Mohammed Shami: সামনে মেয়েকে আদর আর পিছনে অন্য রূপ! সামির মুখোশ খুললেন প্রাক্তন স্ত্রী হাসিন জাহান?

Oct 04, 2024 | 3:47 PM

Hasin Jahan on Mohammed Shami: দিনদুয়েক আগে ইন্সটাগ্রামে মেয়ে আইরার সঙ্গে একটি ভিডিয়ো শেয়ার করেন মহম্মদ সামি। এ বার সেই প্রসঙ্গে সামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan) মন্তব্য করেছেন, 'সব লোক দেখানো।' কেন এমনটা বলছেন তিনি?

Mohammed Shami: সামনে মেয়েকে আদর আর পিছনে অন্য রূপ! সামির মুখোশ খুললেন প্রাক্তন স্ত্রী হাসিন জাহান?
Mohammed Shami: সামনে মেয়েকে আদর আর পিছনে অন্য রূপ! সামির মুখোশ খুললেন প্রাক্তন স্ত্রী হাসিন জাহান?

Follow Us

কলকাতা: একমাত্র মেয়ে আইরাকে দীর্ঘদিন পর কাছে পেয়ে আবেগে ভেসেছেন মহম্মদ সামি (Mohammed Shami)। আর তাতেও অভিযোগ করছেন তাঁর প্রাক্তন স্ত্রী হাসিন জাহান। আসলে, দিনদুয়েক আগে ইন্সটাগ্রামে মেয়ে আইরার সঙ্গে একটি ভিডিয়ো শেয়ার করেন সামি। ক্যাপশনে লিখেছিলেন, ‘দীর্ঘদিন পর ওকে আমি যখন দেখলাম, তখন সময় যেন থমকে গিয়েছিল। বেবো আমি তোমাকে খুব ভালোবাসি। আর সেটা কথার মাধ্যমে তার ব্যাখ্যা দিতে পারব না’ ওই ভিডিয়োতে দেখা যায়, তিনি আইয়ার সঙ্গে এক শপিং মলে সময় কাটাচ্ছেন। এ বার সেই প্রসঙ্গে হাসিন জাহান (Hasin Jahan) মন্তব্য করেছেন, ‘সব লোক দেখানো।’ কেন এমনটা বলছেন তিনি?

ভারতীয় তারকা পেসারের প্রাক্তন স্ত্রী হাসিন জাহান আনন্দবাজার অনলাইনকে এক সাক্ষৎকারে জানিয়েছেন, সামি মেয়েকে নিয়ে যে ভাবে শপিং মলে ঘুরেছেন এবং সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, পুরোটাই লোক দেখানো। হাসিন একইসঙ্গে জানিয়েছেন, আইরা নিজে যে খেলনা এবং ক্যামেরা চেয়েছিল সামির কাছে, তা টিম ইন্ডিয়ার তারকা কিনে দেননি।

এই খবরটিও পড়ুন

সামিকে বিঁধে হাসিন বলেন, ‘আসলে মেয়ের পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে গিয়েছে। আর আইরার নতুন পাসপোর্টের জন্য সামির সই প্রয়োজন। তাই মেয়ে ওর বাবার কাছে গিয়েছিল। কিন্তু সামি ওর পাসপোর্টে সই করেনি। শপিং মলে ঘুরেছে মেয়ের সঙ্গে। সামি যে সংস্থার হয়ে বিজ্ঞাপন করেন, সেখানেই মেয়েকে নিয়ে গিয়েছিল। ওই দোকান থেকে মেয়েকে জুতো, জামা কিনে দিয়েছে। সেখান থেকে সামি কিছু নিলে টাকাও লাগে না। তাই ও মেয়েকে নিয়ে ওখানে গিয়েছিল। একটা গিটার ও খেলনা ক্যামেরা চেয়েছিল মেয়ে, সেটা অবশ্য সামি ওকে কিনে দেয়নি।’

হাসিন জাহানের এই সকল মন্তব্যের পর আলাদা করে মহম্মদ সামি কিছু বলেননি। তিনি আপাতত নিজেকে সুস্থ করে তুলছেন। গত বছরের ওডিআই বিশ্বকাপের পর থেকে চোটের কারণে তিনি মাঠের বাইরে। লক্ষ্য তাঁর জাতীয় দলে ফেরা। কিছুদিন আগে তাঁর চোট নিয়ে ভুয়ো খবর ছড়িয়েছিল। বলা হচ্ছিল, তিনি বর্ডার গাভাসকর ট্রফিতে খেলতে পারবেন না। সেই সব গুজব উড়িয়ে দিয়েছেন সামি।

Next Article