MS Dhoni: ‘ধোনি কিংবদন্তি, কিন্তু…’, মাহির সিদ্ধান্তে অবাক কিউয়ি ক্রিকেটার

Apr 05, 2024 | 6:32 PM

IPL 2024, Chennai Super Kings: নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সাইমন বলছেন, 'ধোনি কিংবদন্তি ক্রিকেটার। কিন্তু সিদ্ধান্তটা খুবই খারাপ ছিল।' এমন বলার কারণ, ধোনির ব্যাটিং পজিশন। টিমের কি তাঁর উপর ভরসা নেই? না ধোনিই নিজে আগে নামতে চাননি! এই প্রশ্ন কিন্তু থাকেই। জাডেজা, সমীর রিজভির পর নামানো হয় মহেন্দ্র সিং ধোনিকে। চেন্নাই যে পরিস্থিতিতে ছিল, ধোনি আগে নামলে ম্যাচের রং বদলে যেত, অনেকেই তা মনে করেন। সাইমন অবশ্য ধোনিকে নিয়ে অন্য় কারণে হতাশ।

MS Dhoni: ধোনি কিংবদন্তি, কিন্তু..., মাহির সিদ্ধান্তে অবাক কিউয়ি ক্রিকেটার
Image Credit source: BCCI

Follow Us

কিছুক্ষণ পরই ফের নামছে চেন্নাই সুপার কিংস। গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরেছিল পাঁচ বারের চ্যাম্পিয়ন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের সেটিই ছিল এ বারের মরসুমে প্রথম হার। দিল্লি ক্যাপিটালসের কাছে চেন্নাই হারলেও ব্যাট হাতে কামাল করেছেন মহেন্দ্র সিং ধোনি। ৪২ বছর বয়স। ধোনির ফিটনেস যে কোনও তরুণ ক্রিকেটারকেও পিছিয়ে দিতে পারে। ধোনির ব্যাটিংয়েও সেই তেজ।

বিশাখাপত্তনমে দিল্লির বিরুদ্ধে মাত্র ১৬ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলেন চেন্নাই সুপার কিংস। মাহির ব্যাটিং উপভোগ করার সুযোগ পেয়েছেন ক্রিকেট প্রেমীরা। এ মরসুমে প্রথম দু-ম্যাচে তাঁকে ব্যাট হাতে দেখা যায়নি। অনেকেই মনে করছিলেন, ধোনিকে হয়তো কোনও ম্যাচেই ব্যাট হাতে নামতে দেখা যাবে না। বিশাখাপত্তনমে নেমেই ধোনি যে তাণ্ডব শুরু করেন তা অবাক করার মতোই। ধোনির মতো কিংবদন্তি ক্রিকেটারকে নিয়ে সিদ্ধান্ত অবশ্য মেনে নিতে পারছেন না প্রাক্তন কিউয়ি ক্রিকেটার সাইমন ডুল।

নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সাইমন বলছেন, ‘ধোনি কিংবদন্তি ক্রিকেটার। কিন্তু সিদ্ধান্তটা খুবই খারাপ ছিল।’ এমন বলার কারণ, ধোনির ব্যাটিং পজিশন। টিমের কি তাঁর উপর ভরসা নেই? না ধোনিই নিজে আগে নামতে চাননি! এই প্রশ্ন কিন্তু থাকেই। জাডেজা, সমীর রিজভির পর নামানো হয় মহেন্দ্র সিং ধোনিকে। চেন্নাই যে পরিস্থিতিতে ছিল, ধোনি আগে নামলে ম্যাচের রং বদলে যেত, অনেকেই তা মনে করেন। সাইমন অবশ্য ধোনিকে নিয়ে অন্য় কারণে হতাশ।

সাইমন ডুল আরও বলছেন, ‘আমি জানি ধোনির ইনিংস নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। সকলেই উপভোগ করেছে। তবে বেশ কিছু ডেলিভারি কিন্তু ব্লকও করেছে। রান নেওয়ার সুযোগ থাকলেও নেয়নি। আমার বিশ্বাসই হচ্ছিল না, ধোনি কেন রান নিচ্ছে না। ধোনি মহান হলেও আমি বলব, এটা খুবই খারাপ সিদ্ধান্ত। খুচরো রানগুলো নিলে হয়তো কাজে দিত।’

শেষ ওভারে চেন্নাই সুপার কিংসের টার্গেট দাঁড়িয়েছিল ৪১ রান। মাত্র ২০ রানে হার চেন্নাই সুপার কিংসের। সাইমনের কথায়, ‘চেন্নাই ম্যাচ জেতার লক্ষ্যে নেমেছিল। ব্যাট হাতে এ মরসুমে সেটাই ধোনির প্রথম ইনিংস ছিল। হতে পারে, ও ফর্ম খুঁজে পেতে চাইছিল। কিন্তু আমি সেটা বিশ্বাস করি না। আমার এই ইনিংসে যেটা খারাপ লেগেছে, সেটা হল খুচরো রান না নেওয়াটা।’

Next Article