T20 World Cup 2022: পাকিস্তান নাকি ইংল্যান্ড? চ্যাম্পিয়নের ঝুলি ভরবে বিশ্বকাপের বিপুল আর্থিক পুরস্কারে

এ বারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন এবং রানার্সরা কত টাকা পাবে, জানেন?

T20 World Cup 2022: পাকিস্তান নাকি ইংল্যান্ড? চ্যাম্পিয়নের ঝুলি ভরবে বিশ্বকাপের বিপুল আর্থিক পুরস্কারে
পাকিস্তান নাকি ইংল্যান্ড? চ্যাম্পিয়নের ঝুলি ভরবে বিশ্বকাপের বিপুল আর্থিক পুরস্কারেImage Credit source: ICC Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 12, 2022 | 3:54 PM

মেলবোর্ন: দেখতে দেখতে চলে এল এ বারের টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) ফাইনাল। আগামীকাল, রবিবার মেলবোর্নে কাপ দখলের শেষ লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে বাবর আজমের পাকিস্তান (Pakistan) ও জস বাটলারের ইংল্যান্ড (England)। টুর্নামেন্টের দুই সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড-পাকিস্তান এবং ভারত-ইংল্যান্ড। বাটলারের দলের কাছে ১০ উইকেটে লজ্জার হারের সাক্ষী হতে হয়েছে রোহিত শর্মার ভারতকে। রবিবারের ফাইনালে ভারত-পাক ম্যাচ দেখতে চেয়েছিলেন একাধিক ক্রিকেট প্রেমী। কিন্তু তাদের সকলের হৃদয় ভেঙে গিয়েছে, ভারত ফাইনালে না উঠতে পারার জন্য। এ বারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন এবং রানার্সরা কত টাকা পাবে, জানেন? সেই তথ্য তুলে ধরল TV9Bangla

পাকিস্তান হোক বা ইংল্যান্ড, মেলবোর্ন থেকে এ বারের বিশ্বকাপের ট্রফি নিয়ে যে দলই দেশে ফিরুক না কেন, তারা দেশকে দ্বিতীয় বার ট্রফি এনে দেবে। ২০০৯ সালের টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। অন্যদিকে ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বিশ্বকাপের যে আসর বসেছিল, তাতে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি কুড়ি-বিশের বিশ্বকাপে যে দল চ্যাম্পিয়ন হবে, তারা ১.৬ মিলিয়ন ডলার আর্থিক পুরস্কার পাবে। ভারতীয় মুদ্রায় যা ১৩ কোটি ৪ লক্ষ ৮২ হাজার ৪৮০ টাকা।

পাকিস্তান হোক বা ইংল্যান্ড, যাদের ভাগ্যে কাপ আসবে না, অর্থাৎ এ বারের টি২০ বিশ্বকাপের রানার্স দল পাবে ৮ লাখ ডলার। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল (নিউজিল্যান্ড ও ভারত) আইসিসির পক্ষ থেকে পেয়েছে ৪ লাখ ডলার।

উল্লেখ্য, কোনও দলই এ বারের বিশ্বকাপ থেকে খালি হাতে ফেরেনি। ২০২২ সালের টি২০ বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলই কিছু না কিছু আর্থিক পুরস্কার নিয়ে দেশে ফিরেছে। সুপার টুয়েলভ পর্বের প্রতি ম্যাচের জয়ী দল পেয়েছে ৪০ হাজার ডলার। সুপার টুয়েলভ থেকে বাদ পড়া প্রতিটি দল পেয়েছে ৭০ হাজার ডলার। এ ছাড়া প্রথম পর্ব থেকে বাদ পড়া প্রতিটি দল পেয়েছে ৪০ হাজার ডলার। এবং প্রথম পর্বের ম্যাচে জয়ী হওয়া প্রতিটি দল পেয়েছে ৪০ হাজার ডলার।