MS Dhoni-Jadeja: ধোনি-জাডেজা কীসের দ্বন্দ্ব? খোলসা করলেন সিএসকে CEO
Chennai Super Kings: জাডেজা আউট হলে সিএসকে গ্যালারিতে বিশাল গর্জন শোনা গিয়েছে। কেন না, সে সময় ক্রিজে নামছেন ধোনি।

চেন্নাই: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রেকর্ড পঞ্চম বার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। ফাইনালে প্রবল চাপে পড়েছিল সিএসকে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষ দু-বলে চেন্নাই সুপার কিংসের প্রয়োজন ছিল ১০ রান। ক্যাপ্টেন ধোনি আউট হয়ে ফিরেছেন। রবীন্দ্র জাডেজা শেষ দু-বলে বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে ম্যাচ ফিনিশ করেন। আনন্দে জাডেজাকে কোলে তুলে নেনে মহেন্দ্র সিং ধোনি। যদিও তার আগে জাডেজার একটি টুইটে বিতর্ক তৈরি হয়েছিল। মাহির সঙ্গে জাডেজার দ্বন্দ্বের কারণেই এই টুইট! ফাইনালের পর দেখা যায়, জাডেজার সঙ্গে আলাদা করে কথা বলছেন সিএসকে-র সিইও কাশী বিশ্বনাথন। তিনিই খোলসা করলেন ধোনি-জাডেজার দ্বন্দ্বের বিষয়টি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সিএসকে সিইও জানান, ধোনির সঙ্গে জাডেজার কোনও দ্বন্দ্ব নেই, সবটাই টিমের অন্দরের বিষয়, হয়তো জাডেজা সমর্থকদের আচরণে আঘাত পেয়েছিল। জাডেজা আউট হলে তবেই ব্যাটিংয়ে নামতেন ধোনি। জাডেজা আউট হলে সিএসকে গ্যালারিতে বিশাল গর্জন শোনা গিয়েছে। কেন না, সে সময় ক্রিজে নামছেন ধোনি। ইএসপিএনক্রিকইনফো তামিলকে একটি সাক্ষাৎকারে সিএসকে সিইও বলেন, ‘জাডেজার ক্ষেত্রে বলতে পারি, ও দুর্দান্ত বোলিং করেছে। আর ব্যাটিংয়ে আমাদের ঋতুরাজ, কনওয়ে, মইন, রাহানে। ফলে জাডেজা যখন ব্যাট করতে নামতো হয়তো ৫-১০ বল বাকি থাকতো। তবে একটা বিষয় জানাই ছিল, ওর পর ধোনি নামবে।’
সিএসকে সিইও আরও যোগ করেন, ‘ধোনিও যখন ব্যাটিংয়ে আসতো হাতে গোনা কয়েকটি বলই বাকি থাকত। সে কারণেই হয়তো সমর্থকরা ধোনিকে স্বাগত জানাতে অনেক বেশি উচ্ছ্বাস প্রকাশ করতো। হতে পারে এর জন্যই আঘাত পেয়েছে জাডেজা। তবে ও কিন্তু কোনও অভিযোগ করেনি। টুইট করলেও কখনও কাউকে কিছু বলেনি। এগুলো খেলার অংশ। ফাইনালের পর ওর সঙ্গে আমায় কথা বলতে দেখে অনেকেই ভেবেছিল, এই বিষয় নিয়ে কিছু বলছি। আসলে জাডেজার সঙ্গে ম্যাচ নিয়েই কথা হচ্ছিল।’ ফাইনালের পর জাডেজা অবশ্য তাঁর ইনিংসটি ধোনিকে উৎসর্গ করেন।





