাক হওয়ার থাকবে না।

Harshit Rana: মুম্বইয়ে টেস্ট অভিষেকের অপেক্ষায় হর্ষিত রানা! অজি সফরের আগে ট্রায়াল?
মুম্বইয়ে টেস্ট অভিষেকের অপেক্ষায় হর্ষিত রানা! অজি সফরের আগে ট্রায়াল
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: বছর শেষে অজি সফরে যাওয়ার আগে তরুণ পেসার হর্ষিত রানার (Harshit Rana) খুশি দ্বিগুণ হতে পারে। সেই সম্ভবনা প্রবল হয়েছে। কারণ, জানা গিয়েছে মুম্বইয়ে হতে চলা ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্টের জন্য ভারতীয় টিমে ডাক পড়েছে রানার। বর্ডার-গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy) ভারতীয় স্কোয়াডে হর্ষিত রানা সুযোগ পাওয়ার পর রঞ্জি ট্রফিতে জ্বলে উঠেছিলেন। ব্যাটে-বলে দিল্লির হয়ে অনবদ্য পারফর্ম করেন নাইট পেসার। এ বার যেহেতু মুম্বই টেস্টের আগে ফের ভারতীয় টিম থেকে ডাক পেয়েছেন, তাই বলা যায় অজি সফরে যাওয়ার আগে ট্রায়াল হতে চলেছে রানার।

ভারত-নিউজিল্যান্ডের টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে রানা রিজার্ভ প্লেয়ার হিসেবে দলের সঙ্গে ছিলেন। তারপর দিল্লি রঞ্জি টিমের হয়ে অসমের বিরুদ্ধে তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলার জন্য রিলিজ় করে দেওয়া হয়। দিল্লির বর্তমান কোচ এবং প্রাক্তন জাতীয় নির্বাচক শরণদীপ সিং ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘ও (হর্ষিত রানা) টেস্ট ক্রিকেট খেলার জন্য তৈরি। যদি অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে মুম্বইয়ে ওর টেস্ট অভিষেক হয়, তা হলে ভালো হবে।’

হর্ষিত রানাকে মুম্বই টেস্টে ডাকার ক্ষেত্রে তিনটে ভাবনা কাজ করতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। এক, জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারে। দুই, পেস ফ্রেন্ডলি উইকেট বানালে তৃতীয় পেসার হিসেবে রবীন্দ্র জাডেজাকে বিশ্রাম দিয়ে রানাকে খেলানো হতে পারে। তিন, রবিচন্দ্রন অশ্বিন স্পিন বোলিং অলরাউন্ডার। তিনি যেমন অফ স্পিনার ওয়াশিংটন সুন্দরও অফ স্পিনার ও অলরাউন্ডার। পেস ফ্রেন্ডলি পিচে একাদশে একই রকম দু’জন প্লেয়ারকে না খেলিয়ে অশ্বিনকে বিশ্রাম দিয়ে হর্ষিত রানাকে খেলাতে পারে ভারতীয় টিম।

এই খবরটিও পড়ুন

সদ্য অসমের বিরুদ্ধে দিল্লির জার্সিতে রঞ্জি ট্রফির ম্যাচে প্রথম ইনিংসে ফাইফার নিয়েছিলেন রানা। ব্য়াট হাতে করেছিলেন ৫৯ রান। আর দ্বিতীয় ইনিংসে তিনি নেন ২ উইকেট। ছন্দে রয়েছেন তিনি। ফলে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে রানার মুম্বইয়ে টেস্ট অভিষেক হলে অবাক হওয়ার থাকবে না।

বোর্ডের পক্ষ থেকে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্টের জন্য এখনও হর্ষিত রানার টিমে ফেরা নিয়ে কোনও ঘোষণা করা হয়নি।

Next Article