
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণ চলছে। তবে রাজস্থান রয়্যালসের মরসুম শেষ হয়ে গিয়েছে। প্লে-অফের দৌড় থেকে অনেক আগেই ছিটকে গিয়েছিল রাজস্থান। পরের দিকের ম্যাচগুলো স্রেফ নিয়মরক্ষার ছিল। পাশাপাশি ভবিষ্যতের ভাবনাও। নতুনদের আরও বেশি সুযোগ দিয়ে দেখে নেওয়া। সেই কাজটা করেছে রাজস্থান রয়্যালসও। এ মরসুমে তাদের প্রাপ্তি একেবারে শূন্য নয়। প্লে-অফে যেতে না পারলেও বৈভবের মতো তরুণ তুর্কির জন্ম দিয়েছে রয়্যালস। কত টাকা উপার্জন করলেন স্কুল পড়ুয়া বৈভব? এই কৌতুহলটা আসা স্বাভাবিক।
আইপিএলের ইতিহাসে ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল ইউসুফ পাঠানের। ৩৭ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। বৈভব মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে সেই রেকর্ড ভেঙে দেন। কনিষ্ঠতম প্লেয়ার হিসেবেও আইপিএলে সেঞ্চুরির কীর্তি বৈভবের দখলেই। মরসুমের শেষ ম্যাচেও দুর্দান্ত হাফসেঞ্চুরি করেছেন রাজস্থান রয়্যালসের এই তরুণ ওপেনার। ছোট্ট বিরতি কাটিয়ে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির শিবিরে যোগ দেবেন। অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের হয়ে ইংল্যান্ডে খেলতে যাবেন বৈভব।
আইপিএলে রাজস্থানের মরসুম শেষ হতেই বাড়ি ফিরেছেন বিহারের এই ক্রিকেটার। স্বাভাবিক ভাবেই তাঁকে স্বাগত জানাতে ছিল বিশাল আয়োজন। সমস্তিপুর জেলার তাজপুরে নায়কের মতোই বরণ করে নেওয়া হয় আইপিএলের বিস্ময় বালককে। কেকও কাটা হয়। তাঁর বাড়িতে উৎসবের মেজাজ। অকশনে যেমন রাজস্থান রয়্যালস তাঁর উপর ভরসা রেখে ১ কোটি ১০ লক্ষ টাকায় নিয়েছিল, দুর্দান্ত ব্যাটিংয়ে ভরসার মর্যাদা রেখেছেন বৈভবও। সঙ্গে আর্থিক প্রাপ্তিও বেড়েছে। একটু হিসেব করা যাক।
একদম নিখুঁত হিসেব দেওয়া সম্ভব নয়। তবে কাছাকাছি একটা অঙ্ক বোঝা যেতেই পারে। কেরিয়ারের প্রথম আইপিএলে মোট সাতটি ম্যাচ খেলেছেন বৈভব সূর্যবংশী। এ মরসুমের আগেই বোর্ডের তরফে ঘোষণা করা হয়েছিল, অকশনের টাকা ছাড়াও জন্য আলাদা করে ম্যাচ ফি থাকবে। একেকটি ম্যাচ খেলার জন্য বাড়তি সাড়ে সাত লক্ষ টাকা করে পাবেন ক্রিকেটাররা। এমনকি কেউ একাদশে না থেকে যদি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবেও নামেন, তাতেও এই ম্যাচ ফি পাবেন।
বৈভবের ক্ষেত্রে বলা যাক। সাতটি ম্যাচ থেকে ফি হিসেবে তাঁর উপার্জন প্রায় ৫৩ লক্ষ টাকা। এখানেই শেষ নয়, একটি ম্যাচে সেরার পুরস্কারও জিতেছেন তিনি। তেমনই বেস্ট স্ট্রাইকার অব দ্য ম্যাচের পুরস্কারও রয়েছে। যার জন্য ১ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কারও জিতেছেন বৈভব। হিসেব বলছে, এ বারের আইপিএল থেকে প্রায় ১ কোটি ৬৫ লক্ষ টাকা উপার্জন বৈভব সূর্যবংশীর। ইতিমধ্যেই বৈভবকে সই করাতে ঘুরঘুর করছে বড় বড় সংস্থা। সময়ের সঙ্গে উপার্জনও বাড়বে, বলার অপেক্ষা রাখে না।