PBKS IPL 2023 Auction: অলরাউন্ডারের দিক থেকে শক্তিশালী! কেমন দল হল পঞ্জাব কিংসের?

Punjab Kings Auction Players: কোন দিক থেকে জিতল পঞ্জাব! একজন পেস বোলিং অলরাউন্ডার নেওয়ার লক্ষ্য ছিল পঞ্জাব কিংসের। স্যাম কারানকে নিয়ে সেই লক্ষ্য় পূরণ হয়েছে। তেমনই সিকান্দার রাজার মতো স্পিন বোলিং অলরাউন্ডারকে বেস প্রাইসে পাওয়া, তাদের জন্য় লাভজনক। স্কোয়াডে লিয়াম লিভিংস্টোন রয়েছেন। তিনি চোট পেলে বিকল্প হিসেবে থাকছেন সিকান্দার রাজা।

PBKS IPL 2023 Auction: অলরাউন্ডারের দিক থেকে শক্তিশালী! কেমন দল হল পঞ্জাব কিংসের?
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 24, 2022 | 2:04 AM

কোচি : পঞ্জাব মূল স্কোয়াড কার্যত ধরে রেখেছিল। মোট ১৬ জনকে রিটেন করেছিল তারা। নজর ছিল স্কোয়াডে বিকল্প নেওয়া। মিনি অকশনে নামার আগে পঞ্জাব কিংসের ঝুলিতে বাকি ছিল ৩২.২ কোটি টাকা। স্লট বাকি ছিল ৯টি। এর মধ্যে বিদেশি প্লেয়ার নেওয়া যেত ৩ জন। সব মিলিয়ে ২২ সদস্যের স্কোয়াড বানাল তারা। নিলামে একজনকে নিয়েই মূল লড়াই করে পঞ্জাব কিংস। বাঁ হাতি পেস বোলিং অলরাউন্ডার স্যাম কারান। শেষ অবধি আইপিএলে রেকর্ড গড়লেন ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম। তাঁকে ১৮.৫ কোটিতে নেয় পঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসের সর্বাধিক দাম উঠল স্য়াম কারানের। কেমন দল গড়ল পঞ্জাব কিংস? বিস্তারিত TV9Bangla-য়।

কোন দিক থেকে জিতল পঞ্জাব! একজন পেস বোলিং অলরাউন্ডার নেওয়ার লক্ষ্য ছিল পঞ্জাব কিংসের। স্যাম কারানকে নিয়ে সেই লক্ষ্য় পূরণ হয়েছে। তেমনই সিকান্দার রাজার মতো স্পিন বোলিং অলরাউন্ডারকে বেস প্রাইসে পাওয়া, তাদের জন্য় লাভজনক। স্কোয়াডে লিয়াম লিভিংস্টোন রয়েছেন। তিনি চোট পেলে বিকল্প হিসেবে থাকছেন সিকান্দার রাজা। স্পিন বোলিং বিভাগকে শক্তিশালী করল পঞ্জাব কিংস। তবে মায়াঙ্ক আগরওয়ালকে নিলামে নেওয়ার চেষ্টা করলেও শেষ অবধি সাফল্য আসেনি। গত মরসুমে পঞ্জাবকে নেতৃত্ব দিয়েছিলেন। যদিও এ বার তাঁকে রিটেন করেনি। নিলামে দর তুললেও মায়াঙ্ককে নেয় সানরাইজার্স। মায়াঙ্ক হাতছাড়া হলেও স্কোয়াড শক্তিশালী করার দিক থেকে লক্ষ্য পূরণ হয়েছে পঞ্জাবের, এমনটা বলাই যায়।

যে প্লেয়ারদের ট্রেডিংয়ে নেওয়া এবং রিটেন করা হয়েছিল : শিখর ধাওয়ান, শাহরুখ খান, রাহুল চাহার, অর্শদীপ সিং, হরপ্রীত ব্রার, রাজ অঙ্গদ বাওয়া, প্রভসিমরন সিং, ঋষি ধাওয়ান, জীতেশ শর্মা, বলতেজ সিং, অথর্ব তাইডে, লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাডা, জনি বেয়ারস্টো, নাথান এলিস, ভানুকা রাজাপক্ষে।

মিনি অকশনে পঞ্জাব কিংস যাঁদের নিল

  • শিবম সিং (২০ লক্ষ)
  • মোহিত রাঠি (২০ লক্ষ)
  • বিদ্বথ কাবেরাপ্পা (২০ লক্ষ)
  • হরপ্রীত ভাটিয়া (৪০ লক্ষ)
  • সিকান্দার রাজা (৫০ লক্ষ)
  • স্যাম কারান (১৮.৫ কোটি)

পঞ্জাবের ফুল স্কোয়াড: শিখর ধাওয়ান, শাহরুখ খান, রাহুল চাহার, অর্শদীপ সিং, হরপ্রীত ব্রার, রাজ অঙ্গদ বাওয়া, প্রভসিমরন সিং, ঋষি ধাওয়ান, জীতেশ শর্মা, বলতেজ সিং, অথর্ব তাইডে, লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাডা, জনি বেয়ারস্টো, নাথান এলিস, ভানুকা রাজাপক্ষে, শিবম সিং, মোহিত রাঠি, বিদ্বথ কাবেরাপ্পা, হরপ্রীত ভাটিয়া, সিকান্দার রাজা, স্যাম কারান।