IPL 2025: ও রেডি…, ১৩ বছরের কোটিপতির উপর ভরসা রাখছেন রাজস্থান রয়্যালস ক্যাপ্টেন
IPL 2025, Rajasthan Royals: শেষ অবধি রাজস্থান রয়্যালস বাজিমাত করে। ১.১০ কোটি টাকায় বৈভব সূর্যবংশীকে নেয় রাজস্থান। এত কম বয়সে আইপিএলে এর আগে কেউ সুযোগ পায়নি। রাজস্থান রয়্যালস ক্যাপ্টেন সঞ্জু স্যামসন বলছেন, খেলার জন্যও প্রস্তুত বৈভব।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা অকশনে বড় চমক দেখা গিয়েছিল। মাত্র ১৩ বছরের এক কিশোরকে নিয়ে নিলামের টেবিলে ঝড় উঠেছিল। বিহারের এক ক্রিকেটার বৈভব সূর্যবংশী। ঘরোয়া ক্রিকেটে বিধ্বংসী পারফরম্যান্স করেছিলেন। এরপর অনূর্ধ্ব ১৯ জাতীয় দলের হয়েও খেলেন। আইপিএলের মেগা অকশনে তাঁর বেস প্রাইস ছিল মাত্র ২০ লক্ষ টাকা। একাধিক ফ্র্যাঞ্চাইজি দল তাঁকে নিতে ঝাঁপিয়েছিল। শেষ অবধি রাজস্থান রয়্যালস বাজিমাত করে। ১.১০ কোটি টাকায় বৈভব সূর্যবংশীকে নেয় রাজস্থান। এত কম বয়সে আইপিএলে এর আগে কেউ সুযোগ পায়নি। রাজস্থান রয়্যালস ক্যাপ্টেন সঞ্জু স্যামসন বলছেন, খেলার জন্যও প্রস্তুত বৈভব।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিশ্বের সবচেয়ে বড় এবং জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ। এখানে খেলার জন্য মুখিয়ে থাকেন হাজারো ক্রিকেটার। সকলের সুযোগ হয় না। দল পেলেও খেলার সুযোগ আসবেই সেই গ্যারান্টিও নেই। আইপিএলের উদ্বোধনী সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। ২০২২ সালে সঞ্জু স্যামসনের নেতৃত্বে ফাইনালেও উঠেছিল তারা। যদিও ট্রফি আসেনি। ১৮তম সংস্করণ শুরুর আগে বৈভবকে নিয়ে আশার কথা শোনালেন ক্যাপ্টেন।
মাত্র ১৩ বছরের বৈভবকে নিয়ে জিওহটস্টারে ক্যাপ্টেন সঞ্জু স্যামসন বলেন, ‘বৈভবকে দেখে বোঝা যায়, ও খুবই আত্মবিশ্বাসী। ওকে চাপমুক্ত থাকতে দেওয়াটাই আমাদের লক্ষ্য। সকলেই ওর পাওয়ার হিটিং নিয়ে বলে। আসলে সত্যিই ও দুর্দান্ত। নিজের শক্তিটা বোঝা সেটাকে কাজে লাগানোই আসল। আমি ওকে শুধু মাত্র একজন ক্রিকেটার হিসেবে নয়, দাদার মতোই পাশে থাকব। এখনও অবধি যা বুঝেছি, ও খেলার জন্য প্রস্তুত। দলে অবদান রাখতে তৈরি। কে জানে হয়তো দু-তিন বছরের মধ্যে ও ভারতীয় দলেও সুযোগ পেল!’
First Media Day feels! 📸💗 pic.twitter.com/u0EymvrCnj
— Rajasthan Royals (@rajasthanroyals) March 12, 2025





