IPL 2025, Hardik Pandya: দলের বোলিংয়ে মুগ্ধ হার্দিক, জ্যাকসকে একাদশে রাখার কারণ ব্যাখ্যা ক্যাপ্টেনের
Mumbai Indians-Hardik Pandya: হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের পর দলের বোলিং ইউনিটের প্রশংসা করেছেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। বিশেষ করে উইল জ্যাকসের প্রশংসা করে তাঁর তিনটি পজিটিভ দিক তুলে ধরলেন মুম্বই ক্যাপ্টেন।

কলকাতা: মরসুমের শুরুটা মোটেই ভালো হয়নি। প্রথম পাঁচ ম্যাচের চারটিতে হার। শুধুমাত্র কলকাতার বিরুদ্ধে জয় পেয়েছিল মুম্বই। শেষ ২টি ম্যাচেই জয় নিয়ে প্রত্যাবর্তন হয়েছে তাদের। শেষ ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের পর দলের বোলিং ইউনিটের প্রশংসা করেছেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। বিশেষ করে উইল জ্যাকসের প্রশংসা করে তাঁর তিনটি পজিটিভ দিক তুলে ধরলেন মুম্বই ক্যাপ্টেন।
প্রথম চারটি ম্যাচে চোটের কারণে অনুপস্থিত ছিলেন বুমরা। প্রতি ম্যাচেই বোলিং ইউনিটে পরীক্ষা-নিরীক্ষা করছিল তারা। বেঙ্গালুরুর বিরুদ্ধে এ মরসুমে প্রথম ম্যাচ খেলেন বুমরা। বোলিং ইউনিট তাঁদের নেতা ফিরে পায়। কিন্তু সেই ম্য়াচেও হারের মুখ দেখে মুম্বই। এরপর অবশ্য ঘুরে দাঁড়ানো। পরপর দুই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে মুম্বই। ঝুলিতে দুটি জয়ে আত্মবিশ্বাস ফিরেছে পাঁচ বারের চ্যাম্পিয়নদের। এ বার প্লে-অফের দৌড়ে ঢুকে স্বপ্ন দেখতে শুরু করেছে দল।
হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের পর হার্দিক পান্ডিয়া দলের বোলিংয়ের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ‘বোলাররা খুবই বুদ্ধিদীপ্ত বোলিং করেছে। আমাদের পরিকল্পনা খুব সহজ আর স্পষ্ট ছিল। কিছু বল মারা সহজ ছিল না। বোলারদের কৃতিত্ব যে তারা ওই বলই করে যাচ্ছিল। প্রথমের দিকে যখন রাহুল চাহারের বল থমকে আসছিল, তখন আমরা বুঝতে পেরেছিলাম যে গতির হেরফের করলে কার্যকর হবে। তারপর সময় যত গড়িয়েছে পেসাররা বৈচিত্র এনেছে।’
মন্থর পিচে পার্টটাইম স্পিনার উইল জ্যাকস দুটি উইকেট নেন। উইল জ্যাকসের প্রশংসায় ক্যাপ্টেন হার্দিক বলেছেন, ‘ওর তিনটে দিক আছে। ও খুব গুরুত্বপূর্ণ ওভারগুলোতে বলও করতে পারে, সঙ্গে মারকাটারি ব্যাটিংও করার ক্ষমতা আছে ওর। উইল একজন দুর্দান্ত ফিল্ডারও। তাই ওকে দলে রাখা রয়েছে।’
